Ajker Patrika

সড়কহীন সেতুর কাহিনি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
সড়কহীন সেতুর কাহিনি

সংযোগ সড়ক না থাকায় জামালপুরের মেলান্দহে কাটাখালী নদীর ওপর এক বছর আগে নির্মিত সেতু এখনো চালু হয়নি। এতে চলাচলে দুর্ভোগে পড়েছে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, যে জায়গায় সেতু নির্মাণ করার কথা ছিল, সেই জায়গায় নির্মিত হলে জমি অধিগ্রহণ করে সড়ক নির্মাণ করতে হতো না। এতে স্থানীয়দের সুবিধা বেশি হতো। এখন ফসলি জমির ওপর দিয়ে তৈরি করতে হবে সেতুর সংযোগ সড়ক।

জামালপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক বলেন, ‘ভূমি অধিগ্রহণে কিছুটা জটিলতা ছিল, তা শেষ হয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠান কিছুদিনের মধ্যে কাজ শুরু করবে। নকশা দেখে সেতুটি নির্মিত হয়েছে। স্থানীয়রা যে জায়গার কথা বলছেন, সেটি ভাঙনপ্রবণ এলাকা। আমরা ভাঙনপ্রবণ এলাকায় তো সেতু নির্মাণ করি না।

জানা গেছে, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পুঠিয়ারপাড়া, খাসিমারা, নালছিয়াসহ কয়েকটি এলাকার মানুষের যোগাযোগ সহজ করতে বন্ধরৌহা গ্রামের কাটাখালী নদীর ওপর নির্মাণ করা হয় ৯০ মিটারের একটি সেতু। এটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণকাজ শেষ হলেও এক বছর ধরে সংযোগ সড়ক না থাকায় সেতুটি চালু হয়নি। সরেজমিনে দেখা যায়, কাটাখালী নদীর ওপর নির্মাণ করা সেতুটির দুই দিকে নেই কোনো সংযোগ সড়ক।

বন্ধরৌহা গ্রামের মো. লাইট বলেন, ‘এই সেতু আমার সুবিধার চেয়ে ক্ষতিটাই বেশি হবে। আমার জমির ওপর দিয়ে সড়ক তৈরি হবে। খেতের মাঝখান দিয়ে সড়ক হবে। এর দুই পাশে যে জায়গা, সেটুকু থাকবে, চাষ হবে না। কারণ, রাস্তার দুই পাশে একটু একটু জায়গা থাকবে, সেখানে কিছুই করা যাবে না।’

পুঠিয়ারপাড়ার আলামিন বলেন, ‘সেতুর কাজ আরও এক বছর আগে শেষ হয়েছে। পশ্চিম পাশে সড়ক আছে, কিন্তু সেতুর সঙ্গে সংযোগ নেই। সেতুর পূর্ব পাশে কোনো ধরনের সড়ক নেই, প্রায় আধা কিলোমিটার সড়ক নির্মাণ করতে হবে, তারপরে সেতুর সঙ্গে সড়কের সংযোগ দিলে চলাচল করতে পারবে। এখন কবে সেতু চালু হবে জানি না। আমাদের যাতায়াতে খুবই কষ্ট হচ্ছে।’

বন্ধরৌহা গ্রামের নাজমুল হাসান বলেন, মাহমুদপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকদের যাতায়াতে এটি কাজে লাগবে। নতুন রাস্তা করে সেতুর সংযোগ দিতে হবে। আর বন্যার সময় নতুন রাস্তা ভেঙে যাবে। নদীর পশ্চিমপাড়া দিয়ে শাহীন বাজার হয়ে ওই ইউনিয়নের লোকজন এখন চলাচল করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত