সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে শীতলক্ষ্যার তীরে গড়ে ওঠা বেশ কিছু সিমেন্ট কারখানার পণ্যবাহী জাহাজ দিয়ে নৌপথ সংকুচিত করাকে নদী দখল হিসেবে চিহ্নিত করেছেন পরিবেশবাদীরা। কিন্তু প্রতিষ্ঠানগুলোকে সরাসরি নদী দখলকারী হিসেবে চিহ্নিত করেনি জাতীয় নদী রক্ষা কমিশন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ ছাড়া জাহাজ থেকে ক্লিংকার তুলে কারখানার হপারে ফেলার সময় ছাই ও ধূলিকণা ছড়িয়ে ব্যাপক হারে বায়ুদূষণ ঘটায়। এ ধরনের দূষণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ আছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল আজকের পত্রিকাকে বলেন, ‘শীতলক্ষ্যার তীরে যেসব সিমেন্ট কারখানা আছে, তার সব কটিই কোনো না কোনোভাবে নদী দখল করে রেখেছে। বিগত দিনে নদী রক্ষা কমিশনের রিপোর্টে তা উঠে এসেছে। কিন্তু বর্তমান কমিশন পুরোনো তালিকা ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে প্রমাণ করেছে, তারা পরিপূর্ণভাবে নদী রক্ষার কাজ করছে না। এ ছাড়া বায়ুদূষণসহ অন্যান্য ইস্যুতে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে যেসব নীতিমালা করা হচ্ছে, তা গণবিরোধী। এ ধরনের কার্যক্রম পলিসি করাপশনের (নীতিগত দুর্নীতি) শামিল।’
গত বছর শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে কয়েকজনের প্রাণহানির পর মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বলেছিলেন, ‘ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ নৌপথে শিল্পপতিরা লাইটার জাহাজগুলো যত্রতত্র নোঙর করে রাখে। ফলে যাত্রীবাহী লঞ্চগুলো স্বাভাবিকভাবে চলতে পারে না। যখন-তখন দুর্ঘটনায় পতিত হয়। আমি জানি না, এই দুর্ভোগ কত দিন থাকবে। আমার দাবি থাকবে, যেসব শিল্পমালিক লাইটার জাহাজ যত্রতত্র রাখেন, তাঁদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।’
জানা গেছে, সিমেন্ট কারখানার বায়ুদূষণ ও নদী দখলের তথ্য খুঁজতে শুরু করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। একই সঙ্গে নদীর তীরবর্তী ভূমি দখল হয়েছে কি না, তা যাচাই করতে দ্রুত জরিপ চালাবে জাতীয় নদী রক্ষা কমিশন। কমিশন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বেশ কয়েকটি সিমেন্ট কারখানার নদী দখলের বিষয়ে অনুসন্ধান করলেও প্রতিবেদন এখনো প্রকাশ করেনি। শীতলক্ষ্যা নদীতে বেসিন নির্মাণ না করার অভিযোগ আছে মীর সিমেন্ট ও সেভেন হর্সের বিরুদ্ধে। অন্যদিকে মুন্সিগঞ্জে শাহ সিমেন্টের বিরুদ্ধে মৌখিকভাবে নদী দখলের অভিযোগ এসেছে নদী রক্ষা কমিশন ও বিআইডব্লিউটিএর কাছে।
এসব বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নদী দখল হচ্ছে কি না, সে বিষয়ে আমরা দ্রুতই কারখানা পরিদর্শন করব। ইতিমধ্যে বেশ কয়েকটি কারখানার বিষয়ে আমরা সার্ভে শুরু করেছি। শাহ সিমেন্ট কিছুটা নদীর ভেতর এগিয়েছে বলে নৌ-পুলিশের কাছে রিপোর্ট এসেছে। আর নদীর মাঝে জাহাজ নোঙর করে নৌপথ দখল করে রাখা স্পষ্ট নদী দখল, তবে এই বিষয়ে বিআইডব্লিউটিএ কাজ করে থাকে।’
নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা আজকের পত্রিকাকে বলেন, ‘সিমেন্ট কারখানার জাহাজগুলোকে নির্ধারিত স্থান দেওয়া উচিত, যেখানে তারা সুশৃঙ্খলভাবে জাহাজ নোঙর করতে পারবে। আমরা মাঝেমধ্যে তাদের সরিয়ে দিই। কিন্তু কিছু সময় পর আবারও তারা আগের মতো বিশৃঙ্খলা তৈরি করে।বিআইডব্লিউটিএ থেকে ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালিয়ে জরিমানা আদায় এবং নির্ধারিত স্থান দেওয়া হলে আশা করা যায় নদীতে শৃঙ্খলা ফিরবে।’
বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মুন্সিগঞ্জে শীতলক্ষ্যাতীরের একটি সিমেন্ট কারখানার জাহাজের কাগজপত্র নিয়ে আসায় ছয় মাস কাজ দেওয়া হয়নি আমাদের এক কর্মকর্তাকে। তিনি ছয় মাস পর প্রমাণ করতে সক্ষম হন, জাহাজটি নিয়ম অমান্য করে নৌপথ বন্ধ করে রেখেছিল। কিন্তু এই ছয় মাস তাঁকে বিভিন্ন দপ্তরে দৌড়ে চাকরি বাঁচাতে হয়েছে। এসব কারণে বড় শিল্পপ্রতিষ্ঠানের জাহাজের অনিয়মের বিষয়ে কেউ কোনো পদক্ষেপ নিতে সাহস পান না।’
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ আজকের পত্রিকাকে বলেন, ‘দূষণ বন্ধ করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। সিমেন্ট কারখানাগুলো যেন বায়ুদূষণ না করে কিংবা নদী দখলে না রাখে, সে জন্য পরিবেশ অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর সঙ্গে আমাদের মিটিং হয়। নৌ-পুলিশ, কোস্ট গার্ড সবাইকে নিয়ে আমরা এই ধরনের অনিয়ম ঠেকাতে তৎপর।’
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে শীতলক্ষ্যার তীরে গড়ে ওঠা বেশ কিছু সিমেন্ট কারখানার পণ্যবাহী জাহাজ দিয়ে নৌপথ সংকুচিত করাকে নদী দখল হিসেবে চিহ্নিত করেছেন পরিবেশবাদীরা। কিন্তু প্রতিষ্ঠানগুলোকে সরাসরি নদী দখলকারী হিসেবে চিহ্নিত করেনি জাতীয় নদী রক্ষা কমিশন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ ছাড়া জাহাজ থেকে ক্লিংকার তুলে কারখানার হপারে ফেলার সময় ছাই ও ধূলিকণা ছড়িয়ে ব্যাপক হারে বায়ুদূষণ ঘটায়। এ ধরনের দূষণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ আছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল আজকের পত্রিকাকে বলেন, ‘শীতলক্ষ্যার তীরে যেসব সিমেন্ট কারখানা আছে, তার সব কটিই কোনো না কোনোভাবে নদী দখল করে রেখেছে। বিগত দিনে নদী রক্ষা কমিশনের রিপোর্টে তা উঠে এসেছে। কিন্তু বর্তমান কমিশন পুরোনো তালিকা ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে প্রমাণ করেছে, তারা পরিপূর্ণভাবে নদী রক্ষার কাজ করছে না। এ ছাড়া বায়ুদূষণসহ অন্যান্য ইস্যুতে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে যেসব নীতিমালা করা হচ্ছে, তা গণবিরোধী। এ ধরনের কার্যক্রম পলিসি করাপশনের (নীতিগত দুর্নীতি) শামিল।’
গত বছর শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে কয়েকজনের প্রাণহানির পর মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বলেছিলেন, ‘ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ নৌপথে শিল্পপতিরা লাইটার জাহাজগুলো যত্রতত্র নোঙর করে রাখে। ফলে যাত্রীবাহী লঞ্চগুলো স্বাভাবিকভাবে চলতে পারে না। যখন-তখন দুর্ঘটনায় পতিত হয়। আমি জানি না, এই দুর্ভোগ কত দিন থাকবে। আমার দাবি থাকবে, যেসব শিল্পমালিক লাইটার জাহাজ যত্রতত্র রাখেন, তাঁদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।’
জানা গেছে, সিমেন্ট কারখানার বায়ুদূষণ ও নদী দখলের তথ্য খুঁজতে শুরু করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। একই সঙ্গে নদীর তীরবর্তী ভূমি দখল হয়েছে কি না, তা যাচাই করতে দ্রুত জরিপ চালাবে জাতীয় নদী রক্ষা কমিশন। কমিশন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বেশ কয়েকটি সিমেন্ট কারখানার নদী দখলের বিষয়ে অনুসন্ধান করলেও প্রতিবেদন এখনো প্রকাশ করেনি। শীতলক্ষ্যা নদীতে বেসিন নির্মাণ না করার অভিযোগ আছে মীর সিমেন্ট ও সেভেন হর্সের বিরুদ্ধে। অন্যদিকে মুন্সিগঞ্জে শাহ সিমেন্টের বিরুদ্ধে মৌখিকভাবে নদী দখলের অভিযোগ এসেছে নদী রক্ষা কমিশন ও বিআইডব্লিউটিএর কাছে।
এসব বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নদী দখল হচ্ছে কি না, সে বিষয়ে আমরা দ্রুতই কারখানা পরিদর্শন করব। ইতিমধ্যে বেশ কয়েকটি কারখানার বিষয়ে আমরা সার্ভে শুরু করেছি। শাহ সিমেন্ট কিছুটা নদীর ভেতর এগিয়েছে বলে নৌ-পুলিশের কাছে রিপোর্ট এসেছে। আর নদীর মাঝে জাহাজ নোঙর করে নৌপথ দখল করে রাখা স্পষ্ট নদী দখল, তবে এই বিষয়ে বিআইডব্লিউটিএ কাজ করে থাকে।’
নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা আজকের পত্রিকাকে বলেন, ‘সিমেন্ট কারখানার জাহাজগুলোকে নির্ধারিত স্থান দেওয়া উচিত, যেখানে তারা সুশৃঙ্খলভাবে জাহাজ নোঙর করতে পারবে। আমরা মাঝেমধ্যে তাদের সরিয়ে দিই। কিন্তু কিছু সময় পর আবারও তারা আগের মতো বিশৃঙ্খলা তৈরি করে।বিআইডব্লিউটিএ থেকে ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালিয়ে জরিমানা আদায় এবং নির্ধারিত স্থান দেওয়া হলে আশা করা যায় নদীতে শৃঙ্খলা ফিরবে।’
বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মুন্সিগঞ্জে শীতলক্ষ্যাতীরের একটি সিমেন্ট কারখানার জাহাজের কাগজপত্র নিয়ে আসায় ছয় মাস কাজ দেওয়া হয়নি আমাদের এক কর্মকর্তাকে। তিনি ছয় মাস পর প্রমাণ করতে সক্ষম হন, জাহাজটি নিয়ম অমান্য করে নৌপথ বন্ধ করে রেখেছিল। কিন্তু এই ছয় মাস তাঁকে বিভিন্ন দপ্তরে দৌড়ে চাকরি বাঁচাতে হয়েছে। এসব কারণে বড় শিল্পপ্রতিষ্ঠানের জাহাজের অনিয়মের বিষয়ে কেউ কোনো পদক্ষেপ নিতে সাহস পান না।’
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ আজকের পত্রিকাকে বলেন, ‘দূষণ বন্ধ করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। সিমেন্ট কারখানাগুলো যেন বায়ুদূষণ না করে কিংবা নদী দখলে না রাখে, সে জন্য পরিবেশ অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর সঙ্গে আমাদের মিটিং হয়। নৌ-পুলিশ, কোস্ট গার্ড সবাইকে নিয়ে আমরা এই ধরনের অনিয়ম ঠেকাতে তৎপর।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫