Ajker Patrika

হর্টিকালচার সেন্টার এখন বিরানভূমি

আরিফ আহম্মেদ, গৌরীপুর
আপডেট : ২০ জুন ২০২২, ১৩: ০০
হর্টিকালচার সেন্টার এখন বিরানভূমি

থাকার কথা নানা ধরনের গাছপালা, হওয়ার কথা গবেষণা। কিন্তু সেখানে এখন বিরানভূমি। হয়েছে বখাটেদের নিরাপদ আশ্রয়স্থল। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা এখানে আসে একান্তে সময় কাটাতে। চলে অসামাজিক কার্যকলাপ। গৌরীপুর হর্টিকালচার সেন্টারের এই অবস্থা। সরকারি এই প্রতিষ্ঠানটি এখন বেহাল অবস্থায় রয়েছে।

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত গৌরীপুর হর্টিকালচার সেন্টারটিতে উদ্যান তত্ত্ববিদসহ খালি রয়েছে বহু পদ। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। নানা সমস্যায় জর্জরিত হলেও দেখার কেউ নেই। ফলে সরকারের পরিবেশ উন্নয়ন প্রকল্প যেমন ভেস্তে যাচ্ছে, তেমনি কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। প্রতি বছর রাজস্ব হারাচ্ছে সরকার।

কার্যালয় সূত্রে জানা গেছে, ৪. ৬১ একর জমিতে প্রতিষ্ঠিত হয়েছে গৌরীপুর হর্টিকালচার সেন্টার। উদ্যান তত্ত্ববিদসহ ২১ জন স্টাফ থাকার কথা থাকলেও রয়েছেন একজন উচ্চমান সহকারী, তিনজন ফার্ম লেবার, অফিস সহায়ক একজন ও একজন বাবুর্চি।

জানা গেছে, ১৫টি পদ শূন্য থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে উৎপাদন। স্থানীয় চাহিদা অনুযায়ী ফলজ, বনজ, ঔষধি গাছের চারা উৎপাদন, কলম তৈরি, চারা বিক্রয়, চারা বিতরণ, প্রশিক্ষণসহ কোনো কর্মকাণ্ড নেই। বেশ কয়েকটি মাতৃবাগান বিনষ্ট হচ্ছে। মৌসুমি ফল বহিরাগতরা লুটে নিয়ে যাচ্ছে প্রতি বছর।

সরেজমিনে দেখা গেছে, গাড়ি রাখার গ্যারেজ ব্যবহার না করায় ঘন জঙ্গলে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে তালাবন্দী হয়ে আছে একটি পিকআপ ও পাওয়ার টিলার। রয়েছে একটি মোটরসাইকেল। চালক না থাকায় পিকআপটি ব্যবহার করা যাচ্ছে না। ঘন জঙ্গলে পরিণত হয়েছে পুরো হর্টিকালচার সেন্টারটি। এখানে দিনদুপুরে শোনা যায় শিয়ালের হুক্কাহুয়া।

ময়মনসিংহ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ড. শহীদুল ইসলাম বলেন, ‘এটি সরকারি প্রতিষ্ঠান, ধ্বংস হয়ে যাওয়ার সুযোগ নেই। গৌরীপুর হর্টিকালচার সেন্টারটিকে আবারও সক্রিয় ও উৎপাদনমুখী করে তুলতে সরকারের নীতিনির্ধারণী মহল থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে। আশা করছি, শিগগিরই তা বাস্তবায়ন হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত