Ajker Patrika

পাঠানের মুক্তি পেছানোর অনুরোধ সিদ্ধান্তে অনড় মামুন

পাঠানের মুক্তি পেছানোর অনুরোধ সিদ্ধান্তে অনড় মামুন

গত ১১ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশীয় সিনেমা প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। সে পরিপ্রেক্ষিতে সেন্সর বোর্ড থেকে অনুমতি পেলে ৫ মে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি মুক্তি দিতে চায় আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। কিন্তু সিনেমাটির মুক্তি দুই সপ্তাহ পেছানোর অনুরোধ জানিয়েছেন ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রযোজক-পরিচালকেরা। গতকাল এক সংবাদে সম্মেলনে তাঁরা এ অনুরোধ করেন।

এবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ৮টি সিনেমা। ২০০৯ সালের পর এবারই সর্বোচ্চসংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে। এই মুহূর্তে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি দেওয়া হলে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন পরিচালক-প্রযোজকেরা। তাই গতকাল রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পরিচালকেরা জানান, হিন্দি সিনেমার প্রদর্শনের বিপক্ষে নন তাঁরা। তবে এ মুহূর্তে হিন্দি সিনেমা চললে ঈদের সিনেমাগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাই হিন্দি সিনেমার মুক্তি দু্‌ই সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানান তাঁরা। এ সময় ‘কিল হিম’ সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমদানিকারক জানিয়েছে পরবর্তী সময়ে ডেট নাই। আমরা বলতে চাই, দুই সপ্তাহ পর যদি ডেট নিয়ে সমস্যা হয়, আমরা সবাই সহযোগিতা করব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সৈকত নাসির, আবু তাওহিদ হিরণ, সোলায়মান আলী লেবু, মোহাম্মদ ইকবাল, সাইফ চন্দন, দেলোয়ার জাহান ঝন্টু প্রমুখ।

এদিকে পাঠান মুক্তির সিদ্ধান্তে অনড় অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে পাঠান মুক্তির জন্য এনওসি সংগ্রহ করেছি। আগামীকাল সেন্সর বোর্ডে জমা পড়বে পাঠান। সবকিছু ঠিক থাকলে ৫ মে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। তবে দেশীয় সিনেমার স্বার্থ বিবেচনায় আমরা আপাতত ২০ থেকে ২৫টি হলে মুক্তি দেব সিনেমাটি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত