কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তিন মাসে ১৯ জন খুন হয়েছেন। ফেব্রুয়ারিতে ১১ জন, মার্চ মাসে কমে তিনজন, এপ্রিলে তা বেড়ে পাঁচজন খুন হয়েছেন। তবে মার্চের তুলনায় এপ্রিল মাসে হত্যাকাণ্ড বাড়লেও নারী ও শিশু নির্যাতনের মতো অন্যান্য অপরাধ কমেছে। গতকাল মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা হয়। এতে জানানো হয়, গত ১০ এপ্রিল থেকে গতকাল মঙ্গলবার ১০ মে পর্যন্ত এক মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ২৩টি। এর আগের মাস মার্চ মাসে মামলা ছিল ৩৪টি। এপ্রিলে চোরাচালান মামলার সংখ্যা ছিল ১০টি।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আরও জানানো হয়, গত এক মাসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত ১৮১টি অভিযানে ৩৫৭টি মামলা দায়ের করা হয়। এ সময় ২৯ লাখ ২০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগের মাস মার্চে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছিল ১২৭টি। মামলা ছিল ২৫৮টি ও জরিমানা ৩৩ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।
গত এক মাসে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী টাস্কফোর্স ২৫টি অভিযানে ১৩ মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় ২ লাখ ৯৬ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করা হয়। জেলা পুলিশের ৩ হাজার ২৩১ অভিযানে ১৭৯ মামলায় ২১৭ জন গ্রেপ্তার এবং ৩ কোটি ৩৭ লাখ ২ হাজার ১০০ টাকার মালামাল জব্দ করা হয়।
বিজিবির ১ হাজার ৮৮৭ অভিযানে ২২৫ মামলা হয়। জব্দ করা হয় ৭ কোটি ৬৯ লাখ ৫৬ হাজার ২৯৫ টাকার মালামাল। র্যাব-১১ গত এক মাসে ২৭ মামলায় ৩৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় ৮ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৬২০ টাকা মূল্যের মালামাল জব্দ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১২০টি অভিযানে ৪৪ মামলায় ৪৪ জনকে গ্রেপ্তার ও ৫৩ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা মূল্যের মালামাল জব্দ করে। তা ছাড়া বন বিভাগ, কাস্টমস ও ভ্যাট কার্যালয় পৃথক অভিযান চালিয়েছে।
এদিকে গত এক মাসে জেলায় চারটি দস্যুতা, দুটি অপহরণ, ২২টি চুরি, ৫টি অস্ত্র মামলা, ১০টি চোরাচালান, ২৩২টি মাদকের মামলাসহ ৪২৬টি অপরাধ সংগঠিত হয়েছে। মার্চ মাসে সংগঠিত হয়েছিল ৪৬৩টি অপরাধ।
গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা ইসলাম, পুলিশ সুপার ফারুক আহমেদ, র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন, সিনিয়র জেল সুপার শাহজাহান আহম্মেদ, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার প্রমুখ।
সভায় পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘আগের মাসের তুলনায় এপ্রিল মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমরা এ পরিস্থিতি আরও উন্নত করতে চেষ্টা অব্যাহত রাখব। সিটি নির্বাচনকে কেন্দ্র করে জেলা পুলিশ তৎপর রয়েছে। কুমিল্লার সার্বিক পরিস্থিত সুন্দর রাখতে ও জেলা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সবাই আরও সচেতন হতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে।’
সভার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, কুমিল্লা সিটি নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন। যে কোনো ভাবেই হোক কুমিল্লার পরিস্থিতি সুন্দর রাখা হবে। একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে সরকার বদ্ধ পরিকর। নির্বাচন কমিশন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে নির্দেশনা দিয়েছে। এ ব্যাপারে কোনো আপস করা হবে না।
কুমিল্লায় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তিন মাসে ১৯ জন খুন হয়েছেন। ফেব্রুয়ারিতে ১১ জন, মার্চ মাসে কমে তিনজন, এপ্রিলে তা বেড়ে পাঁচজন খুন হয়েছেন। তবে মার্চের তুলনায় এপ্রিল মাসে হত্যাকাণ্ড বাড়লেও নারী ও শিশু নির্যাতনের মতো অন্যান্য অপরাধ কমেছে। গতকাল মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা হয়। এতে জানানো হয়, গত ১০ এপ্রিল থেকে গতকাল মঙ্গলবার ১০ মে পর্যন্ত এক মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ২৩টি। এর আগের মাস মার্চ মাসে মামলা ছিল ৩৪টি। এপ্রিলে চোরাচালান মামলার সংখ্যা ছিল ১০টি।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আরও জানানো হয়, গত এক মাসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত ১৮১টি অভিযানে ৩৫৭টি মামলা দায়ের করা হয়। এ সময় ২৯ লাখ ২০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগের মাস মার্চে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছিল ১২৭টি। মামলা ছিল ২৫৮টি ও জরিমানা ৩৩ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।
গত এক মাসে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী টাস্কফোর্স ২৫টি অভিযানে ১৩ মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় ২ লাখ ৯৬ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করা হয়। জেলা পুলিশের ৩ হাজার ২৩১ অভিযানে ১৭৯ মামলায় ২১৭ জন গ্রেপ্তার এবং ৩ কোটি ৩৭ লাখ ২ হাজার ১০০ টাকার মালামাল জব্দ করা হয়।
বিজিবির ১ হাজার ৮৮৭ অভিযানে ২২৫ মামলা হয়। জব্দ করা হয় ৭ কোটি ৬৯ লাখ ৫৬ হাজার ২৯৫ টাকার মালামাল। র্যাব-১১ গত এক মাসে ২৭ মামলায় ৩৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় ৮ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৬২০ টাকা মূল্যের মালামাল জব্দ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১২০টি অভিযানে ৪৪ মামলায় ৪৪ জনকে গ্রেপ্তার ও ৫৩ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা মূল্যের মালামাল জব্দ করে। তা ছাড়া বন বিভাগ, কাস্টমস ও ভ্যাট কার্যালয় পৃথক অভিযান চালিয়েছে।
এদিকে গত এক মাসে জেলায় চারটি দস্যুতা, দুটি অপহরণ, ২২টি চুরি, ৫টি অস্ত্র মামলা, ১০টি চোরাচালান, ২৩২টি মাদকের মামলাসহ ৪২৬টি অপরাধ সংগঠিত হয়েছে। মার্চ মাসে সংগঠিত হয়েছিল ৪৬৩টি অপরাধ।
গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা ইসলাম, পুলিশ সুপার ফারুক আহমেদ, র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন, সিনিয়র জেল সুপার শাহজাহান আহম্মেদ, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার প্রমুখ।
সভায় পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘আগের মাসের তুলনায় এপ্রিল মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমরা এ পরিস্থিতি আরও উন্নত করতে চেষ্টা অব্যাহত রাখব। সিটি নির্বাচনকে কেন্দ্র করে জেলা পুলিশ তৎপর রয়েছে। কুমিল্লার সার্বিক পরিস্থিত সুন্দর রাখতে ও জেলা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সবাই আরও সচেতন হতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে।’
সভার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, কুমিল্লা সিটি নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন। যে কোনো ভাবেই হোক কুমিল্লার পরিস্থিতি সুন্দর রাখা হবে। একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে সরকার বদ্ধ পরিকর। নির্বাচন কমিশন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে নির্দেশনা দিয়েছে। এ ব্যাপারে কোনো আপস করা হবে না।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫