দাউদকান্দি প্রতিনিধি
দাউদকান্দি উপজেলার আঙ্গাউড়ার গৌরীপুর এলাকায় সড়কের পাশে রাখা হয়েছে ময়লার স্তূপ। দুর্গন্ধে পরিবেশ দূষণসহ দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এতে সড়ক পিচ্ছিল হওয়ায় একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
ঢাকা থেকে পেন্নাই ও হোমনা সড়কের পাশে গৌরীপুর এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক সময় স্তূপ থেকে কুকুর ময়লা এনে সড়কের মধ্যে ফেলে রাখে। এতে যানবাহনসহ পথচারীরা রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এতে একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে।
উপজেলার আঙ্গাউড়া এলাকার দোকানি আব্দুল্লা বলেন, সড়কের পাশে গৌরীপুর বাজারের ময়লা নিয়মিত ফেলে স্তূপ করা হচ্ছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সমস্যা হচ্ছে।
এ সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালক আবু হানিফ, মাসুম, তাফাজ্জল, আলী হোসেন বলেন, সড়কের পাশের স্তূপ থেকে প্রায়ই কাক-কুকুর ময়লা-আবর্জনা নিয়ে সড়কে ফেলে রাখে। তখন সাবধানে গাড়ি চালাতে হয়।
গৌরীপুর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাত আক্তার আজকের পত্রিকাকে বলেন, বাজারের ময়লা-আবর্জনা সড়কের পাশে ফেলার কারণে সড়কের এ অংশ নাক চেপে অতিক্রম করতে হয়।
পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলা কমিটির সদস্য এম এ মতিন সৈকত বলেন, সড়কের পাশে ময়লা ফেলা কোনোভাবেই ঠিক না। এসব বর্জ্যের বিষাক্ত গ্যাসের কারণে সড়কের এ অংশে চলা সমস্যা হয়ে গেছে।
গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান সরকার আজকের পত্রিকাকে বলেন, শিগগির সড়কের এ অংশের ময়লা পরিষ্কার এবং ভবিষ্যতে ময়লা ফেলা বন্ধ করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান বলেন, গৌরীপুর এলাকার মতো এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তার পাশে ময়লার স্তূপ, এটি দুঃখজনক। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দাউদকান্দি উপজেলার আঙ্গাউড়ার গৌরীপুর এলাকায় সড়কের পাশে রাখা হয়েছে ময়লার স্তূপ। দুর্গন্ধে পরিবেশ দূষণসহ দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এতে সড়ক পিচ্ছিল হওয়ায় একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
ঢাকা থেকে পেন্নাই ও হোমনা সড়কের পাশে গৌরীপুর এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক সময় স্তূপ থেকে কুকুর ময়লা এনে সড়কের মধ্যে ফেলে রাখে। এতে যানবাহনসহ পথচারীরা রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এতে একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে।
উপজেলার আঙ্গাউড়া এলাকার দোকানি আব্দুল্লা বলেন, সড়কের পাশে গৌরীপুর বাজারের ময়লা নিয়মিত ফেলে স্তূপ করা হচ্ছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সমস্যা হচ্ছে।
এ সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালক আবু হানিফ, মাসুম, তাফাজ্জল, আলী হোসেন বলেন, সড়কের পাশের স্তূপ থেকে প্রায়ই কাক-কুকুর ময়লা-আবর্জনা নিয়ে সড়কে ফেলে রাখে। তখন সাবধানে গাড়ি চালাতে হয়।
গৌরীপুর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাত আক্তার আজকের পত্রিকাকে বলেন, বাজারের ময়লা-আবর্জনা সড়কের পাশে ফেলার কারণে সড়কের এ অংশ নাক চেপে অতিক্রম করতে হয়।
পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলা কমিটির সদস্য এম এ মতিন সৈকত বলেন, সড়কের পাশে ময়লা ফেলা কোনোভাবেই ঠিক না। এসব বর্জ্যের বিষাক্ত গ্যাসের কারণে সড়কের এ অংশে চলা সমস্যা হয়ে গেছে।
গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান সরকার আজকের পত্রিকাকে বলেন, শিগগির সড়কের এ অংশের ময়লা পরিষ্কার এবং ভবিষ্যতে ময়লা ফেলা বন্ধ করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান বলেন, গৌরীপুর এলাকার মতো এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তার পাশে ময়লার স্তূপ, এটি দুঃখজনক। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১০ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫