Ajker Patrika

বিশ্বনাথে সবজি চাষে অভাব ঘুচল কামাল হোসেনের

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ০৯: ২৫
বিশ্বনাথে সবজি চাষে অভাব   ঘুচল কামাল হোসেনের

নিজের লাউখেতে কামাল হোসেন। ছবি: আজকের পত্রিকাবিশ্বনাথ উপজেলায় সবজি চাষ করে অভাব ঘুচিয়েছেন কামাল হোসেন। প্রতি বছর শীতে মৌসুমি সবজি চাষ করে তিনি লক্ষাধিক টাকা আয় করেন। আধুনিক প্রযুক্তি ও উন্নতমানের বীজ ব্যবহার করে তিনি প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করেন। তাঁর বাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামে।

সবজি চাষি ওয়াহাব আলী জানান, প্রায় ১৫ শতক জমিতে এ মৌসুমে লাউ চাষ করেছেন। তাঁর জমিতে লাউয়ের ভালো ফলন হয়েছে। লাউয়ের পাশাপাশি শসা, কোয়াস চাষও করেছেন। আড়াই মাস আগে তিনি লাউ চাষ শুরু করেন। এতে প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়। প্রায় দেড় মাস পর তিনি সাফল্যের মুখ দেখতে পান। দুই সপ্তাহ আগে প্রতিটি লাউ বিক্রি করেন ৫০ টাকা করে। কিন্তু সপ্তাহের শুরুতে প্রতিটি লাউ ৬০ টাকা দামে বিক্রি করেছেন।

কামাল হোসেন বলেন, প্রতিদিন পরিচর্যা ও কীটনাশক ছিটিয়ে তিনি গাছের যত্ন নিয়ে থাকেন। বর্তমানে তাঁর জমিতে প্রচুর লাউ রয়েছে। শীত ও বর্ষা মৌসুমে তিনি মৌসুমি শাক-সবজি উৎপাদন করেন। গত শীত মৌসুমে তিনি জমিতে লাল শাক, শিম, মুলা, লাউ, ফুলকপি চাষ করে বেশ লাভবান হয়েছেন।

জানা গেছে, কৃষি ও সবজি চাষের আয় থেকে তাঁর ৬ সদস্যের পরিবার চলে। আগে অভাব অনটন লেগে থাকত, এখন আর কোনো অভাব নেই। কৃষি অফিসের লোকজন গিয়ে তাঁর খেত দেখেন।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, উপজেলার বেশ কয়েকটি গ্রামে প্রচুর পরিমাণে মৌসুমি সবজি চাষ খুব ভালো হয়। কৃষকদের আধুনিক তথ্য প্রযুক্তি ও বীজ সরবরাহ করা হয় এবং সবজি উৎপাদনের জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত