Ajker Patrika

জোয়ারে ভাসে আমনখেত, তৃতীয়বার চারা রোপণ

মো. মিজানুর রহমান রিয়াদ, নোয়াখালী
জোয়ারে ভাসে আমনখেত, তৃতীয়বার চারা রোপণ

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে জোয়ারের পানিতে আমনের চারা ভেসে যাওয়ায় তৃতীয়বারের মতো চারা রোপণ করেছেন স্থানীয় কৃষকেরা। গত মাসে দুই দফায় লঘু ও নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের বেশির ভাগ কৃষিজমি ৬ থেকে ৭ ফুট পানিতে প্লাবিত হয়। প্রতিদিন জোয়ারের পানির সঙ্গে আমনের চারা ভাসিয়ে নিয়ে যায়। তারপরও আশা নিয়ে তৃতীয়বারের মতো চারা রোপণ করেছেন নিরুপায় কৃষকেরা।

নিঝুম দ্বীপের বন্দরটিলা এলাকার সাগরপাড়ের বাসিন্দা কৃষক মো. শরীফ বলেন, এমনিতে এ দ্বীপের চারপাশে বেড়িবাঁধ না থাকায় অল্প জোয়ারে তাঁদের কৃষিজমিতে লবণ পানি ঢুকে পড়ে। এতে ফলনসহ চারার অনেক ক্ষতি হয়। তার মধ্যে গত মাসে দুই দফায় লঘু ও নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নিঝুম দ্বীপের কৃষিজমি ৬ থেকে ৭ ফুট পানিতে প্লাবিত হয়। প্রতিদিন জোয়ার নেমে যাওয়ার সময় তাঁদের খেত থেকে আমনের চারা ভাসিয়ে নিয়ে যেতো। এভাবে চলতি মৌসুমে দুবারই আমনের চারা জোয়ারের পানিতে ভেসে গেছে। লবণাক্ততার কারণে এমনিতেই ফলন কম। তারপর এখন তৃতীয়বারের মতো আবার আমনের চারা রোপণ করা হয়েছে। বাকিটা আল্লার কাছে; চারা থাকে না জোয়ারের পানিতে আবার প্লাবিত হয়।

তিনি আরও বলেন, প্রতি একর জামি চাষ করতে ধানের চারা এবং শ্রমিক খরচ পড়ে প্রায় ২০ হাজার টাকা। পরে সারসহ যে খরচ হয় সেই পরিমাণ ধান পাওয়া যায় না। এর মধ্যে আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি না হলে মিষ্টি পানির অভাবে চারা নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। সুবর্ণচর উপজেলার আমান উল্যাহপুর গ্রামের কৃষক মতিন বলেন, তাঁর এক একর জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে। গত কয়েক দিন বৃষ্টি কিছুটা কম হলেও পার্শ্ববর্তী খাল-বিলের পানি ব্যবহার করে আরও কয়েকবার জমিতে সেচ দেওয়া যাবে। তবে ভালো বৃষ্টি না হলে আমন নিয়ে বিপাকে পড়তে হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় চলতি মৌসুমে ১ লাখ ৬৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমনের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩১ হাজার ৩২৮ মেট্রিকটন (চাল)। তবে জেলার বেগমগঞ্জ, চাটখিল ও সোনাইমুড়ীতে পানির অভাবে অনাবাদি রয়েছে প্রায় ৪০ হাজার হেক্টর জমি। সময়মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে।

জেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, আউশ ধান তোলা প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে জেলার কৃষকেরা আমনের চারা রোপণ শুরু করেছেন। চলতি মৌসুমে এ পর্যন্ত জেলার হাতিয়ায় ৬০ হাজার ৬৩৪ হেক্টর, সুবর্ণচরে ৩৬ হাজার ৬১০ হেক্টর, কোম্পানীগঞ্জে ২২ হাজার ৮৭১ হেক্টর, সদরে ১৩ হাজার ১ হেক্টর ও কবিরহাটে ৯ হাজার ৩ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।

এ পর্যন্ত ৮৯ ভাগ জমি আবাদ হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করা যাচ্ছে। সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, সুবর্ণচরে ইতিমধ্যে প্রায় ৩৭ হাজার হেক্টর জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে। ধান খেতগুলোতে যে পরিমাণ পানি আছে তাতে এক সপ্তাহ কৃষকেরা ব্যবহার করতে পারবেন। আগামী সপ্তাহের দিকে বৃষ্টি না হলেও বিকল্প ব্যবস্থা হিসেবে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে। বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে যেন কৃষকেরা জমিতে নিরবচ্ছিন্নভাবে পানি সেচ দিতে পারে সে বিষয়ে সহযোগিতা করা হবে। জমিতে পর্যাপ্ত পানি দিতে পারলে ভালো ফলন হবে বলেও আসা করেন তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শহিদুল হক বলেন, আমন চাষে কৃষকদের সহযোগিতার জন্য উপজেলা পর্যায়ে মাঠ কর্মকর্তারা কাজ করছেন। পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে পারলে আমনের ফলনের যে পরিমাণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আশা করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত