Ajker Patrika

শেষ হলো ভারতে ইলিশ রপ্তানির সময়

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২০: ০৬
শেষ হলো ভারতে ইলিশ রপ্তানির সময়

দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতিতে ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ শেষ হয়েছে গতকাল শুক্রবার। এবার ৪ হাজার ৬৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। নির্দেশনা ছিল, ৫ নভেম্বরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে। কিন্তু দেশের বাজারে ইলিশসংকট ও মূল্যবৃদ্ধির কারণে এত ইলিশ রপ্তানি করা হয়নি। ৪ হাজার ৬৫০ মেট্রিক টনের মধ্যে মাত্র ১ হাজার ১৯০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করতে পেরেছেন তালিকাভুক্ত রপ্তানিকারকেরা।

ইলিশ রপ্তানিকারক বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক মোতালেব বিশ্বাস বলেন, এ বছর চাহিদার তুলনায় অনেক কম পরিমাণ ইলিশ ধরা পড়েছে। তা ছাড়া দেশের বাজারের তুলনায় ভারতে রপ্তানি মূল্য কম হওয়ায় উচ্চমূল্যে বাজার থেকে ইলিশ কিনে তা বিদেশে রপ্তানি করেননি ব্যবসায়ীরা।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে এ বছর ১১৫ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার নির্ধারণ করা ছিল। দুই শুল্কমুক্ত সুবিধায় এসব ইলিশের চালান আমদানি-রপ্তানি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত