রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে একাত্তরের ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রাজশাহী মহানগরীর বিভিন্ন মসজিদে কোরআনখানি ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
রাজশাহী মহানগরীর টি-গ্রোয়েন এলাকায় বাবলাবন বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুর নেতৃত্বে কাউন্সিলররা পুষ্পস্তবক দেন।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক ও জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক, শহীদ মিনার ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দেন। এ সময় সহউপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর শহীদ বুদ্ধিজীবী চত্বরে হয় আলোচনা সভা। সহউপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক চৌধুরী জুলফিকার মতিন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন সহউপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।
সেখানে শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ সুখরঞ্জন সমদ্দারের স্ত্রী চম্পা সমদ্দার এবং শহীদ মীর আব্দুল কাইয়ূমের জ্যেষ্ঠ কন্যা অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক মো. তারিকুল হাসান, সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার প্রমুখ বক্তব্য দেন।
এদিকে, দিবসের প্রথম প্রহরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখের নেতৃত্বে শহীদদের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের পর দোয়া মোনাজাত করা হয়। পরে মোমবাতি প্রজ্বালন করা হয়। বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত হয়। এতে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য ড. মো. রফিকুল ইসলাম সেখ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন প্রমুখ।
রাজশাহী কলেজেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সেখানে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে কলেজ অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক ও উপাধ্যক্ষ অধ্যাপক ওলিউর রহমানের নেতৃত্বে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক দেওয়া হয়। এ সময় কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অধ্যক্ষের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে শহিদ বুদ্ধিজীবীদের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা হয়।
রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে একাত্তরের ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রাজশাহী মহানগরীর বিভিন্ন মসজিদে কোরআনখানি ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
রাজশাহী মহানগরীর টি-গ্রোয়েন এলাকায় বাবলাবন বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুর নেতৃত্বে কাউন্সিলররা পুষ্পস্তবক দেন।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক ও জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক, শহীদ মিনার ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দেন। এ সময় সহউপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর শহীদ বুদ্ধিজীবী চত্বরে হয় আলোচনা সভা। সহউপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক চৌধুরী জুলফিকার মতিন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন সহউপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।
সেখানে শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ সুখরঞ্জন সমদ্দারের স্ত্রী চম্পা সমদ্দার এবং শহীদ মীর আব্দুল কাইয়ূমের জ্যেষ্ঠ কন্যা অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক মো. তারিকুল হাসান, সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার প্রমুখ বক্তব্য দেন।
এদিকে, দিবসের প্রথম প্রহরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখের নেতৃত্বে শহীদদের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের পর দোয়া মোনাজাত করা হয়। পরে মোমবাতি প্রজ্বালন করা হয়। বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত হয়। এতে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য ড. মো. রফিকুল ইসলাম সেখ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন প্রমুখ।
রাজশাহী কলেজেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সেখানে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে কলেজ অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক ও উপাধ্যক্ষ অধ্যাপক ওলিউর রহমানের নেতৃত্বে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক দেওয়া হয়। এ সময় কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অধ্যক্ষের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে শহিদ বুদ্ধিজীবীদের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা হয়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪