Ajker Patrika

বিদেশে উচ্চশিক্ষায় ক্রেডিট হিসেবে টিউশন ফি

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৩ জুন ২০২২, ০৮: ৫৩
বিদেশে উচ্চশিক্ষায় ক্রেডিট হিসেবে টিউশন ফি

একসময় মানুষ উচ্চশিক্ষার জন্য শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার দেশগুলোতে পাড়ি জমাত। কিন্তু এখন ধীরে ধীরে মানুষের পছন্দের পরিবর্তন ঘটছে। বর্তমানে শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ স্পেন। ইউরোপের অন্যতম দেশ স্পেনের শিক্ষার মান খুবই উন্নত এবং এর ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। স্পেনে অনেক ইউনিভার্সিটি রয়েছে, যেগুলো র‍্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে।  

স্পেনে ৩ স্তরে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়তে যেতে পারে।  

  • ব্যাচেলর প্রোগ্রাম: ব্যাচেলর কোর্স সাধারণত ২৪০ ক্রেডিটের হয়ে থাকে এবং ৪ বছর মেয়াদি হয়ে থাকে। বিষয় বা বিশ্ববিদ্যালয়ভেদে এই ক্রেডিট আরও কম বা বেশি হতে পারে। আবেদন গ্রহণ কার্যক্রম ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত হয় ৷ স্পেনে ব্যাচেলর প্রোগ্রামে সঙ্গে ডাবল ডিগ্রি নেওয়া যায়।  
  • মাস্টার্স প্রোগ্রাম: এপ্রিল মাসে এই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয় আর শেষ হয় সেপ্টেম্বর মাসে। মাস্টার্স কোর্স ক্রেডিট ৬০ থেকে ১২০ হয়ে থাকে, আর কোর্সের মেয়াদ সাধারণত ১ থেকে ২ বছর হয়ে থাকে।
  • পিএইচডি প্রোগ্রাম: পিএইচডি কোর্সের মেয়াদ ৪ থেকে ৬ বছর পর্যন্ত হয়ে থাকে। অক্টোবরের মধ্যে এর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়।  
  • আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্পেনের নাম করা কিছু ইউনিভার্সিটি হলো:
  • Universitat de Barcelona
  • Universidad Complutense de Madrid
  • Universitat de Valencia
  • Universidad de Le Rioja
  • Universidad de Granada
  • Universidad de Sevilla
  • University of Navarra
  • Technical University of Valencia

যেসব বিষয় নিয়ে পড়া যাবে:

  • বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববাজারে চাহিদাসম্পন্ন বিভিন্ন কোর্স অফার করে থাকে।
  • মেডিসিন কোর্সের মধ্যে জনপ্রিয় হলো: ফিজিওথেরাপি, বায়োমেডিসিন, নিউরোসায়েন্স
  • ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে জনপ্রিয় হলো: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 
  • ব্যবসায় ও কলা বিভাগের জনপ্রিয় বিষয়গুলো হলো: ইন্টারন্যাশনাল মার্কেটিং, গ্লোবাল ব্যাংক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল ইত্যাদি 

স্কলারশিপ

স্প্যানিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর প্রতিবছর গড়ে টিউশন ফি বাবদ ৬০০ থেকে ১ হাজার ৩০০ ইউরো পর্যন্ত খরচ হতে পারে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই খরচ ৫ হাজার থেকে ১৮ হাজার ইউরো। সাধারণত প্রতি ক্রেডিট হিসেবে টিউশন ফি ধরা হয়। ১ ক্রেডিট টিউশন ফি নন-ইউরোপিয়ান ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ৫৫-৮০ ইউরো। স্পেনের সরকারি, বেসরকারি প্রায় সব ধরনের বিশ্ববিদ্যালয়েই রয়েছে স্কলারশিপের সুবিধা। Spain Government Scholarships, UIC Barcelona Scholarship, European University of the Atlantic সহ আরও বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে। কোনোটিতে ফুল ফান্ড নিয়ে পড়া যায়। আবার কোনোটিতে পারশিয়াল ফান্ডিং দেওয়া হয়।

আবেদন করতে যা যা লাগবে

  • অফার লেটার 
  • সিভি,  
  • রেফারেন্স লেটার
  • মোটিভেশনাল লেটার
  • IELTS/TOEFL স্কোর 
  • সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট

থাকা-খাওয়া

স্পেনের অনেক বিশ্ববিদ্যালয়েই আবাসনের ব্যবস্থা রয়েছে। এখানে থাকলে আবাসন খরচ অনেকটা কম পড়ে। আর বাইরে থাকলে ৩০০ ইউরোর মতো খরচ হয়। শহরভেদে যার তারতম্য হয়ে থাকে। স্পেনে পড়াশোনা অবস্থায় সপ্তাহে মোট ২০ ঘণ্টা কাজ করার অনুমতি দেওয়া হয়। স্প্যানিশ আর ইংরেজি এই দুই ভাষাতেই দক্ষ হলে ভালো স্যালারিতে কাজ পাওয়া যায়। স্পেনে পড়ালেখা শেষে স্থায়ী বসবাসের আবেদনের জন্য পাঁচ বছর একটানা থাকতে হবে। আর নাগরিকত্বের আবেদনের জন্য বৈধভাবে টানা ১০ বছর থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত