Ajker Patrika

২৬০ হেক্টর জমির বোরো ধান কাটা বাকি

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৪: ১০
২৬০ হেক্টর জমির বোরো ধান কাটা বাকি

নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরের বোরো ধান কাটা শেষ পর্যায়ে। এবার হাওরে ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২৪০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। ২৬০ হেক্টর জমির ধান কাটা বাকি আছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, পুরো উপজেলায় এবার ১৬ হাজার ৯৯৮ হেক্টর জমিতে বোরা চাষাবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৬৯ হাজার মেট্রিক টন। এর মধ্যে শুধু ডিঙাপোতা হাওরে ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। হাওরের ৯৬ শতাংশ জমির ধানকাটা ইতিমধ্যে শেষ হয়েছে।

মোহনগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত হাওরের ৯৬ শতাংশ ধান কাটা হয়েছে। নিচু জমিতে আর কোনো ধান কাটার বাকি নেই। এখন পানি চলে এলেও কোনো ক্ষতির আশঙ্কা নেই। তবে আগামী চার-পাঁচ দিনের মধ্যে হাওরের পুরো ফসল কাটা শেষ হয়ে যাবে।

প্রতিবছরই হাওরের ধান কাটা নিয়েই মূলত শঙ্কা থাকে। আগাম বন্যা বা বাঁধ ভাঙার কোন অঘটন ঘটেনি। বোরো ফসল এখন শঙ্কামুক্ত। তিনি আরও বলেন, ‘মাঠ থেকে ব্যবসায়ীরা ধান সংগ্রহ করায় কৃষকেরা দাম ভালো পাচ্ছেন। দাম নিয়ে কৃষকেদের মধ্যে তেমন অসন্তোষ নেই।’

এদিকে কৃষকদের অভিযোগ বন্যায় ধানের ক্ষতি না হলেও ব্লাস্ট রোগের কারণে ধানে ছিটা হয়েছে। ফলে ধানের দাম কম পাচ্ছেন তারা।

মোহনগঞ্জ শহরের ধান ব্যবসায়ী দোস মোহাম্মদ বলেন, ভেজা ধান মাঠ থেকে ৭২০ টাকা মণ দরে কিনছেন তাঁরা। কারণ, হাওর থেকে শহর পর্যন্ত নিয়ে আসতে ক্যারিং খরচের একটা বিষয় আছে। আর শহরে কেনা হচ্ছে ৭৭০-৭৮০ টাকা মণ দরে। গত সপ্তাহে মণ প্রতি ৭০-৮০ টাকা বেশি ছিল। কয়েক দিনের বৃষ্টিতে ধানের মান খারাপ হচ্ছে, ফলে দাম কমেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

এলাকার খবর
Loading...