Ajker Patrika

ঝড়ে লন্ডভন্ড মাদ্রাসার ঘর মেরামতের দাবি

আপডেট : ২৪ জুন ২০২২, ১৪: ২৪
ঝড়ে লন্ডভন্ড মাদ্রাসার ঘর মেরামতের দাবি

পটুয়াখালীর বাউফল উপজেলার সিংহেরাকাঠী কোরআন সুন্নাহ দাখিল মাদ্রাসার টিনের ঘরটি ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। অর্ধবার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে গেছে।

মাদ্রাসাটিতে দ্রুত সময়ের মধ্যে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি একটি পাকা ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ দাবিতে গত বুধবার মানববন্ধন করা হয়।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এটি ১৯৮৬ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে মাদ্রাসাটিতে প্রথম থেকে ১০ম শ্রেণি (দাখিল) পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ৪৭৫। গত ১১ জুন অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়। এর মধ্যে গত রোববার দুপুরে ঝড়ে মাদ্রাসার টিনের ঘর দুমড়েমুচড়ে যায়। সেটিই ছিল পাঠদানের একমাত্র ঘর।

সরেজমিন দেখা গেছে, উপজেলার সিংহেরাকাঠী কোরআন সুন্নাহ দাখিল মাদ্রাসার দুটি টিনশেড ঘর। এর মধ্যে ১৫০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া উত্তর পাশের ঘরটিতে পাঠদান এবং পশ্চিম পাশের ঘরটিতে প্রশাসনিক কাজ করা হতো। পাঠদানের ঘরটি পড়ে গেছে।

মাদ্রাসার সুপার আবু ইউসুফ বলেন, ঝড়ে টিনের ঘরটি বিধ্বস্ত হয়। এ কারণে পরদিন সোমবার থেকে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি তিনি মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে জানিয়েছেন। এ ছাড়া মাদ্রাসার একটি পাকা ভবনের দাবিতে বুধবার মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় নানা শ্রেণির নারী-পুরুষ মানববন্ধন করেন।

মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক বলেন, শিক্ষার্থীরা বাড়ি চলে যাওয়ার পর ঝড় শুরু হয়। তা না বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

এক শিক্ষার্থীর অভিভাবক আনিচুর রহমান বলেন, ‘মাদ্রাসাটির বেশ সুনাম রয়েছে, এ কারণে আমার মেয়েকে এখানে ভর্তি করেছি। মাদ্রাসায় কোনো পাকা ভবন নাই। সরকারের কাছে মাদ্রাসার জন্য একটি পাকা ভবন নির্মাণের দাবি জানাই।’

মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউএনও মো. আল আমিন বলেন, ‘আমি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ঘরটি সংস্কার করে পড়াশোনার পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। পাশাপাশি পাকা ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত