Ajker Patrika

বরিশালে নেতৃত্ব সংকটে ছাত্রলীগ নেতা-কর্মীরা

খান রফিক, বরিশাল
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৪: ৪৭
বরিশালে নেতৃত্ব সংকটে ছাত্রলীগ নেতা-কর্মীরা

আট মাস আগে বরিশাল নগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই কমিটি বহাল ছিল প্রায় ১১ বছর। অপরদিকে ৩ সদস্যের জেলা ছাত্রলীগের কমিটির বয়স এক যুগ ছুঁই ছুঁই। এরই মধ্যে জেলা সভাপতি নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হওয়ায় এদিকে নজর নেই তাঁর। মেয়াদ উত্তীর্ণ এই বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগ এখন চলছে অনেকটা নেতৃত্ব ছাড়া।

এ অবস্থা নিয়ে আগামীকাল মঙ্গলবার নানা কর্মসূচিতে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির এলাকা বরিশালে সংগঠনে এভাবে নেতৃত্ব সংকট থাকায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা দানা বাঁধছে। এদিকে এত বছরে বরিশালে ছাত্রলীগের নতুন নেতৃত্ব সৃষ্টি না হওয়ার ব্যর্থতা স্বীকার করে অচিরেই কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

গত শুক্রবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিসভায় মেয়র সাদিক বলেন, ‘প্রতিবারই আমরা বলি, এই শেষ তোমাদের নেতৃত্ব। তারপরও তোমরা ধরে রাখছ অনেক দিন। আমার ব্যর্থতা যে ছাত্রলীগের কমিটি করতে পারিনি। এই দায় আমার ওপরই পড়ে।’ অবশ্য এ জন্য করোনা প্রাদুর্ভাবের কথা উল্লেখ করেন মেয়র।

জানা গেছে, ২০১১ সালের জুলাই বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের ৩ সদস্যের কমিটি করা হয়। মহানগর ছাত্রলীগ গত ১১ বছরে আর পূর্ণাঙ্গ হয়নি। এরই মধ্যে গত ২৫ মে মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

জানতে চাইলে বিলুপ্ত নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান বলেন, বরিশালে ছাত্রলীগে এখন আর চেইন অব কমান্ড নেই। স্থানীয় রাজনীতির স্বার্থ ও গ্রুপিংয়ের কারণে কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি।

তবে নগর ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত মাইনুল ইসলাম বলেন, এমন নেতৃত্ব চাই না যা অসীম-জসীমের মতো নানা ধরনের কেলেঙ্কারিতে জড়িয়ে ১১ বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারে না।

ছাত্রলীগ কর্মী মোস্তাফিজুর রহমান অনিক বলেন, ‘আমাদের তো কমিটিই নেই। আমাদের অভিভাবক সাদিক ভাই, উনি যেটা করবেন সেটাই হবে।’

এদিকে ২ বছর মেয়াদি বরিশাল জেলা ছাত্রলীগের কমিটি চলছে ১১ বছর ধরে। সংগঠনটির সভাপতি সুমন সেরনিয়াবাত এখন নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। ছাত্রলীগের একাধিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নগর কমিটিই বিলুপ্ত। জেলার সভাপতি সময় দিতে পারছেন না। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয়ের বাড়ি বরিশালের বাবুগঞ্জে। তাঁর নিজের এলাকায় ছাত্রলীগে নেতৃত্ব সংকট থাকায় দলে প্রশ্ন দেখা দিয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাতকে ফোন দেওয়া হলেও ধরেননি। তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রাসহ নানা কর্মসূচি নিয়েছেন। নগর বিলুপ্ত হলেও যৌথই কর্মসূচি হবে। নগরের দুটি কলেজের এখনো সভাপতি তাঁরা দুজনেই (সভাপতি-সম্পাদক)। কেন কেন্দ্র নগর কমিটি দিচ্ছে না জানা নেই। তবে জেলা কমিটির সম্মেলন করে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে চান।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয়কে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে বরিশাল মহানগর ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় উপ সমাজসেবা সম্পাদক তানভির হাসান সৈকত বলেন, বরিশাল ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয়ের এলাকা। সেখানকার নগর কমিটি কীভাবে গতিশীল করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি (জয়) ইতিমধ্যে স্থানীয় নেতাদের সঙ্গে কথাও বলেছেন। এখানে দ্রুত নেতৃত্ব সৃষ্টি করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান।

বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহসম্পাদক ফারুকুল ইসলাম বলেন, নতুন কমিটি না হওয়ায় বরিশাল জেলায় নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না। তাঁরা গত শনিবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি দিয়েছেন। বরিশাল ছাত্রলীগ সভাপতির নিজ এলাকা হওয়ায় এ বিষয়ে আলোচনা করে যাচ্ছেন। তাঁরা সম্মেলনের মাধ্যমে কমিটি করতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত