Ajker Patrika

এশিয়ায় উচ্চশিক্ষা: কাজাখস্তান গভর্নমেন্ট স্কলারশিপ

সাদিয়া আফরিন হীরা
আপডেট : ২৬ জুন ২০২২, ১১: ৩৫
এশিয়ায় উচ্চশিক্ষা: কাজাখস্তান গভর্নমেন্ট স্কলারশিপ

মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাখস্তান। ইউরাল নদীর উভয় প্রান্ত ধরে বিস্তৃত দেশটির সরকার তাদের শিক্ষাব্যবস্থাকে বিশ্বাঙ্গনে তুলে ধরতে নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে একটি হলো কাজাখস্তান গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম। তাদের সমৃদ্ধ, ঐতিহ্য, বন্ধুত্বপূর্ণ বাতাবরণ ও মনোরম পরিবেশে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীরা লেখাপড়া ও গবেষণার সুযোগ পাবেন।

কাজাখস্তান এশিয়ার একমাত্র দেশ, যা ইউরোপীয় শিক্ষাঙ্গনে পূর্ণ সদস্য হিসেবে গণ্য। দেশটিতে ১১০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৮ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের তিনটি বিশ্ববিদ্যালয় ওয়ার্ড র‍্যাঙ্কিংয়ে টপ ৫০০ এবং বারোটি বিশ্ববিদ্যালয় টপ ১০০০-এর মধ্যে অবস্থান করছে। স্বনামধন্য এ বিশ্ববিদ্যালয়গুলোয় লেখাপড়া করার জন্য উৎসাহিত করতে কাজাখস্তান সরকার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মোট ৫৫০টি স্কলারশিপ দিচ্ছে। এই স্কলারশিপ প্রোগ্রামে অংশ নিয়েছে কাজাখস্তানের মোট ৩৬টি বিশ্ববিদ্যালয়।

স্কলারশিপ সংখ্যা

  •  স্নাতক পর্যায়ে: ৪৯০
  •  মাস্টার্স পর্যায়ে: ৫০
  •  পিএইচডি পর্যায়ে: ১০

আবেদনের যোগ্যতা

  •  যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন
  •  স্নাতক পর্যায়ে আবেদনের জন্য আবেদনকারীর উচ্চমাধ্যমিক বা এর সমতুল্য ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
  • মাস্টার্স পর্যায়ে আবেদনের জন্য স্নাতক পর্যায়ে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।
  •  পিএইচডি ডিগ্রির আবেদনের জন্য মাস্টার্সে ন্যূনতম ৩ জিপিএ থাকতে হবে।
  •  ইংরেজি ভাষায় দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে।

সুবিধা-অসুবিধা

  •  সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
  •  শিক্ষার্থীদের ডিগ্রির ওপর ভিত্তি করে প্রতি মাসে হাতখরচ
  •  কাজাখস্তানের কালচার সম্পর্কে জানার সুযোগ
  •  প্রোগ্রামটি থাকার খরচ, ভিসা, যাতায়াত খরচ ও মেডিকেল ইনস্যুরেন্স কভার করবে না।

প্রয়োজনীয় কাগজপত্র

  • পাসপোর্ট
  •  অ্যাপ্লিকেশন ফরম
  • পরিচয়পত্রের কপি
  •  স্টুডেন্ট ভিসা (C9)
  •  সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
  • ইংরেজি, রুশ কিংবা কাজাখ ভাষায় ২৫০ শব্দের একটি মোটিভেশনাল রচনা
  •  দুটো রেকমেন্ডেশন লেটার (শুধু মাস্টার্স ও পিএইচডি)
  • মেডিকেল সার্টিফিকেট (আবেদনকারীর নিজ দেশের অফিশিয়াল অথরিটি থেকে ইস্যুকৃত এইডসের সার্টিফিকেট)
  • কাজাখস্তানের কোনো বিশ্ববিদ্যালয়ের নিমন্ত্রণ পত্র (যদি থাকে)
  •  ভাষা দক্ষতার সার্টিফিকেট (শুধু মাস্টার্স ও পিএইচডি)

     টোফেল আইবিটি-৪৬-এর কম নয়

     টোফেল পিবিটি-৪৫৩-এর কম নয়

     আইইএলটিএস-৫.৫-এর কম নয়

  •  পিএইচডির জন্য ইংরেজি, কাজাখ কিংবা রুশ ভাষায় গবেষণামূলক রিসার্চ প্রপোজাল

আবেদন পদ্ধতি

  •  আবেদনকারীকে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
  •  প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
  •  কাজাখস্তানের একটি বিশ্ববিদ্যালয় এবং পড়াশোনার বিষয় বাছাই করতে হবে
  •  আপলোড সফল হওয়ার পর একটি লিংকে আইডি রেজিস্ট্রি করতে হবে।
  •  অনলাইন টেস্ট (সাইকো-টেকনিক্যাল) যা দ্বারা শেখার ক্ষমতা যাচাই করা হয় পাস করতে হবে
  •  এর পর ই-মেইলে একটি জুম লিংক পাঠানো হবে।
  • জুম লিংকে অনলাইন ইন্টারভিউর জন্য সময়, তারিখ দেওয়া থাকবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন, ২০২২

অফিশিয়াল ওয়েবসাইট:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত