Ajker Patrika

ক্রিকেট দলে খেলোয়াড় তো মাত্র দুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১১: ৫২
ক্রিকেট দলে খেলোয়াড় তো মাত্র দুজন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো আর কোনো খেলোয়াড় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমদ।

গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জিয়া পরিবার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এই ক্রীড়াবিদ বলেন, ‘ক্রিকেট বোর্ডের নাকি ৯০০ কোটি টাকা ফিক্সড ডিপোজিট আছে। এটা কি গর্ব করার বিষয়? প্লেয়ার আছে কয়জন? প্লেয়ার তো দেখি দুজন। সাকিব আর তামিম ছাড়া বাকিদের প্লেয়ার বলে মনে করি না। আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো এরা নয়। তো ৯০০ কোটি টাকার লাভ কী হলো?’

বিসিবির সমালোচনা করে হাফিজ বলেন, ‘কয়জন প্লেয়ার আপনারা প্রোডিউস করেছেন? কোথায় সেই রাইজিং প্লেয়াররা, যারা আজ থেকে ৫ বছর পর, ১০ বছর পর জাতীয় দলে খেলবে?’

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটি আয়োজিত এ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘অর্থনীতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আইনের শাসন যেভাবে ধ্বংস করা হয়েছে, ক্রীড়াঙ্গন আজ দলীয়করণ করে সর্বক্ষেত্রে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ অবস্থার জন্য পুরোপুরি আওয়ামী লীগ দায়ী।’

খন্দকার মোশাররফ আরও বলেন, বিএনপি রাজনৈতিকভাবে ভূমিকা রাখার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এসব ভূমিকা মানুষকে জানাতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত