Ajker Patrika

দিনের অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ থাকে না

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২১ জুলাই ২০২২, ১১: ৫৯
দিনের অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ থাকে না

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত বিদ্যুতের এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং হওয়ার কথা থাকলেও নোয়াখালীতে ছয় ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, চাহিদার মাত্র ৪০ থেকে ৪৫ ভাগ সরবরাহ থাকায় লোডশেডিং বাড়ছে।

গতকাল বুধবার সকালে নোয়াখালী পৌর এলাকায় বিপিডিবির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) সকাল পৌনে ৮টার দিকে প্রথম লোডশেডিং শুরু হয়। পরে বিদ্যুৎ আসে প্রায় এক ঘণ্টা ১০ মিনিট পর। সাড়ে ১০টার পর গিয়ে প্রায় ১০ মিনিট এবং সবশেষ দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ যাওয়ার পর বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। একই অবস্থা পিডিবির।

জেলা শহর মাইজদীর একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগেভাগে জানিয়ে দেওয়ার কথা। কিন্তু এ ক্ষেত্রে এলাকায় কোনো প্রচার চালানো বা মাইকিং করা হয়নি। কোনো ধরনের ঘোষণা ছাড়া লোডশেডিং হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। তাই তাঁদের দাবি, কখন বিদ্যুৎ যাবে, আগে থেকে সেই সূচি জানিয়ে দিতে হবে। বিদ্যুৎ না থাকাকালীন নিজ নিজ প্রতিষ্ঠানে তাঁরা বিকল্প ব্যবস্থা করবেন।

মাইজদী ই-ভিলেজের পরিচালক দিদারুল আলম জানান, গতকাল সকাল থেকে তিনবার লোডশেডিং হয়েছে। সবশেষ দুপুর সাড়ে ১২টায় যাওয়ার পর বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। প্রথমে এক ঘণ্টা, পরে ১০ মিনিট করে লোডশেডিং ছিল। সকাল থেকে কিছুক্ষণ পরপর লোডশেডিং হওয়ায় প্রিন্টিং মেশিন চালানো সম্ভব হচ্ছে না। এতে ব্যবসায় ক্ষতির পাশাপাশি ঘন ঘন লোডশেডিং হওয়ায় মেশিনেরও ক্ষতি হচ্ছে।

সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের আবদুল বারী বাবলু বলেন, ‘আমাদের এলাকায় পল্লী বিদ্যুতের লাইন। ভোর ৬টায় প্রথম এক ঘণ্টার লোডশেডিং হয়। পরবর্তী সময়ে সাড়ে ৮টায় প্রায় ৪০ মিনিট, ১১টায় প্রায় ৪৫ এবং সবশেষ সোয়া ১টার দিকে এক ঘণ্টার বেশি সময় ধরে লোডশেডিং হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাইজদীর প্রকৌশলী নুরুল আলম বলেন, ‘শহরে গ্রাহক অনুযায়ী প্রতিদিন ৩৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু এর বিপরীতে আমরা সরবরাহ পাচ্ছি মাত্র ১২ মেগাওয়াট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত