Ajker Patrika

আট দেশ থেকে আসা পার্সেলে নজরদারি

আমানুর রহমান রনি, ঢাকা
Thumbnail image

আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে আটটি দেশ থেকে আসা পার্সেলে নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। দেশে অপ্রচলিত ও ভয়ংকর মাদকদ্রব্যের প্রবেশ ও বিস্তার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থল ও বিমানবন্দরকে বিদেশ থেকে আসা পার্সেলের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এই আটটি দেশ হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ইতালি, কলম্বিয়া, হাঙ্গেরি ও রাশিয়া। সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনির সহকারী একান্ত সচিব (এপিএস) মফিজুর রহমানের সরকারি বাসা থেকে ভয়ংকর মাদক উদ্ধারের পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষসহ সব বন্দরকে এই চিঠি দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চিঠিতে ওই আটটি দেশ থেকে আসা পার্সেল ভালো করে স্ক্যানিং করার অনুরোধ জানানো হয়। কোনো পার্সেলে সন্দেহজনক কিছু পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তা ডিএনসির হটলাইন ও থানাকে জানাতে বলা হয়।

অধিদপ্তর সূত্র বলেছে, আন্তর্জাতিক ও স্থানীয় মাদক চোরাকারবারিরা ইন্টারনেটে নিজেদের মধ্যে যোগাযোগ করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মাদকের কারবার করছে। স্থানীয় মাদক কারবারিরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশ থেকে ডিএমটি, এলএসডি, ডিওবি, স্কোপলোমিন, কুশ, মলি, ফেন্টানিলসহ আরও কিছু অপ্রচলিত মাদক দেশে আনছে। ভয়ংকর এসব মাদক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের কাছে অচেনা। বন্দরগুলোতেও অপরিচিত। ফলে শিশুখাদ্য, খেলনা, ওষুধের নামে পার্সেলে কুরিয়ার সার্ভিসে আসা এসব পদার্থ যে মাদক, তা অনেকে সহজে বুঝতে পারেন না। একইভাবে দেশ থেকে মাদক বিদেশেও যাচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঢাকা ও চট্টগ্রামের বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সেখানে আমাদের জনবলও রয়েছে। কিছু স্থল-বন্দরেও আমাদের সহকর্মীরা কাজ করছেন। যাঁরা বন্দরে পার্সেল স্ক্যানিং করেন, সেই কর্মীদের প্রশিক্ষণ দিতে বলেছি। যাতে তাঁরা রং ও বর্ণ দেখে মাদক চিনতে পারেন, সন্দেহ করতে পারেন। তাহলে পার্সেলের মাদক ধরা পড়বে।’

এদিকে আন্তর্জাতিক কুরিয়ারের পার্সেলের পাশাপাশি অভ্যন্তরীণ কুরিয়ারগুলোতেও নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কুরিয়ারে মাদক পাচার প্রতিরোধে করণীয় সম্পর্কে ১০ দফা সুপারিশ করে গত ৩ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগে একটি চিঠি দিয়েছে অধিদপ্তর।

মো. আজিজুল ইসলাম বলেন, তাঁরা মাদক প্রতিরোধে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ—দুই ধরনের কুরিয়ারেই কাজ করছেন। আরও কিছু সংস্থাও কাজ করছে। তাদের সঙ্গে সমন্বয় করে তাঁরা কাজ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত