জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানি কমতে শুরু করেছে। সড়ক থেকে পানি নামলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের অনেক জায়গায় ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন কমপক্ষে ২০টি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে ও সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলা শহর সুনামগঞ্জের সঙ্গে যাতায়াতের একমাত্র সড়ক সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোন্দানালায় পানির চাপে বিকল্প সড়কটি ভাঙনের কবলে পড়েছে। ক্ষতির পরিমান সাড়ে চার কোটি টাকা।
এলাকাবাসীদের সঙ্গে আলাপ করে জানা যায়, বানের পানিতে উপজেলা ক্ষতিগ্রস্ত ওই সড়কগুলো দিয়ে প্রায় ৭০ গ্রামের তিন লক্ষাধিক মানুষ নিয়মিত যাতায়াত করেন। জনগুরুত্বপূর্ণ ওই সড়কগুলো এভাবে ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এসব এলাকার বাসিন্দারা।
এ ছাড়াও ভবেরবাজার-নয়াবন্দর কাঠালখাইর সড়কের সৈয়দপুর এলাকায় পানি উঠে সড়কটি তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। পানি কমলেও সড়কের ছোট ছোট গর্ত আরও বড় আকার ধারণ করছে।
জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের অধিকাংশ পানিতে তলিয়ে যাওয়ায় সড়কের বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয়, জনপ্রতিনিধিরা জানান, পাটলী ইউনিয়নের লামা রসুলগঞ্জ-লাউতলা সড়ক, কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক ও বনগাঁও গ্রামের সড়কটি বন্যার পানিতে ভাঙনের কবলে পড়েছে।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের জগন্নাথপুর-ভূরাখালি, সমধল-নোওয়াগাঁও, পুঞ্জি সমধল নদীর পাড় সড়ক, চিলাউড়া মাঝপাড়া থেকে রৌয়ারপাড় ও খাগাউড়া গোপড়াপুর সড়ক বন্যার পানিতে ভাঙনের কবলে পড়েছে। ফলে এলাকাবাসীরা পড়ছেন চরম দুর্ভোগে।
নারিকেলতলা গ্রামের সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন হাবিবুর রহমান নামের এক যুবক। তিনি বলেন, ‘গাড়ি চালাইতে গিয়া কষ্ট হয়। রাস্তাটা জরুরিভাবে ঠিক করা দরকার।’
জগন্নাথপুর পৌরসভার কাউন্সিল কামাল হোসেন বলেন, বন্যার পানিতে হবিবপুর মাদ্রাসার সড়কটি ভেঙে যাচ্ছে। ভাঙন রোধে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, বন্যার পানিতে কিছু সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েকটি সড়ক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছি। ধারাবাহিকভাবে সংস্কার কাজ করা হবে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানি কমতে শুরু করেছে। সড়ক থেকে পানি নামলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের অনেক জায়গায় ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন কমপক্ষে ২০টি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে ও সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলা শহর সুনামগঞ্জের সঙ্গে যাতায়াতের একমাত্র সড়ক সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোন্দানালায় পানির চাপে বিকল্প সড়কটি ভাঙনের কবলে পড়েছে। ক্ষতির পরিমান সাড়ে চার কোটি টাকা।
এলাকাবাসীদের সঙ্গে আলাপ করে জানা যায়, বানের পানিতে উপজেলা ক্ষতিগ্রস্ত ওই সড়কগুলো দিয়ে প্রায় ৭০ গ্রামের তিন লক্ষাধিক মানুষ নিয়মিত যাতায়াত করেন। জনগুরুত্বপূর্ণ ওই সড়কগুলো এভাবে ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এসব এলাকার বাসিন্দারা।
এ ছাড়াও ভবেরবাজার-নয়াবন্দর কাঠালখাইর সড়কের সৈয়দপুর এলাকায় পানি উঠে সড়কটি তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। পানি কমলেও সড়কের ছোট ছোট গর্ত আরও বড় আকার ধারণ করছে।
জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের অধিকাংশ পানিতে তলিয়ে যাওয়ায় সড়কের বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয়, জনপ্রতিনিধিরা জানান, পাটলী ইউনিয়নের লামা রসুলগঞ্জ-লাউতলা সড়ক, কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক ও বনগাঁও গ্রামের সড়কটি বন্যার পানিতে ভাঙনের কবলে পড়েছে।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের জগন্নাথপুর-ভূরাখালি, সমধল-নোওয়াগাঁও, পুঞ্জি সমধল নদীর পাড় সড়ক, চিলাউড়া মাঝপাড়া থেকে রৌয়ারপাড় ও খাগাউড়া গোপড়াপুর সড়ক বন্যার পানিতে ভাঙনের কবলে পড়েছে। ফলে এলাকাবাসীরা পড়ছেন চরম দুর্ভোগে।
নারিকেলতলা গ্রামের সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন হাবিবুর রহমান নামের এক যুবক। তিনি বলেন, ‘গাড়ি চালাইতে গিয়া কষ্ট হয়। রাস্তাটা জরুরিভাবে ঠিক করা দরকার।’
জগন্নাথপুর পৌরসভার কাউন্সিল কামাল হোসেন বলেন, বন্যার পানিতে হবিবপুর মাদ্রাসার সড়কটি ভেঙে যাচ্ছে। ভাঙন রোধে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, বন্যার পানিতে কিছু সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েকটি সড়ক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছি। ধারাবাহিকভাবে সংস্কার কাজ করা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫