Ajker Patrika

কমছে পানি, ভাঙছে সড়ক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ২০: ৫৮
কমছে পানি, ভাঙছে সড়ক

সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানি কমতে শুরু করেছে। সড়ক থেকে পানি নামলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের অনেক জায়গায় ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন কমপক্ষে ২০টি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে ও সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলা শহর সুনামগঞ্জের সঙ্গে যাতায়াতের একমাত্র সড়ক সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোন্দানালায় পানির চাপে বিকল্প সড়কটি ভাঙনের কবলে পড়েছে। ক্ষতির পরিমান সাড়ে চার কোটি টাকা।

এলাকাবাসীদের সঙ্গে আলাপ করে জানা যায়, বানের পানিতে উপজেলা ক্ষতিগ্রস্ত ওই সড়কগুলো দিয়ে প্রায় ৭০ গ্রামের তিন লক্ষাধিক মানুষ নিয়মিত যাতায়াত করেন। জনগুরুত্বপূর্ণ ওই সড়কগুলো এভাবে ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এসব এলাকার বাসিন্দারা।

এ ছাড়াও ভবেরবাজার-নয়াবন্দর কাঠালখাইর সড়কের সৈয়দপুর এলাকায় পানি উঠে সড়কটি তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। পানি কমলেও সড়কের ছোট ছোট গর্ত আরও বড় আকার ধারণ করছে।

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের অধিকাংশ পানিতে তলিয়ে যাওয়ায় সড়কের বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয়, জনপ্রতিনিধিরা জানান, পাটলী ইউনিয়নের লামা রসুলগঞ্জ-লাউতলা সড়ক, কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক ও বনগাঁও গ্রামের সড়কটি বন্যার পানিতে ভাঙনের কবলে পড়েছে।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের জগন্নাথপুর-ভূরাখালি, সমধল-নোওয়াগাঁও, পুঞ্জি সমধল নদীর পাড় সড়ক, চিলাউড়া মাঝপাড়া থেকে রৌয়ারপাড় ও খাগাউড়া গোপড়াপুর সড়ক বন্যার পানিতে ভাঙনের কবলে পড়েছে। ফলে এলাকাবাসীরা পড়ছেন চরম দুর্ভোগে।

নারিকেলতলা গ্রামের সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন হাবিবুর রহমান নামের এক যুবক। তিনি বলেন, ‘গাড়ি চালাইতে গিয়া কষ্ট হয়। রাস্তাটা জরুরিভাবে ঠিক করা দরকার।’

জগন্নাথপুর পৌরসভার কাউন্সিল কামাল হোসেন বলেন, বন্যার পানিতে হবিবপুর মাদ্রাসার সড়কটি ভেঙে যাচ্ছে। ভাঙন রোধে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, বন্যার পানিতে কিছু সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েকটি সড়ক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছি। ধারাবাহিকভাবে সংস্কার কাজ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত