Ajker Patrika

মুহুরী সেতুতে নতুন আশা

নুরুল আলম, মিরসরাই
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১২: ২৩
Thumbnail image

ফেনী নদীর ওপর নির্মীয়মাণ মুহুরী সেতু আশা দেখাচ্ছে নোয়াখালী-ফেনী ও চট্টগ্রামের বিপুলসংখ্যক মানুষকে। এই সেতুটি ফেনীর সোনাগাজী উপজেলার পূর্ব শাহপুর গ্রামকে পাশের চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের ওসমানপুর ইউনিয়নের পাতাকোড গ্রামকে সংযুক্ত করছে। মুহুরী সেতু নির্মাণের ফলে পুরোদমে চালু হবে সোনাপুর-জোরারগঞ্জ সড়ক, যা এসে মিশেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।

বর্তমানে নোয়াখালীর সোনাপুর থেকে চৌমুহনী-ফেনী হয়ে চট্টগ্রাম পৌঁছতে ৫-৬ ঘণ্টা সময় লেগে যায় হয়। মুহুরী সেতুর নির্মাণকাজ শেষ হলে সোনাপুর থেকে চট্টগ্রাম পৌঁছতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা।

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়ক ও ফেনী জেলার সোনাগাজী সড়কের সঙ্গে সংযোগ করে ফেনী নদীর ওপর মুহুরী সেতুটি নির্মাণে কয়েক বছর আগে উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ফেনী নদীর ওপর মুহুরী সেতুর নির্মাণকাজ চলছে। সেতুটির নির্মাণব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি টাকা। এর কাজ করছে হাসান টেকনো বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুটির দৈর্ঘ্য ৩৯১ মিটার, প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। এর ৯টি স্প্যানে ৮টি পিলার, ২টি অ্যাপার্টমেন্ট হবে। মোট পাইলিং হবে ১২৮টি। প্রতিটি পাইলিং ৩৮ মিটার থেকে ৪৮ মিটার পর্যন্ত গভীর করা হয়েছে। পাইলিং বাকি আছে মোট ১০টি। প্রতি স্প্যানে ৫টি করে মোট ৪৫টি গার্ডার বসানো হবে। সেতুর কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে। ৫টি পিলারের বেজ ঢালাই হয়েছে। ইতিমধ্যে ২টি গার্ডার তৈরি করা হয়েছে। সেতুর জন্য ইতিমধ্যে দুই পাশে ৪০০ মিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়েছে। নির্মাণ সময় ধরা হয়েছে ১৮ মাস। তবে সেতুর দুই পাশে সড়কের কাজ শেষ হয়েছে আরও আগে।

সড়ক ও জনপদ বিভাগ (সওজ) ফেনী জেলার উপসহকারী প্রকৌশলী এবং মুহুরী সেতুর প্রকল্প পরিচালক মাজহারুল হক বলেন, মুহুরী সেতুটি নোয়াখালী জেলার সোনাপুর সড়ক ও ফেনী জেলার সোনাগাজী সড়কের সঙ্গে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের জোরারগঞ্জ সড়ককে সংযুক্ত করবে। এতে সোনাপুর ও সোনাগাজীর বাসিন্দারা প্রায় ২ ঘণ্টা কম সময়ের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত করতে পারবেন।

সেতুটি নির্মাণ করা হলে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের সোনাগাজী অর্থনৈতিক অঞ্চলে যাতায়াত সুবিধা বাড়বে। অর্থনৈতিক অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

মাজহারুল হক আরও বলেন, মুহুরী সেতুর পাইলিংয়ের কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। আর সেতুর কাজের ৪২ শতাংশ অগ্রগতি হয়েছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সেতুটি দিয়ে গাড়ি চলাচল করবে বলে আশা করা যায়।

মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, মুহুরী সেতু নির্মাণ হলেওই অঞ্চলের বাসিন্দাদের অর্থনৈতিক ও দৈনন্দিন জীবনের ব্যাপক পরিবর্তন আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত