Ajker Patrika

বাগ্‌বিতণ্ডার জেরে রাফিকে হত্যা করেন রোকসানা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১৬
Thumbnail image

কুমিল্লা নগরীতে নিহত ব্যবসায়ী রাফি সারোয়ারকে (৩০) হত্যার দায় স্বীকার করেছেন এক প্রবাসীর স্ত্রী রোকসানা আক্তার। গত মঙ্গলবার বিকেলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জেলার সদর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তিনি এ হত্যার দায় স্বীকার করেন। রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার এসব তথ্য জানান।

পুলিশ জানায়, কুমিল্লা নগরীর নুরপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে রাফি সারোয়ার বিকাশ, নগদ ও মোবাইল রিচার্জের ব্যবসায়ী ছিলেন। গত শনিবার তাঁর মা সৈয়দা আক্তার বড় মেয়ে লতিফা আক্তার রুমির বাসায় বেড়াতে যান। গত রোববার রাতে রাফি রোকসানা আক্তারকে তাঁর বাসায় ডেকে আনার পরই ঘটে নৃশংস হত্যাকাণ্ড। উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই নারী রাফিকে পাটার পুতা দিয়ে কপালে ও মাথায় আঘাত করেন। রাফিকে কক্ষে তালা লাগিয়ে পালিয়ে যান। পরদিন রাত সাড়ে ৮টার দিকে তাঁর মা বাসায় ফিরে শয়নকক্ষে ছেলে রাফির রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও আলামত সংগ্রহ করে।

এ ঘটনায় থানায় গত সোমবার রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় রোকসানা আক্তারকে ওই দিন রাতেই গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে। রোকসানা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ক্ষুদ্র বি-বাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা নগরীর নুরপুর উত্তর পাড়া চৌমুহনী এলাকায় বসবাস করছিলেন।

কোতোয়ালি থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, রাফি হত্যাকাণ্ডের মতো ক্লুলেস ঘটনার রহস্য কম সময়ের মধ্যে উদ্‌ঘাটন করা হয়েছে। গ্রেপ্তার দুই সন্তানের মা রোকসানা আক্তার পরকীয়ার জেরে নিজেই হত্যা করেছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত