Ajker Patrika

শিবসার জোয়ারে প্লাবিত পাইকগাছা পৌরবাজার

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৬: ৪৫
Thumbnail image

পাইকগাছায় শহর রক্ষা বাঁধ না থাকায় শিবসা নদীর জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হঠাৎ জোয়ারে পাইকগাছা পৌরবাজার পনিতে তলিয়ে যায়। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, পথযাত্রীসহ ক্রেতারা। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ীরা।

দেখা গেছে, পাইকগাছা পৌর সভার তীর ঘেঁষে শিবসা নদী প্রবাহিত। পৌরসভার বাজারের মধ্য দিয়ে নালা গিয়ে মিশেছে শিবসা নদীর সঙ্গে। পৌরসভার নোংরা পানি গিয়ে শিবসা নদীতে পড়ে। আবার ওই ড্রেন দিয়ে পৌর অভ্যন্তরে প্রবেশ করে জোয়ারের পানি। একদিকে ড্রেনের নোংরা আবর্জনাযুক্ত পানি তার সঙ্গে নদীর পানি মিশে কাঁচা বাজার, স্বর্ণপট্টি, কাঁকড়া ডিপো, খুচরা মাছ বাজার রাতে ও দিনে দুইবার করে ডুবছে। ফলে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণ এ পানিতে নামার কারণে চুলকানিসহ বিভিন্ন চর্ম রোগ দেখা দিচ্ছে।

বিশেষ করে বাজারের স্বর্ণপট্টি, কাঁচামাল বাজার, মুরগি বাজার, খুচরা মাছ বাজার, কাঁকড়া ডিপো মার্কেট, কর্মকার পট্টি, মাংস বাজার, সার্জিক্যাল ক্লিনিকের নিচতলা, থানা প্রধান সড়ক, ইলেকট্রনিকস মেরামত পট্টিসহ বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে প্রতিদিন।

কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলাম বলেন, বাজার ডোবার কারণে ক্রেতা অন্য জায়গা থেকে বাজার করে নিয়ে যাচ্ছে। একদিকে ব্যবসা ভালো না, অন্য দিকে জোয়ারের পানিতে বাজার প্লাবিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাজারের ব্যবসায়ীরা। এ বিষয়ে ব্যবসায়ী সংগঠন ষোলো আনা ব্যবসায়ী সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান বলেন, আমরা এ বিষয়ে মেয়রের সঙ্গে ব্যবসায়ীদের নিয়ে বারবার বসেছি, কোন ফল হয়নি। পাইকগাছা প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রজ্ঞু বলেন, ইতিমধ্যে পাইকগাছা কয়রার সংসদ সদস্য শহর রক্ষার বাঁধের কাজ উদ্বোধন করা হয়েছে। টাকা বরাদ্দ এলে দ্রুত কাজ শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত