Ajker Patrika

গরমে তৈলাক্ত ত্বকের ক্লিনজিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২২, ১০: ২৪
গরমে তৈলাক্ত ত্বকের ক্লিনজিং

জ্যৈষ্ঠ মাস চলছে, কালেভদ্রে মেঘ ভেঙে বৃষ্টি নামলেও গরমে স্বস্তি মিলছে না। আর গরমে ঘাম অনেক বেশি হয় বলে তৈলাক্ত ত্বকের অধিকারীরা এ সময় অনেক বেশি ভোগেন।

দৈনন্দিন কাজের জন্য তো কমবেশি বাইরে যেতে হয়। ফলে বাইরে বের হলেই ত্বকে রোদ, ধুলাবালি ও দূষণের কারণে ময়লা জমে যায়। এতে ত্বকের ক্ষতি হতে থাকে। তাই সঙ্গে সঙ্গে বাসায় এসে ত্বক পরিষ্কার করার অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু পরিষ্কারই নয়, ত্বক গভীর থেকে পরিষ্কার করা জরুরি।

রূপ বিশেষজ্ঞ শারমিন কচি বলেন, অনেকে অলসতার কারণে হাত-মুখ না ধুয়ে ঘুমিয়ে পড়েন। এটা খুবই খারাপ অভ্যাস। এ অভ্যাস ত্যাগ করতে হবে। বাড়ি ফিরেই ত্বক পরিষ্কার করতে হবে।

শারমিন কচি জানান, এক কাপ গ্রিন-টি ভালো করে গুঁড়ো করে রেখে দিলে প্রয়োজনের সময় ব্যবহার করা যেতে পারে। এক চা-চামচ গ্রিন-টি গুঁড়ো নিয়ে তার সঙ্গে এক চা-চামচ টকদই মিশিয়ে পুরো মুখে দুই-তিন মিনিট ম্যাসাজ করে ধুয়ে নিতে হবে। টকদই না থাকলে দুই টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে আপেল সিডার ভিনেগার দুই-তিন ফোঁটা অথবা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ময়েশ্চারাইজারের ভারসাম্য বজায় রাখার জন্য ত্বকের ধরন অনুযায়ী প্যাক লাগাতে হবে।

উপযোগী প্যাক
দারুচিনিগুঁড়ো এক চা-চামচ, মুলতানি মাটি এক চা-চামচ, একটি ডিমের সাদা অংশ ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। তৈলাক্ত ত্বকের জন্য এটি খুব ভালো প্যাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত