ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। গলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে উইন্ডিজকে ১৬৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। গতকাল শেষ দিনে ন্যূনতম লড়াইও করতে পারেনি সফরকারীরা। ২৯৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৩২ রানে। এই দুই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকল শ্রীলঙ্কা।
আগের দিনের ৩ উইকেটে ৩২৮ রান নিয়ে খেলতে নেমে ৩৪৫ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে ১৫ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দলকে আশা দেখান জারমেইন ব্ল্যাকউড (৩৬) ও এনক্রুমা বুনার (৪৪)। দলীয় ৬৫ রানে এ জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ধসে পড়ে উইন্ডিজের ব্যাটিং।
লাসিথ এম্বুলদেনিয়া ও রমেশ মেন্ডিসের ঘূর্ণিতে নাকাল হয়ে ১৩২ রানের গুটিয়ে যায় উইন্ডিজ ব্যাটিং লাইনআপ। দুই স্পিনার সমানভাবে ভাগাভাগি করে নেন সফরকারীদের ১০ উইকেট। ম্যাচসেরা দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৫৫ রানের ইনিংস খেলা ধনাঞ্জয়া ডি সিলভা।
ম্যাচ শেষে সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে, ‘ছেলেরা জানত, এ ধরনের পরিস্থিতিতে কী করতে হয়। বিশেষ করে রমেশ, পাথুম এবং ধনাঞ্জয়াকে ধন্যবাদ দিতে হয়। পাথুম দারুণ আত্মবিশ্বাসী। আশা করি, সামনে সে আরও বড় ইনিংস খেলতে পারবে।’ উইন্ডিজদের হারিয়ে এখন ভারতের বিপক্ষে সামনের সিরিজের অপেক্ষায় আছেন বলেও জানান।
বিপরীতে টানা দুই হারে হতাশ উইন্ডিজ অধিনায়ক ব্রাথওয়েট বলেছেন, ‘প্রথম ইনিংসে আমার বড় ইনিংস খেলা প্রয়োজন ছিল। ব্যাটারদের আরও লম্বা ইনিংস খেলা উচিত ছিল।’
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। গলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে উইন্ডিজকে ১৬৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। গতকাল শেষ দিনে ন্যূনতম লড়াইও করতে পারেনি সফরকারীরা। ২৯৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৩২ রানে। এই দুই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকল শ্রীলঙ্কা।
আগের দিনের ৩ উইকেটে ৩২৮ রান নিয়ে খেলতে নেমে ৩৪৫ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে ১৫ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দলকে আশা দেখান জারমেইন ব্ল্যাকউড (৩৬) ও এনক্রুমা বুনার (৪৪)। দলীয় ৬৫ রানে এ জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ধসে পড়ে উইন্ডিজের ব্যাটিং।
লাসিথ এম্বুলদেনিয়া ও রমেশ মেন্ডিসের ঘূর্ণিতে নাকাল হয়ে ১৩২ রানের গুটিয়ে যায় উইন্ডিজ ব্যাটিং লাইনআপ। দুই স্পিনার সমানভাবে ভাগাভাগি করে নেন সফরকারীদের ১০ উইকেট। ম্যাচসেরা দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৫৫ রানের ইনিংস খেলা ধনাঞ্জয়া ডি সিলভা।
ম্যাচ শেষে সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে, ‘ছেলেরা জানত, এ ধরনের পরিস্থিতিতে কী করতে হয়। বিশেষ করে রমেশ, পাথুম এবং ধনাঞ্জয়াকে ধন্যবাদ দিতে হয়। পাথুম দারুণ আত্মবিশ্বাসী। আশা করি, সামনে সে আরও বড় ইনিংস খেলতে পারবে।’ উইন্ডিজদের হারিয়ে এখন ভারতের বিপক্ষে সামনের সিরিজের অপেক্ষায় আছেন বলেও জানান।
বিপরীতে টানা দুই হারে হতাশ উইন্ডিজ অধিনায়ক ব্রাথওয়েট বলেছেন, ‘প্রথম ইনিংসে আমার বড় ইনিংস খেলা প্রয়োজন ছিল। ব্যাটারদের আরও লম্বা ইনিংস খেলা উচিত ছিল।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫