নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পেস বোলিংয়ে বাংলাদেশের উন্নতি বেশ প্রশংসিত হচ্ছে গত কিছুদিনে। আগামী মাসে দেশের মাঠে শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের পেস আক্রমণ প্রতিপক্ষের পরীক্ষা কতটা নিতে পারবে, সময় বলে দেবে। তবে লঙ্কানদের বিপক্ষে অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়েই খেলতে হচ্ছে বাংলাদেশকে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের যে ১৬ সদস্যের দল দিয়েছে বিসিবি, সেখানে খুব একটা চমক নেই। দলে জায়গা পাওয়া পাঁচ পেসারের মধ্যে আছেন ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম। ৩ টেস্ট খেলা শরীফুলকে রাখা হয়েছে ফিট হয়ে ওঠার শর্তে। রাজা-শহীদুল কখনো টেস্ট খেলেননি। দলে থাকা পেসারদের মধ্যে সর্বোচ্চ ১৪ টেস্ট খেলেছেন ইবাদত। খালেদের অভিজ্ঞতা ৫ টেস্ট খেলার।
চোটের কারণে আগেই ছিটকে পড়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। গত দুই বছর মোস্তাফিজুর রহমান তো লাল বলের চুক্তিতেই নেই। এই সিরিজে দলে রাখা হয়নি আরেক অভিজ্ঞ পেসার আবু জায়েদ রাহিকে। পেস আক্রমণ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ব্যাখ্যা হচ্ছে, ‘ঘরের মাঠে খেলা। যখন বাড়তি সুইং দরকার হয়, বিদেশের মাটিতে ওকে (রাহি) নিয়ে আমরা চিন্তা করি। রাজা আমাদের এইচপি অনুশীলনে যথেষ্ট উন্নতি করেছে। ঘরোয়াতেও আমরা বেশ কিছু বোলিং দেখেছি। ভালো গতিতে বোলিং করতে পারে। পেসে বৈচিত্র্য আনতে এই জায়গায় আমরা একটু পরিবর্তন এনেছি। চোট নিয়ে কিছুটা চিন্তা আছে।’
বাদ পড়েছেন সাদমান ইসলাম। গত নভেম্বরে পাকিস্তান সিরিজ থেকেই রান পেতে সংগ্রাম করছেন এ ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর মুমিনুল হকের টেস্ট অধিনায়কত্ব প্রশ্নের মুখে পড়লেও তাঁর ওপর আস্থা হারাচ্ছে না বিসিবি। আর শ্রীলঙ্কা সিরিজে ফিরেছেন পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা সফর অসমাপ্ত রেখে দেশে ফেরা সাকিব আল হাসান।
খেলা সম্পর্কিত পড়ুন:
পেস বোলিংয়ে বাংলাদেশের উন্নতি বেশ প্রশংসিত হচ্ছে গত কিছুদিনে। আগামী মাসে দেশের মাঠে শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের পেস আক্রমণ প্রতিপক্ষের পরীক্ষা কতটা নিতে পারবে, সময় বলে দেবে। তবে লঙ্কানদের বিপক্ষে অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়েই খেলতে হচ্ছে বাংলাদেশকে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের যে ১৬ সদস্যের দল দিয়েছে বিসিবি, সেখানে খুব একটা চমক নেই। দলে জায়গা পাওয়া পাঁচ পেসারের মধ্যে আছেন ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম। ৩ টেস্ট খেলা শরীফুলকে রাখা হয়েছে ফিট হয়ে ওঠার শর্তে। রাজা-শহীদুল কখনো টেস্ট খেলেননি। দলে থাকা পেসারদের মধ্যে সর্বোচ্চ ১৪ টেস্ট খেলেছেন ইবাদত। খালেদের অভিজ্ঞতা ৫ টেস্ট খেলার।
চোটের কারণে আগেই ছিটকে পড়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। গত দুই বছর মোস্তাফিজুর রহমান তো লাল বলের চুক্তিতেই নেই। এই সিরিজে দলে রাখা হয়নি আরেক অভিজ্ঞ পেসার আবু জায়েদ রাহিকে। পেস আক্রমণ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ব্যাখ্যা হচ্ছে, ‘ঘরের মাঠে খেলা। যখন বাড়তি সুইং দরকার হয়, বিদেশের মাটিতে ওকে (রাহি) নিয়ে আমরা চিন্তা করি। রাজা আমাদের এইচপি অনুশীলনে যথেষ্ট উন্নতি করেছে। ঘরোয়াতেও আমরা বেশ কিছু বোলিং দেখেছি। ভালো গতিতে বোলিং করতে পারে। পেসে বৈচিত্র্য আনতে এই জায়গায় আমরা একটু পরিবর্তন এনেছি। চোট নিয়ে কিছুটা চিন্তা আছে।’
বাদ পড়েছেন সাদমান ইসলাম। গত নভেম্বরে পাকিস্তান সিরিজ থেকেই রান পেতে সংগ্রাম করছেন এ ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর মুমিনুল হকের টেস্ট অধিনায়কত্ব প্রশ্নের মুখে পড়লেও তাঁর ওপর আস্থা হারাচ্ছে না বিসিবি। আর শ্রীলঙ্কা সিরিজে ফিরেছেন পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা সফর অসমাপ্ত রেখে দেশে ফেরা সাকিব আল হাসান।
খেলা সম্পর্কিত পড়ুন:
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫