Ajker Patrika

দেশের মাঠে অনভিজ্ঞ পেস আক্রমণে ভরসা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৪: ২৮
দেশের মাঠে অনভিজ্ঞ পেস আক্রমণে ভরসা বাংলাদেশের

পেস বোলিংয়ে বাংলাদেশের উন্নতি বেশ প্রশংসিত হচ্ছে গত কিছুদিনে। আগামী মাসে দেশের মাঠে শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের পেস আক্রমণ প্রতিপক্ষের পরীক্ষা কতটা নিতে পারবে, সময় বলে দেবে। তবে লঙ্কানদের বিপক্ষে অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়েই খেলতে হচ্ছে বাংলাদেশকে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের যে ১৬ সদস্যের দল দিয়েছে বিসিবি, সেখানে খুব একটা চমক নেই। দলে জায়গা পাওয়া পাঁচ পেসারের মধ্যে আছেন ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম। ৩ টেস্ট খেলা শরীফুলকে রাখা হয়েছে ফিট হয়ে ওঠার শর্তে। রাজা-শহীদুল কখনো টেস্ট খেলেননি। দলে থাকা পেসারদের মধ্যে সর্বোচ্চ ১৪ টেস্ট খেলেছেন ইবাদত। খালেদের অভিজ্ঞতা ৫ টেস্ট খেলার।

চোটের কারণে আগেই ছিটকে পড়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। গত দুই বছর মোস্তাফিজুর রহমান তো লাল বলের চুক্তিতেই নেই। এই সিরিজে দলে রাখা হয়নি আরেক অভিজ্ঞ পেসার আবু জায়েদ রাহিকে। পেস আক্রমণ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ব্যাখ্যা হচ্ছে, ‘ঘরের মাঠে খেলা। যখন বাড়তি সুইং দরকার হয়, বিদেশের মাটিতে ওকে (রাহি) নিয়ে আমরা চিন্তা করি। রাজা আমাদের এইচপি অনুশীলনে যথেষ্ট উন্নতি করেছে। ঘরোয়াতেও আমরা বেশ কিছু বোলিং দেখেছি। ভালো গতিতে বোলিং করতে পারে। পেসে বৈচিত্র্য আনতে এই জায়গায় আমরা একটু পরিবর্তন এনেছি। চোট নিয়ে কিছুটা চিন্তা আছে।’

বাদ পড়েছেন সাদমান ইসলাম। গত নভেম্বরে পাকিস্তান সিরিজ থেকেই রান পেতে সংগ্রাম করছেন এ ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর মুমিনুল হকের টেস্ট অধিনায়কত্ব প্রশ্নের মুখে পড়লেও তাঁর ওপর আস্থা হারাচ্ছে না বিসিবি। আর শ্রীলঙ্কা সিরিজে ফিরেছেন পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা সফর অসমাপ্ত রেখে দেশে ফেরা সাকিব আল হাসান।

খেলা সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত