Ajker Patrika

পাইকারিতে পেঁয়াজের দাম কমছে, খুচরায় অতিমুনাফা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮: ৫৩
পাইকারিতে পেঁয়াজের দাম কমছে, খুচরায় অতিমুনাফা

পেঁয়াজের দাম বাড়ানোর প্রতিযোগিতায় ক্ষান্ত দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে তিন দিন পর পাইকারিতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গতকাল সোমবার এক দিনেই কমেছে কেজিতে ৮০ টাকা পর্যন্ত। তবে অতিমুনাফার সুযোগ হাতছাড়া করছেন না খুচরা ব্যবসায়ীরা।আগে কিনে রাখলেও বেশি দামে কেনার অজুহাতে চড়া দামেই বিক্রি করছেন তাঁরা। রাজধানী ঢাকাসহ সারা দেশে একই চিত্র।

ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্টরা বলছেন, বাজারে আগাম জাতের দেশি মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ার পাশাপাশি অভিযানে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীকে জরিমানা করার কারণে দাম কমছে। পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ায় মাঠ প্রশাসনকে বাজারে নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলনে জানিয়েছেন। গতকাল বাজারভেদে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজ (মুড়িকাটা) ১০০-১৭০ টাকায় বিক্রি হয়েছে।

ঢাকার শ্যামবাজারে পাইকারিতে গতকাল প্রতি কেজি দেশি নতুন পেঁয়াজ বিক্রি হয় ৮০-৮৫ টাকায়, যা আগের দিনও ছিল ১৫০-১৬০ টাকা। তবে খুচরা বাজারগুলোতে গতকালও প্রতি কেজি দেশি পুরোনো পেঁয়াজ ২১০-২২০, আমদানি করা পেঁয়াজ ১৭০-১৮০ এবং দেশি নতুন পেঁয়াজ ১৫০-১৫৫ টাকায় বিক্রি হয়।

পুরান ঢাকার মেসার্স আজমিরি ভান্ডারের বিক্রয় প্রতিনিধি গোলাপ হোসেন জানান, এক দিনের ব্যবধানে নতুন পেঁয়াজের দাম কমে অর্ধেক হয়েছে। তাঁদের বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এসেছিলেন।

বনশ্রীতে একটি সুপারশপে বিকেলে নতুন মুড়িকাটা পেঁয়াজ ১৫৫ টাকা কেজিতে বিক্রি হয়। পূর্ব রামপুরা বাজারে মেসার্স মায়ের দোয়া স্টোরে এই পেঁয়াজ বিক্রি হয় ১৫০ টাকায়। তবে রামপুরা বাজারের খুচরা দোকানে প্রতি কেজি দেশি পুরোনো পেঁয়াজ ২২০ এবং বিদেশি পেঁয়াজ ১৯০ টাকায় বিক্রি হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দেশব্যাপী ৫৩টি অভিযানে ১২২ প্রতিষ্ঠানকে ৮ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে ঢাকায় ২৬টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫৫ হাজার টাকা।

গতকাল টিসিবির মুখপাত্র মো. হুমায়ূন কবীর অডিও বার্তায় বলেন, টিসিবির আমদানি করা এক হাজার টন পেঁয়াজের মধ্যে আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর দিয়ে ৫৮ টন ঢুকবে। এ ছাড়া ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ট্রাকের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

গতকাল ফরিদপুরের মোমিনখাঁর হাটে পাইকারিতে প্রতি মণ (৪০ কেজি) পেঁয়াজ বিক্রি হয় ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকায়। এ হিসাবে প্রতি কেজির দাম পড়ে ৯৫ থেকে ৯৭ টাকা ৫০ পয়সা। গত রোববার দাম ছিল ৪ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৭০০ টাকা।

বৃহস্পতিবার ভারত পেঁয়াজ রপ্তানি চার মাসের জন্য নিষিদ্ধ করলে অতিমুনাফা লুটতে ব্যস্ত হয়ে পড়েন একশ্রেণির অসাধু ব্যবসায়ী।শুক্রবার থেকে দেশের বাজারে শুরু হয় দাম বাড়ানোর প্রতিযোগিতা। বৃহস্পতিবারও ১০০-১২০ টাকা কেজিতে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ একলাফে ২২০-২৪০ টাকায় ওঠে। প্রশাসনের অভিযানের মুখে আড়ত-দোকান থেকে পেঁয়াজ সরিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টাও করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত