নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পেঁয়াজের দাম বাড়ানোর প্রতিযোগিতায় ক্ষান্ত দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে তিন দিন পর পাইকারিতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গতকাল সোমবার এক দিনেই কমেছে কেজিতে ৮০ টাকা পর্যন্ত। তবে অতিমুনাফার সুযোগ হাতছাড়া করছেন না খুচরা ব্যবসায়ীরা।আগে কিনে রাখলেও বেশি দামে কেনার অজুহাতে চড়া দামেই বিক্রি করছেন তাঁরা। রাজধানী ঢাকাসহ সারা দেশে একই চিত্র।
ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্টরা বলছেন, বাজারে আগাম জাতের দেশি মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ার পাশাপাশি অভিযানে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীকে জরিমানা করার কারণে দাম কমছে। পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ায় মাঠ প্রশাসনকে বাজারে নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলনে জানিয়েছেন। গতকাল বাজারভেদে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজ (মুড়িকাটা) ১০০-১৭০ টাকায় বিক্রি হয়েছে।
ঢাকার শ্যামবাজারে পাইকারিতে গতকাল প্রতি কেজি দেশি নতুন পেঁয়াজ বিক্রি হয় ৮০-৮৫ টাকায়, যা আগের দিনও ছিল ১৫০-১৬০ টাকা। তবে খুচরা বাজারগুলোতে গতকালও প্রতি কেজি দেশি পুরোনো পেঁয়াজ ২১০-২২০, আমদানি করা পেঁয়াজ ১৭০-১৮০ এবং দেশি নতুন পেঁয়াজ ১৫০-১৫৫ টাকায় বিক্রি হয়।
পুরান ঢাকার মেসার্স আজমিরি ভান্ডারের বিক্রয় প্রতিনিধি গোলাপ হোসেন জানান, এক দিনের ব্যবধানে নতুন পেঁয়াজের দাম কমে অর্ধেক হয়েছে। তাঁদের বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এসেছিলেন।
বনশ্রীতে একটি সুপারশপে বিকেলে নতুন মুড়িকাটা পেঁয়াজ ১৫৫ টাকা কেজিতে বিক্রি হয়। পূর্ব রামপুরা বাজারে মেসার্স মায়ের দোয়া স্টোরে এই পেঁয়াজ বিক্রি হয় ১৫০ টাকায়। তবে রামপুরা বাজারের খুচরা দোকানে প্রতি কেজি দেশি পুরোনো পেঁয়াজ ২২০ এবং বিদেশি পেঁয়াজ ১৯০ টাকায় বিক্রি হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দেশব্যাপী ৫৩টি অভিযানে ১২২ প্রতিষ্ঠানকে ৮ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে ঢাকায় ২৬টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫৫ হাজার টাকা।
গতকাল টিসিবির মুখপাত্র মো. হুমায়ূন কবীর অডিও বার্তায় বলেন, টিসিবির আমদানি করা এক হাজার টন পেঁয়াজের মধ্যে আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর দিয়ে ৫৮ টন ঢুকবে। এ ছাড়া ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ট্রাকের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
গতকাল ফরিদপুরের মোমিনখাঁর হাটে পাইকারিতে প্রতি মণ (৪০ কেজি) পেঁয়াজ বিক্রি হয় ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকায়। এ হিসাবে প্রতি কেজির দাম পড়ে ৯৫ থেকে ৯৭ টাকা ৫০ পয়সা। গত রোববার দাম ছিল ৪ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৭০০ টাকা।
বৃহস্পতিবার ভারত পেঁয়াজ রপ্তানি চার মাসের জন্য নিষিদ্ধ করলে অতিমুনাফা লুটতে ব্যস্ত হয়ে পড়েন একশ্রেণির অসাধু ব্যবসায়ী।শুক্রবার থেকে দেশের বাজারে শুরু হয় দাম বাড়ানোর প্রতিযোগিতা। বৃহস্পতিবারও ১০০-১২০ টাকা কেজিতে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ একলাফে ২২০-২৪০ টাকায় ওঠে। প্রশাসনের অভিযানের মুখে আড়ত-দোকান থেকে পেঁয়াজ সরিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টাও করা হয়।
পেঁয়াজের দাম বাড়ানোর প্রতিযোগিতায় ক্ষান্ত দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে তিন দিন পর পাইকারিতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গতকাল সোমবার এক দিনেই কমেছে কেজিতে ৮০ টাকা পর্যন্ত। তবে অতিমুনাফার সুযোগ হাতছাড়া করছেন না খুচরা ব্যবসায়ীরা।আগে কিনে রাখলেও বেশি দামে কেনার অজুহাতে চড়া দামেই বিক্রি করছেন তাঁরা। রাজধানী ঢাকাসহ সারা দেশে একই চিত্র।
ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্টরা বলছেন, বাজারে আগাম জাতের দেশি মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ার পাশাপাশি অভিযানে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীকে জরিমানা করার কারণে দাম কমছে। পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ায় মাঠ প্রশাসনকে বাজারে নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলনে জানিয়েছেন। গতকাল বাজারভেদে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজ (মুড়িকাটা) ১০০-১৭০ টাকায় বিক্রি হয়েছে।
ঢাকার শ্যামবাজারে পাইকারিতে গতকাল প্রতি কেজি দেশি নতুন পেঁয়াজ বিক্রি হয় ৮০-৮৫ টাকায়, যা আগের দিনও ছিল ১৫০-১৬০ টাকা। তবে খুচরা বাজারগুলোতে গতকালও প্রতি কেজি দেশি পুরোনো পেঁয়াজ ২১০-২২০, আমদানি করা পেঁয়াজ ১৭০-১৮০ এবং দেশি নতুন পেঁয়াজ ১৫০-১৫৫ টাকায় বিক্রি হয়।
পুরান ঢাকার মেসার্স আজমিরি ভান্ডারের বিক্রয় প্রতিনিধি গোলাপ হোসেন জানান, এক দিনের ব্যবধানে নতুন পেঁয়াজের দাম কমে অর্ধেক হয়েছে। তাঁদের বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এসেছিলেন।
বনশ্রীতে একটি সুপারশপে বিকেলে নতুন মুড়িকাটা পেঁয়াজ ১৫৫ টাকা কেজিতে বিক্রি হয়। পূর্ব রামপুরা বাজারে মেসার্স মায়ের দোয়া স্টোরে এই পেঁয়াজ বিক্রি হয় ১৫০ টাকায়। তবে রামপুরা বাজারের খুচরা দোকানে প্রতি কেজি দেশি পুরোনো পেঁয়াজ ২২০ এবং বিদেশি পেঁয়াজ ১৯০ টাকায় বিক্রি হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দেশব্যাপী ৫৩টি অভিযানে ১২২ প্রতিষ্ঠানকে ৮ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে ঢাকায় ২৬টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫৫ হাজার টাকা।
গতকাল টিসিবির মুখপাত্র মো. হুমায়ূন কবীর অডিও বার্তায় বলেন, টিসিবির আমদানি করা এক হাজার টন পেঁয়াজের মধ্যে আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর দিয়ে ৫৮ টন ঢুকবে। এ ছাড়া ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ট্রাকের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
গতকাল ফরিদপুরের মোমিনখাঁর হাটে পাইকারিতে প্রতি মণ (৪০ কেজি) পেঁয়াজ বিক্রি হয় ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকায়। এ হিসাবে প্রতি কেজির দাম পড়ে ৯৫ থেকে ৯৭ টাকা ৫০ পয়সা। গত রোববার দাম ছিল ৪ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৭০০ টাকা।
বৃহস্পতিবার ভারত পেঁয়াজ রপ্তানি চার মাসের জন্য নিষিদ্ধ করলে অতিমুনাফা লুটতে ব্যস্ত হয়ে পড়েন একশ্রেণির অসাধু ব্যবসায়ী।শুক্রবার থেকে দেশের বাজারে শুরু হয় দাম বাড়ানোর প্রতিযোগিতা। বৃহস্পতিবারও ১০০-১২০ টাকা কেজিতে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ একলাফে ২২০-২৪০ টাকায় ওঠে। প্রশাসনের অভিযানের মুখে আড়ত-দোকান থেকে পেঁয়াজ সরিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টাও করা হয়।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫