Ajker Patrika

দেশের সর্বনিম্ন তাপমাত্রা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৩: ২৬
দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। আট জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটিই দেশ এবং জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে বেলা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। সূর্যের দেখা মিললেও ছিল না কোনো উত্তাপ।

গত দুই দিন ধরে জেলাজুড়ে শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীত নিবারণের জন্য অনেকে খড়কুটায় আগুন জ্বালিয়ে দিন পার করছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার জেলায় তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েক দিন পর চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও কমে আসতে পারে।

হাড় কাঁপানো তীব্র শীতের সঙ্গে কনকনে বাতাসে অনেকটা বিপর্যস্ত ছিল জনজীবন। সূর্যের আলো থাকলেও ছড়াচ্ছে না তেমন উত্তাপ। খেটে খাওয়া মানুষগুলোকে সকালে কাজে বের হতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। খড়কুটোর আগুনই তাঁদের একমাত্র ভরসা। সবচেয়ে বেশি বিপদে আছে বৃদ্ধ আর শিশুরা।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরাই এসব রোগে বেশি আক্রান্ত হয়। চলতি মৌসুমে এখনো হাসপাতালে রোগীর সংখ্যা তেমন বাড়েনি। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য সদর হাসপাতালসহ সব স্বাস্থ্যকেন্দ্রে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, আকস্মিক তাপমাত্রা কমে যাওয়া, মেঘলা ভাব কেটে যাওয়া ও উত্তর থেকে আসা হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও কমতে পারে। বিশেষ করে সকালের দিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত