Ajker Patrika

আইইউবিএটি: ক্যারিয়ার শুরুর সুযোগ মেলে দেশ-বিদেশে

জুবায়ের আহম্মেদ
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৭: ০০
আইইউবিএটি: ক্যারিয়ার শুরুর সুযোগ মেলে দেশ-বিদেশে

১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক শিক্ষাবিদ ড. এম আলিমউল্যা মিয়ান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। রাজধানী ঢাকার উত্তরায় নিজস্ব ২০ বিঘা বিশাল সবুজ ক্যাম্পাসে চলে আইইউবিএটির শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে রয়েছে সবুজ মাঠ, উন্মুক্ত স্টাডি এরিয়া, শহীদ মিনার, গাছপালা-পুকুরে ঘেরা এক মনোমুগ্ধকর পরিবেশ। এ ছাড়া ফ্রি ওয়াই-ফাই, ইনডোর গেমসহ সব মিলিয়ে ‘এন এনভায়রনমেন্ট ডিজাইনড ফর লার্নিং’, অর্থাৎ শিক্ষার পরিকল্পনায় তৈরি পরিবেশ কথাটি যেন এই ক্যাম্পাসেই দেখা যায়। অন্যদিকে প্রতিষ্ঠানটি দেশের প্রতিটি গ্রাম থেকে অন্তত একজন দক্ষ স্নাতক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে। শিক্ষার্থীদের জন্য ঢাকার সবগুলো রুটসহ গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জ থেকে রয়েছে নিজস্ব ফ্রি বাস সার্ভিস। বিশ্ববিদ্যালয়টির প্রতিটি বিভাগের অ্যালামনাইরা ছড়িয়ে আছেন দেশ-বিদেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ পর্যায়ে। 

সারা বছরই সহশিক্ষা কার্যক্রম
বিশ্ববিদ্যালয়টিতে বছরজুড়েই সহশিক্ষা কার্যক্রম চলতে থাকে। প্রতিযোগী মনোভাব ধরে রাখতে শিক্ষার্থীদের মাঝে চলে নানা আয়োজন। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরাও যোগ দেন এসব আয়োজনে। বিতর্ক অনুষ্ঠান, নাচ, গান, রোবটিকস কমপিটিশন, প্রোগ্রামিং কনটেস্ট, উদ্যোক্তা মেলা, বিজনেস কেস কমপিটিশনসহ নানা আয়োজনে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখেছে আইইউবিএটি। বিশ্ববিদ্যালয়টির যন্ত্রপ্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা মিলে তৈরি করেছেন সৌরচালিত গাড়ি। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) প্লাটুন সব সময় সক্রিয় থাকে আইইউবিএটিতে। এ ছাড়া রোটারেক্ট ক্লাব তো আছেই। 

ভর্তির জন্য যোগ্যতা
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ২.৫ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ভর্তি ফরম সংগ্রহ করতে পারেন। এরপর ভর্তি পরীক্ষার ধাপ পেরিয়ে শিক্ষার্থীরা পছন্দসই প্রোগ্রামে ভর্তি হতে পারেন। বিস্তারিত জানতে-iubat. edu/admission

আছেন বিদেশি শিক্ষার্থী
এশিয়া-আফ্রিকার ২০টির বেশি দেশের শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনা করছেন। প্রকৌশল, ব্যবসায়, নার্সিংসহ নানা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে পড়তে এসেছেন তাঁরা। 

৯০টি বৃত্তি
বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর আর্থিকভাবে পিছিয়ে পড়া 
মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রায় ২০ কোটি টাকার বৃত্তি দেয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে শতভাগ পর্যন্ত মেধাবৃত্তি দেওয়া হয়। এ ছাড়া মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ১৫ শতাংশ বিশেষ বৃত্তিসহ বিভিন্ন বিভাগে আরও ৯০টি বৃত্তি দেওয়া হয়। অসচ্ছল মেধাবীদের পড়াশোনায় সুযোগ দিচ্ছে আইইউবিএটি। বিস্তারিত জানতে-iubat. edu/scholarships/

রিসার্চ ইনস্টিটিউট
বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ‘মিয়ান রিসার্চ ইনস্টিটিউট’। যেখানে কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং ব্যবসায় প্রশাসনসহ অন্যান্য বিভাগের শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরাও বিভিন্ন গবেষণায় নিয়োজিত আছেন। বছরের সেরা গবেষকদের সম্মাননা জানাতে আয়োজন করা হয় গবেষণা সম্মাননা। এই ইনস্টিটিউট নিয়মিত বিশ্বের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র। বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদে ২০১৮ সালে জোড় কলম পদ্ধতিতে একই গাছে টমেটো ও আলু উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করে এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

চাকরির বাজারে এগিয়ে 
প্রতিবছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই বিভিন্ন দেশীয় ও বিদেশি প্রতিষ্ঠান থেকে সরাসরি নিয়োগের জন্য ক্যাম্পাসে মানবসম্পদ কর্মকর্তারা উপস্থিত হন। এ ছাড়া নিয়মিত আয়োজন করা হয় ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন কর্মশালা। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নানা পেশার ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই কর্মশালায় অংশ নেন। এ ছাড়া বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তনদের মধ্যে সেতুবন্ধ তৈরিতে কাজ করে আইইউবিএটির অ্যালামনাই ও প্লেসমেন্ট অফিস। অগ্রজদের সহায়তা পেয়ে অনুজেরাও এগিয়ে যাওয়ার সুযোগ পান নির্দ্বিধায়। 
তাই পড়াশোনা শেষেই ক্যারিয়ার শুরুর সুযোগ মেলে দেশ-বিদেশের নানা প্রতিষ্ঠানে। 

কোন কোন বিষয়ে পড়া যাবে
আইইউবিএটিতে ব্যাচেলর পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, অ্যাগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইংলিশ, নার্সিং এবং মাস্টার্স পর্যায়ে এমবিএ বিষয়ে পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়টিতে ক্রেডিট ট্রান্সফারের সুযোগও রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত