Ajker Patrika

বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ১৭
বাসচাপায় মোটরসাইকেল  আরোহী যুবক নিহত

চুয়াডাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে কামরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নেন্টু মিয়া (৫০) নামে আরেক মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

নিহত কামরুল যশোর শহরের নাজির শংকরপুর এলাকার ছাদেক দারোগার মোড়ের নওসের আলীর ছেলে। আহত নেন্টু মিয়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের পশ্চিমপাড়ার আফতাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলযোগে কামরুল ইসলাম ও নেন্টু মিয়া চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। দর্শনা বাসস্ট্যান্ডের কাছে তেঁতুলতলায় পৌঁছালে পাশাপাশি হওয়ায় দুই মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে কামরুল রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় চুয়াডাঙ্গাগামী শাপলা পরিবহনের ‘এমকে দোয়েল’ নামে একটি বাসের চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা আহত নেন্টুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।

দর্শনা থানার ওসি লুৎফুল কবীর বলেন, দুই মোটরসাইকেলের ধাক্কায় চালক কামরুল ইসলাম পড়ে যান। এ সময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয়। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত