Ajker Patrika

পাকা সড়ক যেন নালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৩
পাকা সড়ক যেন নালা

চুয়াডাঙ্গা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সাতগাড়ি, কুলচারা ও দিগড়ী গ্রামের সড়কগুলোর সংস্কার হয়নি দীর্ঘ দিন। অধিকাংশ পাকা সড়ক এখন প্রায় কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কগুলো ছোট ছোট ডোবা-নালায় পরিণত হয়।

সাতগাড়ি, কুলচারা ও দিগড়ী এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়কগুলো দীর্ঘদিন আগে পাকা করা হয়েছিল। এরপর আর সংস্কার করা হয়নি। ফলে বেহাল এই সড়ক। দেখলে মনে হয় যেন কাঁচা রাস্তা। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়।

দিগড়ী গ্রামের এক চায়ের দোকানদার বাংলা ও ইংরেজির মিশ্রণ ঘটিয়ে বলেন, ‘মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই। আসলেই আমি কি পৌরসভায় বাস করি!’

শুধু চায়ের দোকানদার নন এমন কথা অনেকের। দিগড়ীর ইমান হোসেন বলেন, ‘ভোটের সময় ভোট নেওয়ার জন্য কত কথাই বলেন নেতারা। এখন আর কেউ খোঁজ নেন না। আমরা পৌর কাউন্সিলর ও মেয়রের কাছে গেলেও কোনো কাজ হয় না।’

রহমান আলী নামের এক প্রবীণ ব্যক্তি বলেন, ‘রাস্তাগুলো সব ভাঙাচোরা। চরম সমস্যায় আছি। কেউ দেখে না।’ করিম নামের আরও একজন বেশ ক্ষোভের সঙ্গে বললেন, ‘পৌরসভায় বাস করি, অথচ মনে হয় না এটা পৌরসভা। ভোটের সময় ভোট চেয়ে জনপ্রতিনিধিরা বলেছিলেন, এখানে মেরামত হবে, ওখানে মেরামত হবে। কই রাস্তার মেরামত তো হয়নি, আর ড্রেন তো নেই। কোথাও কোনো উন্নয়ন হলো না।’

কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, এই ওয়ার্ডের কমিশনার উজ্জ্বল হোসেন। তিনি ওয়ার্ডের সব জায়গায় নিত্যদিন আসা-যাওয়া করেন। তিনি সমস্যা দেখেও না দেখার ভান করে চলে যান।

সুরুজ ফার্মেসির তকিম জানান, একই ওয়ার্ডের সাতগাড়ি বিলপাড়ায় আজও ড্রেন নেই। বৃষ্টিতে সড়ক হাঁটুপানিতে ডুবে যায়। এই মহল্লাবাসী বর্ষাকালে চরম ভোগান্তিতে জীবনযাপন করে। তাঁদের দুঃখের কথা কাকে জানাবেন তাঁরা? মেয়র-কাউন্সিলর কেউ খোঁজ রাখেন না।

চুয়াডাঙ্গা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর উজ্জ্বল হোসেন বলেন, ‘আমি সাত নম্বর ওয়ার্ডবাসীর নানা সমস্যা নিয়ে খুব কষ্টে আছি। মেয়র সাহেবকে সমস্যার কথা বলে জলাবদ্ধতা থেকে সড়কগুলোতে এক গাড়ি ঘ্যাস বা কিছু দিয়ে সাময়িক সংস্কার করব, সে ক্ষেত্রেও সমস্যা। কারণ লেবার বা গাড়ি কিছুই পাইনে।’

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন বলেন, ‘উন্নয়ন হবে। কেবল তো দায়িত্ব নিলাম। সবে মাত্র ছয় মাস আমি দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব নেওয়ার পরেই করোনা সংকটে সব অফিস আদালত বন্ধ ছিল। এখন পরিবেশ ভালো। আমরা কাজ শুরু করব। সাতগাড়ির নবগঙ্গা ব্রিজ থেকে কুলচারা মোড় পর্যন্ত দেড় কিলোমিটার পাকা সড়ক নির্মাণের জন্য প্রায় এক কোটি টাকার উন্নয়ন বাজেট ধরা হয়েছে। খুব শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত