মো. আব্দুল মোত্তালেব
অনুধাবনমূলক প্রশ্ন
১. পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝো?
উত্তর: মৌলগুলোর ভৌত, রাসায়নিক ধর্মাবলি তাদের ইলেকট্রন বিন্যাসের ওপর বিশেষভাবে নির্ভরশীল। যেহেতু মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, সেহেতু মৌলগুলোর কিছু ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। এসব ধর্মকে পর্যায়বৃত্ত ধর্ম বলা হয়। যেমন ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ বিভব, তড়িৎ ঋণাত্মকতা, পারমাণবিক ব্যাসার্ধ ইত্যাদি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম।
২. পর্যায় সারণিতে একটি মৌল একটিমাত্র স্থান দখল করে কেন?
উত্তর: প্রতিটি মৌলের পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট বলে প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাসও নির্দিষ্ট এবং একটি ইলেকট্রন বিন্যাস অন্যটি থেকে ভিন্ন। আবার প্রতিটি সারণি সংখ্যার জন্য পর্যায় সারণিতে একটি নির্দিষ্ট অবস্থান হয়েছে। তাই পর্যায় সারণিতে একটি মৌল একটিমাত্র স্থান দখল করে।
৩. ফসফরাস মৌলের পর্যায় সারণিতে অবস্থান ব্যাখ্যা করো।
উত্তর: কোনো মৌলের সর্ববহিঃস্থ শেলের ইলেকট্রন সংখ্যা অনুসারে তার গ্রুপ এবং শেলের স্তরের সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে নির্ধারণ করা হয়। ফসফরাস (15)-এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 5। এর শেল সংখ্যা তিনটি এবং সর্ব বহিঃস্থস্তরে ইলেকট্রন সংখ্যা পাঁচটি। সুতরাং ফসফরাস তৃতীয় পর্যায়ে 5+10=15 নম্বর গ্রুপে অবস্থান করবে।
৪. ইথানল হাইড্রোকার্বন নয় কেন?
উত্তর: শুধু হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত দ্বিমৌল যৌগগুলোকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বনে C ও H সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। ইথানল যৌগে হাইড্রোজেন ও কার্বনের সঙ্গে অক্সিজেন উপস্থিত আছে বলে ইথানলকে হাইড্রোকার্বন বলা যাবে না।
৫. পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন?
উত্তর: পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয়। কারণ পটাশিয়াম গ্রুপ 1-এর মৌল ও পানির সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যৌগ উৎপন্ন করে।
আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড অম্লের অমরত্বকে বিনষ্ট করতে পারে এবং বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে।
৬. হ্যালোজেন বলতে কী বোঝো, ব্যাখ্যা করো।
উত্তর: গ্রুপ 17-এর F, Cl, Br, I, At, ও Ts হ্যালোজেন বলা হয়।
কারণ হ্যালোজেনের অর্থ লবণ উৎপাদনকারী এবং এর মূল উৎস সামুদ্রিক লবণ। হ্যালোজেন মৌলগুলোর সঙ্গে ধাতু যুক্ত হয়ে লবণ গঠন করে। যেমন Na ধাতু হ্যালোজেন মৌল ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে NaCl লবণ গঠন করে।
৭. প্যাটার্ন কীভাবে গঠিত হয়।
উত্তর: যেসব মৌলের সর্বশেষ শক্তিস্তরে কমসংখ্যক ইলেকট্রন থাকে, তাদের নিউক্লিয়াস ইলেকট্রনের সঙ্গে দুর্বলভাবে আকর্ষিত থাকে। ফলে এসব মৌলের পরমাণু সহজেই ইলেকট্রন ত্যাগ করে দ্বিত বা অষ্টক পূর্ণ করে। এভাবে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যায় এবং ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বা ক্যাটায়নের সৃষ্টি হয়।
৮. Cl অপেক্ষা P-এর তড়িৎ ঋণাত্মকতা কম–ব্যাখ্যা করো।
উত্তর: দুটি পরমাণুর যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে; এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে।
একই পর্যায়ের যত বাম থেকে ডানে যাওয়া যায়, মৌলের আকার তত কমে, শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। ফলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। P ও Cl একই পর্যায়ের মৌল এবং Cl ডানে অবস্থিত হওয়ায় Cl-এর আকার ছোট; তাই তড়িৎ ঋণাত্মকতা বেশি। অর্থাৎ Cl অপেক্ষা P-এর তড়িৎ ঋণাত্মকতা কম।
৯. একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন হয় কেন?
উত্তর: গলনাঙ্কে কোনো বস্তুর অণুগুলোর আন্তঃআণবিক বল ও অণুগুলোর গতিশক্তি সমান হয়। অন্যদিকে স্ফুটনাঙ্কে কোনো বস্তুর অণুগুলোর আন্তঃআণবিক বল অপেক্ষা গতিশক্তি বেশি হয়; অর্থাৎ বাষ্পীভূত হওয়ার জন্য বস্তুর অণুগুলোর গতিশক্তি বেশি হওয়া দরকার। আর বেশি গতি শক্তি লাভের জন্য বস্তুর অধিক তাপ শক্তির প্রয়োজন হয়। তাই স্ফুটনাংক গলনাঙ্ক অপেক্ষা বেশি হয়। অর্থাৎ একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কও ভিন্ন হয়।
লেখক: সহকারী অধ্যাপক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা।
অনুধাবনমূলক প্রশ্ন
১. পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝো?
উত্তর: মৌলগুলোর ভৌত, রাসায়নিক ধর্মাবলি তাদের ইলেকট্রন বিন্যাসের ওপর বিশেষভাবে নির্ভরশীল। যেহেতু মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, সেহেতু মৌলগুলোর কিছু ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। এসব ধর্মকে পর্যায়বৃত্ত ধর্ম বলা হয়। যেমন ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ বিভব, তড়িৎ ঋণাত্মকতা, পারমাণবিক ব্যাসার্ধ ইত্যাদি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম।
২. পর্যায় সারণিতে একটি মৌল একটিমাত্র স্থান দখল করে কেন?
উত্তর: প্রতিটি মৌলের পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট বলে প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাসও নির্দিষ্ট এবং একটি ইলেকট্রন বিন্যাস অন্যটি থেকে ভিন্ন। আবার প্রতিটি সারণি সংখ্যার জন্য পর্যায় সারণিতে একটি নির্দিষ্ট অবস্থান হয়েছে। তাই পর্যায় সারণিতে একটি মৌল একটিমাত্র স্থান দখল করে।
৩. ফসফরাস মৌলের পর্যায় সারণিতে অবস্থান ব্যাখ্যা করো।
উত্তর: কোনো মৌলের সর্ববহিঃস্থ শেলের ইলেকট্রন সংখ্যা অনুসারে তার গ্রুপ এবং শেলের স্তরের সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে নির্ধারণ করা হয়। ফসফরাস (15)-এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 5। এর শেল সংখ্যা তিনটি এবং সর্ব বহিঃস্থস্তরে ইলেকট্রন সংখ্যা পাঁচটি। সুতরাং ফসফরাস তৃতীয় পর্যায়ে 5+10=15 নম্বর গ্রুপে অবস্থান করবে।
৪. ইথানল হাইড্রোকার্বন নয় কেন?
উত্তর: শুধু হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত দ্বিমৌল যৌগগুলোকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বনে C ও H সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। ইথানল যৌগে হাইড্রোজেন ও কার্বনের সঙ্গে অক্সিজেন উপস্থিত আছে বলে ইথানলকে হাইড্রোকার্বন বলা যাবে না।
৫. পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন?
উত্তর: পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয়। কারণ পটাশিয়াম গ্রুপ 1-এর মৌল ও পানির সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যৌগ উৎপন্ন করে।
আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড অম্লের অমরত্বকে বিনষ্ট করতে পারে এবং বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে।
৬. হ্যালোজেন বলতে কী বোঝো, ব্যাখ্যা করো।
উত্তর: গ্রুপ 17-এর F, Cl, Br, I, At, ও Ts হ্যালোজেন বলা হয়।
কারণ হ্যালোজেনের অর্থ লবণ উৎপাদনকারী এবং এর মূল উৎস সামুদ্রিক লবণ। হ্যালোজেন মৌলগুলোর সঙ্গে ধাতু যুক্ত হয়ে লবণ গঠন করে। যেমন Na ধাতু হ্যালোজেন মৌল ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে NaCl লবণ গঠন করে।
৭. প্যাটার্ন কীভাবে গঠিত হয়।
উত্তর: যেসব মৌলের সর্বশেষ শক্তিস্তরে কমসংখ্যক ইলেকট্রন থাকে, তাদের নিউক্লিয়াস ইলেকট্রনের সঙ্গে দুর্বলভাবে আকর্ষিত থাকে। ফলে এসব মৌলের পরমাণু সহজেই ইলেকট্রন ত্যাগ করে দ্বিত বা অষ্টক পূর্ণ করে। এভাবে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যায় এবং ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বা ক্যাটায়নের সৃষ্টি হয়।
৮. Cl অপেক্ষা P-এর তড়িৎ ঋণাত্মকতা কম–ব্যাখ্যা করো।
উত্তর: দুটি পরমাণুর যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে; এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে।
একই পর্যায়ের যত বাম থেকে ডানে যাওয়া যায়, মৌলের আকার তত কমে, শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। ফলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। P ও Cl একই পর্যায়ের মৌল এবং Cl ডানে অবস্থিত হওয়ায় Cl-এর আকার ছোট; তাই তড়িৎ ঋণাত্মকতা বেশি। অর্থাৎ Cl অপেক্ষা P-এর তড়িৎ ঋণাত্মকতা কম।
৯. একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন হয় কেন?
উত্তর: গলনাঙ্কে কোনো বস্তুর অণুগুলোর আন্তঃআণবিক বল ও অণুগুলোর গতিশক্তি সমান হয়। অন্যদিকে স্ফুটনাঙ্কে কোনো বস্তুর অণুগুলোর আন্তঃআণবিক বল অপেক্ষা গতিশক্তি বেশি হয়; অর্থাৎ বাষ্পীভূত হওয়ার জন্য বস্তুর অণুগুলোর গতিশক্তি বেশি হওয়া দরকার। আর বেশি গতি শক্তি লাভের জন্য বস্তুর অধিক তাপ শক্তির প্রয়োজন হয়। তাই স্ফুটনাংক গলনাঙ্ক অপেক্ষা বেশি হয়। অর্থাৎ একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কও ভিন্ন হয়।
লেখক: সহকারী অধ্যাপক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫