Ajker Patrika

এ সম্পর্ক নিয়ে চলা যায় না

নাজমুল আবেদীন ফাহিম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৯: ৩৯
এ সম্পর্ক নিয়ে চলা যায় না

যেটা হয়েছে, ভালো হয়েছে। আরও ভালো হতো যদি বিষয়টা প্রধানমন্ত্রী পর্যন্ত না গড়াত। ক্রিকেট বোর্ড এবং তামিম যদি বিষয়টা সমাধান করে ফেলত পারত, তাহলে সবচেয়ে ভালো হতো। এটা আবার বোঝা গেল, এ ধরনের সমস্যা হলে সেটা সমাধানের অবস্থায় ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা নেই।

একটা ব্যাপার হচ্ছে, তামিমের অবসরের ঘোষণা এটা হঠাৎ করে হওয়ার মতো বিষয় না। অনেক দিন ধরে তামিম হয়তো কিছু বিষয় মোকাবিলা করছিল, সে যেটা চাচ্ছে, সেটা হচ্ছে না। কিংবা নিজের অবস্থান সে যেভাবে চিন্তা করে, সেভাবে পাচ্ছিল না। এর মধ্যে গত কদিন তো কিছু বিষয় সামনে এসেছে। এগুলো তাকে হয়তো সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এগুলোই তো ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। অনেক দিন ধরে তাকে নিয়ে সমালোচনা চলছিল, প্রত্যক্ষ-পরোক্ষ দুই ভাবেই। ক্রিকেটারদের যেহেতু কোড অব কন্ডাক্টের বিষয় আছে, তাদের মুখ খোলার সুযোগ নেই। এ কারণে সে হয়তো এত দিন এসব বিষয় নিয়ে সামনাসামনি কথা বলেনি। এগুলো ধীরে ধীরে জমা হয়ে একসঙ্গে সামনে আসে। তামিমের ক্ষেত্রেও সেটাই হয়েছে।

নাজমুল আবেদীন ফাহিমআমাদের ক্ষেত্রে এ ধরনের ব্যাপারগুলো বারবার হচ্ছে, কারণ খেলোয়াড় এবং বোর্ডের মধ্যে যে ধরনের সম্পর্ক থাকা উচিত, তেমন না। সম্পর্কটা অনেকটা হচ্ছে, কর্মী আর চাকরিদাতার মতো। এই সম্পর্ক নিয়ে খেলোয়াড়েরা চলতে পারে না। খেলোয়াড়দের গুরুত্ব অনেক অনেক বেশি। অনেক সময় যে কারও চেয়ে বেশি।

এটা বোঝা উচিত। আমরা বুঝতে পারি না। এ জন্য কাকে কেমন গুরুত্ব দেওয়া উচিত, সেটা আমরা দিই না। আমরা ধরে নিই, আমরা ওদের টাকা দিই। সেটার বিনিময়ে ওরা খেলে। এটা ঠিক না। জায়গাটাতে একটা সময় এমন পরিবেশ তৈরি হয়, খেলোয়াড়েরা কোণঠাসা অনুভব করে। তাদের যে স্বাধীনতা ও নিজের মনে করার ব্যাপার দরকার, সেটা তারা পায় না।

লেখক: ক্রিকেট উপদেষ্টা, বিকেএসপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত