Ajker Patrika

এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবেন নিপুণ

এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবেন নিপুণ

দেশের সিনেমা হল কমতে কমতে এখন দুই অঙ্কের ঘরে নেমেছে। সিনেমা মুক্তি দিতে গেলে আগের মতো হল পাওয়া যায় না। অন্যদিকে পাশের দেশ ভারত বিশ্বজয় করে নিচ্ছে ‘পাঠান’ কিংবা ‘আরআরআর’-এর মতো সিনেমা দিয়ে। এমন অবস্থায় সিনেমা হল বাঁচাতে আবারও দেশে হিন্দি সিনেমা আনার চেষ্টা চলছে। প্রদর্শক সমিতির সহযোগিতায় নির্মাতা অনন্য মামুন তাঁর অ্যাকশন কাট নামের প্রতিষ্ঠানের ব্যানারে পাঠান সিনেমাটি আনতে চাইছেন বাংলাদেশে। সাফটা চুক্তি অনুযায়ী আমদানি-রপ্তানির নিয়ম মেনেই সিনেমাটি আনতে চান তাঁরা। সেই চেষ্টায় বাধা হয়ে দাঁড়ায়নি চলচ্চিত্র সংগঠনগুলো।

তবে শর্তজুড়ে দিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার জানিয়েছেন, সিনেমার লভ্যাংশের ১০ শতাংশ দিতে হবে শিল্পী সমিতিকে। সেই শর্ত শুনে ঝড় বইছে আলোচনা-সমালোচনার। এমনই পরিস্থিতিতে গত শনিবার শিল্পী সমিতির কার্যালয়ে একটি সভা আহ্বান করা হয়। সভায় কমিটির সদস্যরাসহ উপস্থিত ছিলেন আলমগীর, সুজাতাসহ জ্যেষ্ঠ অভিনেতারা। প্রায় তিন ঘণ্টা মিটিংয়ের পর শিল্পী সমিতির পক্ষে কথা বলেন সাধারণ সম্পাদক নিপুণ। তিনি বলেন, ‘পরিবেশক ও হলমালিকেরা হিন্দিসহ সব ধরনের ছবি এখানে চালাতে চাচ্ছেন। শিল্পীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা ইতিবাচক সাড়া দিয়েছেন। এখন শর্ত নিয়ে বাকি ১৮ সংগঠনের সঙ্গে আলোচনা করবে শিল্পী সমিতি। এক সপ্তাহের মধ্যে সবার মতামত ও শর্তগুলো জানানো হবে মন্ত্রী মহোদয়কে ও গণমাধ্যকে।’

দেশে সিনেমা হলের ব্যবস্থাপনা নিয়ে জানতে চাইলে নিপুণ বলেন, ‘সরকার যে এক হাজার কোটি টাকা লোন দিচ্ছে, সিনেমার অভাবে অনেকেই তা নিচ্ছেন না। হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। প্রতি মাসে একটি করে হিন্দি সিনেমা এলে তাঁদের হলগুলো সংস্কারের তাগিদ বাড়বে।’

হিন্দি সিনেমার লভ্যাংশের ১০ শতাংশ শিল্পী সমিতিকে দিতে হবে—এমন শর্তের যৌক্তিকতা জানতে চাইলে নিপুণ বলেন, ‘এই যে এত বড় একটি বাজার এখানে খুলে দেওয়া হচ্ছে, সেটির সঙ্গে আমাদের প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। টিকে থাকার জন্য আমাদের কিছু ফাইন্যান্স লাগবে, ঢাল-তলোয়ার লাগবে। সেটার জন্য আমাদের কিছু চাওয়া ছিল। ১৮ সংগঠনের সঙ্গে কথা বলে আমরা কী চাচ্ছি, কী চাচ্ছি না, কী হবে, কী হবে না, তা পরিষ্কার করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত