Ajker Patrika

চাঁপাইয়ে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ২৭
Thumbnail image

চাঁপাইনবাবগঞ্জে কয়েক দিন ধরে শীত বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে শিশুদের ডায়রিয়া। শীতকালীন রোটাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে আসছে ৫০-৫৫ শিশু। ফলে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এমন পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

সদর উপজেলার বারঘোরিয়া এলাকার শিশু জিসানের (৪) মা সেফালি খাতুন বলেন, দুই দিন ধরে শিশু জিসানের হালকা জ্বর আসে। এরপর গত বুধবার ভোর থেকে ডায়রিয়া হতে থাকে। ফলে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁর সন্তানকে।

নারায়াণপুর এলাকার আশরাফুল হক বলেন, গত বৃহস্পতিবার ভোরে ডায়রিয়া নিয়ে তাঁদের পাঁচ বছরের মেয়েকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু শয্যা না পেয়ে ঠান্ডার মধ্যেই মেঝেতে থাকতে হয় তাঁদের। পৌর এলাকার বটতলা হাট এলাকার আসমা বেগম বলেন, তাঁর ছয় বছরের শিশুকে ডায়রিয়াজনিত রোগে ভর্তি করেছেন। কিন্তু সময় পার হয়ে গেলেও চিকিৎসকের দেখা পাননি। বারবার ডাকার পরও নার্সরা ভালো ব্যবহার করেন না।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) মাহফুজ রায়হান বলেন, শীতকালীন রোটাভাইরাস ডায়রিয়া রোগ ছড়াই। ৮-১০ দিন ধরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই ৫০-এর বেশি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

মাহফুজ রায়হান আরও বলেন, ডায়রিয়াজনিত করণে কোনো রোগীর মৃত্যু হয়নি এবং প্রতিদিনই ৩০ থেকে ৫০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, তাঁদের সচেতন হতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বাড়িতে বা আশপাশে কেউ যদি আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি আইসোলেশনে রাখতে হবে। অন্যান্য বাচ্চা থেকে যদি আলাদা রাখা যায়, তাহলে ছড়ানোর সম্ভাবনা কম হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত