Ajker Patrika

পথে হলো দেরি, পরীক্ষা দেওয়া হলো না কামালের

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ২২
পথে হলো দেরি, পরীক্ষা দেওয়া হলো না কামালের

রাত ১১টা পর্যন্ত চলে ছাদ ঢালায়ের কাজ। সকালে উঠেই দৌড় পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। কিন্তু অনেক অপেক্ষার পর যানবাহন পেয়ে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যখন কেন্দ্রে পৌঁছালেন তার ১৫ মিনিট আগেই শুরু হয় পরীক্ষা। এই কারণে পরীক্ষা দিতে দেওয়া হলো না কামাল সরদারকে।

নাটোরের নলডাঙ্গায় গতকাল বৃহস্পতিবার শহীদ নজমুল হক সরকারি ডিগ্রি কলেজের কেন্দ্র এ ঘটনা ঘটে। সে ছাতারভাগ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় কামাল মানসিকভাবে ভেঙে পড়েছে।

ওই শিক্ষার্থী কামাল সরদার উপজেলার ধনকড়া গ্রামের দরিদ্র কৃষক পরিবারের ছেলে। তবে পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষের দাবি ওই পরীক্ষার্থী ২০ মিনিট পর পরীক্ষা কেন্দ্রে আসায় তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।

জানা গেছে, উপজেলার শহীদ নজমুল হক সরকারি কলেজে গত ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে শুরু হয়। গতকাল বৃহস্পতিবার ছাতারভাগ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কামাল সরদারের ইসলামের ইতিহাস প্রথম পত্রের প্রথম পরীক্ষা ছিল। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় জীবিকার তাগিদে নাটোর শহরে মিস্ত্রির কাজ করে কামাল। সে বৃহস্পতিবার সকালে পরীক্ষা দেওয়ার জন্য নাটোর শহর থেকে রওনা হয়। কিন্তু যানবাহন না পাওয়ায় ও পরে সড়কে যানজট থাকায় পরীক্ষা কেন্দ্রে আসতে তাঁর ১৫ মিনিট দেরি হয়। এই দেরির কারণ দেখিয়ে শহীদ নজমুল হক সরকারি কলেজের কেন্দ্রসচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছির উদ্দিন তাকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেননি।

পরীক্ষার্থী কামাল সরদার বলেন, সে গরিব কৃষক পরিবার সন্তান। গত বুধবার রাত ১১টা পর্যন্ত একটি বাড়ির ছাদ ঢালাইয়ের কাজে সে ব্যস্ত ছিল। এ কারণে সে বুধবার রাতে নাটোর থেকে নলডাঙ্গায় আসতে পারেনি। পরদিন সকালে নলডাঙ্গায় উদ্দেশে রওনা হলেও পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে তার ১৫ মিনিট দেরি হয়।

শহীদ নজমুল হক সরকারি ডিগ্রি কলেজের কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছির উদ্দিন বলেন, পরীক্ষা নীতিমালা অনুযায়ী ও পরীক্ষা প্রস্তুতিমূলক সভায় কার্যবিবরণীতে পরীক্ষা শুরুর ১৫ মিনিট পরে কোনো পরীক্ষার্থীকে কক্ষে প্রবেশের অনুমতি দেওয়ার বিধান নেই। আর এই কারণে ওই পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত