Ajker Patrika

খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭: ৫২
খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

মির্জাপুরে অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে এসব বিতরণ করা হয়।

উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া গুচ্ছ গ্রামের বাসিন্দা ও গুনটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ সদস্য মোস্তফা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল। এসব খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ প্যাকেট মাস্ক ও ১টি করে সাবান রয়েছে। এ ছাড়া চুকুরিয়া গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মধ্যে আম, কাঁঠাল, মেহগনি, হরীতকীসহ আট প্রকার ফলজ ও বনজও গাছের চারা বিতরণ করা হয়।

এ বিষয়ে জেলা পরিষদ সদস্য মোস্তফা চৌধুরী জানান, জেলা পরিষদের অর্থায়নে ১৩০ পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং চুকুরিয়া গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মধ্যে ফলজ ও বনজসহ আট প্রকারের ১৪০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত