Ajker Patrika

বিদেশমুখিতা বাড়ছে তরুণদের মধ্যে

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২৭
বিদেশমুখিতা বাড়ছে তরুণদের মধ্যে

দেশে নয়, বিদেশে রঙিন ভবিষ্যতের স্বপ্ন বুনতে চান বিয়ানীবাজারের তরুণেরা। তাই উচ্চশিক্ষা অর্জনে তাঁরা এখন বিদেশমুখী। সন্তানদের ভবিষ্যৎ, রাজনীতির অনিশ্চয়তা ও বখে যাওয়ার ভয়ে অভিভাবকেরাও সায় দিচ্ছেন।

জানা গেছে, গত ১০ মাসে বিয়ানীবাজার উপজেলার ৩ সহস্রাধিক শিক্ষার্থী বিদেশে পাড়ি জমিয়েছেন। বিয়ানীবাজার থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী যাচ্ছেন যুক্তরাজ্য, আমেরিকা ও কানাডায়।

এদিকে বিদেশমুখী তরুণদের গড়ে তুলতে বিয়ানীবাজার পৌরশহরে বেশ কয়েকটি ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। চটকদার বিজ্ঞাপন, লোভনীয় অফার আর পাশ্চাত্যের হাতছানি দিচ্ছে এসব প্রতিষ্ঠান।

বিদেশে যেতে মোটা অঙ্কের টিউশন ফি, ব্যাংক হিসাবে বড় ধরনের লেনদেন, এসএসসি, এইচএসসিসহ আইইএলটিএস পরীক্ষায় ভালো ফল অর্জনসহ অন্যান্য শর্ত পূরণ করছেন শিক্ষার্থীরা।

সম্প্রতি সারা দেশে এইচএসসি পরীক্ষার ফল বের হয়েছে। এ পরীক্ষা শেষ হওয়ার পর তড়িঘড়ি করে পাসপোর্ট তৈরির হিড়িক পড়ে এখানকার শিক্ষার্থীদের মধ্যে।

পাসপোর্ট অফিস ও জেলা বিশেষ শাখা সূত্র জানা গেছে, গত ১০ মাসে বিয়ানীবাজার থেকে ৬ হাজার ৫০০ পাসপোর্ট তৈরির আবেদন জমা পড়েছে। জমা হওয়া পাসপোর্টের সবগুলোই শিক্ষার্থীদের।

প্রবাসী লেখক ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক যোশী সাম্প্রতিক সময়ে এক কলামে লিখেছেন, ‘উপজেলা হিসেবে নিঃসন্দেহে এটা একটা সমৃদ্ধ এলাকা। কিন্তু এই সমৃদ্ধতায়ও আছে তরুণদের মধ্যে এক হা-হুতাশ। ইউরোপ-ইংল্যান্ড-আমেরিকা যেন এদের হাতছানি দেয় প্রতিনিয়ত।’

লন্ডন থেকে সাংবাদিক ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বেবুল বলেন, ‘সেখানে গিয়ে কমসংখ্যক শিক্ষার্থী লেখাপড়া করছেন। হাতেগোনা ২-৪ জন লেখাপড়া করে যোগ্যতম স্থান দখল করছেন। অন্যরা যোগ দিচ্ছেন জীবনের যুদ্ধে।’

বিয়ানীবাজার সুজনের সভাপতি অ্যাডভোকেট আমান উদ্দিন বলেন, ‘ছাত্র ভিসায় বিদেশ যাত্রায় এখন সবাই মুখিয়ে আছেন। এটা যেমন ভালো লক্ষণ আছে। আবার খারাপ দিকও আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত