নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সময়টা ২০২০ সালের মাঝামাঝি। মহামারি করোনার প্রকোপ তখন চূড়ায়। হঠাৎ জীবনের সঙ্গে জুড়ে যাওয়া লকডাউনে সবার ঠাঁই হয়েছে ঘরের চৌহদ্দিতে। ঘরবন্দী থাকতে থাকতে একঘেয়ে হয়ে ওঠা সেই সময়ে ‘কিছু একটা করা’র ভূত চাপে আইনজীবী নূরজাহান ইসলামের মাথায়। মন দেন প্রিয় মিষ্টান্ন বানানোর দিকে। কদিন পর হাত দেন মসলা তৈরিতেও। তিতাস পাড়ের এই মেয়ে ‘তিতাস কন্যা’ নামে অনলাইনে পেজ খুলে শুরু করেন এসব দেশীয় খাবার ও মসলা বিক্রি।
শখের বসে প্রায় দুই বছর আগে শুরু করা নূরজাহানের সেই উদ্যোগ পেয়েছে বেশ সাড়া। তবে মনের ভেতর একটা খেদ রয়েই গিয়েছিল। সেটি হলো অনলাইনে বিক্রি বলে ক্রেতাদের সঙ্গে দেখা না হওয়া। সেই ‘দূরত্ব’ ঘোচাতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন নূরজাহানসহ পাঁচ নারী উদ্যোক্তা। ঈদ সামনে রেখে ‘বৈঠক’ নামে আয়োজন করেছেন দুই দিনের এক প্রদর্শনী। চট্টগ্রাম নগরীর খুলশীর শেখ রেসিডেন্স নামের এক ভবনের নিচতলায় আয়োজিত এই প্রদর্শনী শেষ হয়েছে গতকাল শনিবার।
নূরজাহানের তিতাস কন্যার কথা তো আগেই বলা হলো। প্রদর্শনীতে অংশ নেওয়া বাকি চার অনলাইন প্রতিষ্ঠান হলো পোশাক নিয়ে ‘মৌরিতা’, গয়না নিয়ে ‘মাদুর’, বিভিন্ন নান্দনিক গিফট আইটেম নিয়ে আছে ‘বিচিত্রা’, বিভিন্ন দেশীয় খাবার নিয়ে ‘হুমা’স কিচেন’। বাকি চার নারীরও উদ্যোক্তা হওয়া করোনার এই সময়ে।
গতকাল দুপুরে প্রদর্শনীস্থলে গিয়ে দেখা যায়, ২০ বাই ২০ ফুটের একটি কক্ষ। সেই কক্ষের ভেতরের চারপাশে নানা স্টল। কোনো স্টলে দেশীয় খাবার। কোনোটিতে শোভা পাচ্ছে নানা পদের গয়না। কোথাও রং-বেরঙের আলপনার পোশাক। মাঝখানে মাদুর বিছিয়ে চলছে গল্প-আড্ডা। সঙ্গে বিকিকিনি।
এই পাঁচ নারী উদ্যোক্তার তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করে বিভিন্ন পেশায় ব্যস্ত। তাঁদেরই একজন মেহের নিগার। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক অবসরে কাজ করেন পোশাকের ডিজাইন নিয়ে। পোশাকের গায়ে আঁকেন নানা আলপনাও।
এমন ভিন্ন আয়োজনের কারণ জানতে চাইলে মেহের নিগার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যেহেতু সবাই অনলাইন মাধ্যমে কাজ করি, তাই ক্রেতার সঙ্গে সরাসরি কথা হয় না। ক্রেতাদেরও শুধু ছবি দেখেই পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নিতে হয়। ক্রেতাদের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাতের জন্যই এই আয়োজন।’
পুঁতির মালা গেঁথে গেঁথে নানা রকমের গয়না বানান তাজমিন ঝুমুর। তিনি বলেন, ‘কাঁচামাল কিনে নিজেই গয়না বানাই। বেশ সাড়া পাচ্ছি।’
ঘরোয়া পরিবেশে মেলা আয়োজনের পেছনের গল্প শোনান উদ্যোক্তারা। তাঁরা বলেন, ‘শুধু দেশীয় পণ্য নিয়ে কোনো মেলা চট্টগ্রামে হয়নি। আমরাই শুরু করলাম। সে জন্য চেয়েছি সেটি ঘরোয়া আমেজে করতে। কেননা তাতে আন্তরিকতা থাকবে।’
প্রদর্শনীতে পণ্য কিনতে নগরীর টেক্সটাইল এলাকা থেকে এসেছিলেন মাফরুহা জামান। এমন প্রদর্শনী দেখে বেশ উচ্ছ্বসিত এই নারী বলেন, ‘দেশীয় সব জিনিস নিয়ে এমন ভিন্নধর্মী মেলা আগে কখনো দেখিনি। শুধু দেশীয় বলে না। এখানকার সব পণ্যই ইউনিক।’
সময়টা ২০২০ সালের মাঝামাঝি। মহামারি করোনার প্রকোপ তখন চূড়ায়। হঠাৎ জীবনের সঙ্গে জুড়ে যাওয়া লকডাউনে সবার ঠাঁই হয়েছে ঘরের চৌহদ্দিতে। ঘরবন্দী থাকতে থাকতে একঘেয়ে হয়ে ওঠা সেই সময়ে ‘কিছু একটা করা’র ভূত চাপে আইনজীবী নূরজাহান ইসলামের মাথায়। মন দেন প্রিয় মিষ্টান্ন বানানোর দিকে। কদিন পর হাত দেন মসলা তৈরিতেও। তিতাস পাড়ের এই মেয়ে ‘তিতাস কন্যা’ নামে অনলাইনে পেজ খুলে শুরু করেন এসব দেশীয় খাবার ও মসলা বিক্রি।
শখের বসে প্রায় দুই বছর আগে শুরু করা নূরজাহানের সেই উদ্যোগ পেয়েছে বেশ সাড়া। তবে মনের ভেতর একটা খেদ রয়েই গিয়েছিল। সেটি হলো অনলাইনে বিক্রি বলে ক্রেতাদের সঙ্গে দেখা না হওয়া। সেই ‘দূরত্ব’ ঘোচাতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন নূরজাহানসহ পাঁচ নারী উদ্যোক্তা। ঈদ সামনে রেখে ‘বৈঠক’ নামে আয়োজন করেছেন দুই দিনের এক প্রদর্শনী। চট্টগ্রাম নগরীর খুলশীর শেখ রেসিডেন্স নামের এক ভবনের নিচতলায় আয়োজিত এই প্রদর্শনী শেষ হয়েছে গতকাল শনিবার।
নূরজাহানের তিতাস কন্যার কথা তো আগেই বলা হলো। প্রদর্শনীতে অংশ নেওয়া বাকি চার অনলাইন প্রতিষ্ঠান হলো পোশাক নিয়ে ‘মৌরিতা’, গয়না নিয়ে ‘মাদুর’, বিভিন্ন নান্দনিক গিফট আইটেম নিয়ে আছে ‘বিচিত্রা’, বিভিন্ন দেশীয় খাবার নিয়ে ‘হুমা’স কিচেন’। বাকি চার নারীরও উদ্যোক্তা হওয়া করোনার এই সময়ে।
গতকাল দুপুরে প্রদর্শনীস্থলে গিয়ে দেখা যায়, ২০ বাই ২০ ফুটের একটি কক্ষ। সেই কক্ষের ভেতরের চারপাশে নানা স্টল। কোনো স্টলে দেশীয় খাবার। কোনোটিতে শোভা পাচ্ছে নানা পদের গয়না। কোথাও রং-বেরঙের আলপনার পোশাক। মাঝখানে মাদুর বিছিয়ে চলছে গল্প-আড্ডা। সঙ্গে বিকিকিনি।
এই পাঁচ নারী উদ্যোক্তার তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করে বিভিন্ন পেশায় ব্যস্ত। তাঁদেরই একজন মেহের নিগার। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক অবসরে কাজ করেন পোশাকের ডিজাইন নিয়ে। পোশাকের গায়ে আঁকেন নানা আলপনাও।
এমন ভিন্ন আয়োজনের কারণ জানতে চাইলে মেহের নিগার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যেহেতু সবাই অনলাইন মাধ্যমে কাজ করি, তাই ক্রেতার সঙ্গে সরাসরি কথা হয় না। ক্রেতাদেরও শুধু ছবি দেখেই পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নিতে হয়। ক্রেতাদের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাতের জন্যই এই আয়োজন।’
পুঁতির মালা গেঁথে গেঁথে নানা রকমের গয়না বানান তাজমিন ঝুমুর। তিনি বলেন, ‘কাঁচামাল কিনে নিজেই গয়না বানাই। বেশ সাড়া পাচ্ছি।’
ঘরোয়া পরিবেশে মেলা আয়োজনের পেছনের গল্প শোনান উদ্যোক্তারা। তাঁরা বলেন, ‘শুধু দেশীয় পণ্য নিয়ে কোনো মেলা চট্টগ্রামে হয়নি। আমরাই শুরু করলাম। সে জন্য চেয়েছি সেটি ঘরোয়া আমেজে করতে। কেননা তাতে আন্তরিকতা থাকবে।’
প্রদর্শনীতে পণ্য কিনতে নগরীর টেক্সটাইল এলাকা থেকে এসেছিলেন মাফরুহা জামান। এমন প্রদর্শনী দেখে বেশ উচ্ছ্বসিত এই নারী বলেন, ‘দেশীয় সব জিনিস নিয়ে এমন ভিন্নধর্মী মেলা আগে কখনো দেখিনি। শুধু দেশীয় বলে না। এখানকার সব পণ্যই ইউনিক।’
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
৯ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫