Ajker Patrika

শুরু হচ্ছে ধারাবাহিক ‘দেনা পাওনা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মে ২০২৪, ০৮: ৪৮
Thumbnail image

দীপ্ত টিভিতে শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। ১৮ মে শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটকটি। এ ছাড়া, দীপ্ত টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে দেনা পাওনা। এদিকে ৪০০তম পর্ব অতিক্রম করে আজ শেষ হচ্ছে দীপ্তর আরেক ধারাবাহিক নাটক ‘জবা’।

দেনা পাওনার গল্পে দেখা যাবে, উচ্চশিক্ষিত টগবগে তরুণ ইরফান। অন্যদিকে শিক্ষিত ও মার্জিত তরুণী পারমিতা। দুজনেই চায়, তাদের প্রেম পরিণতি পাক। বিয়ে করে আজীবন একসঙ্গে থাকার স্বপ্ন দেখে তারা। কিন্তু, দুই পরিবারের আর্থসামাজিক দূরত্ব অনেক। এই বিভেদ ইরফান-পারমিতার সামনে বাধা হয়ে দাঁড়ায়। পরিবার, প্রেম, আত্মসম্মান—সবকিছুর মোকাবিলা করতে গিয়ে অন্য এক লড়াইয়ে নামতে হয় পারমিতাকে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি এ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহাদাত হোসেন, মনির আহমেদ শাকিলের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। গোলাম মুক্তাদিরের পরিচালনায় এ নাটকে দেখা যাবে কয়েকজন নতুন শিল্পীকে, তাঁদের মধ্যে আছেন তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেন প্রমুখ। দেনা পাওনার চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আফিফা মোহসিনা অরণি। সংলাপ লিখেছেন অলভী সরকার। লাইন প্রডিউসার হিসেবে আছেন লুৎফুন নাহার মৌসুমী।

দেনা পাওনার প্রচার শুরু উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় দীপ্ত টিভির প্রাঙ্গণে হয়ে গেল সূচনা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক পারভীন হাসান, সিইও ফুয়াদ চৌধুরী, হেড অব প্রোগ্রাম এজাজ উদ্দিন শান্ত, পরিচালক গোলাম মুক্তাদির ও দেনা পাওনা নাটকের অভিনয়শিল্পীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত