Ajker Patrika

যত্রতত্র পোস্টার সাঁটিয়ে প্রচারবিধি লঙ্ঘন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২০: ০১
যত্রতত্র পোস্টার সাঁটিয়ে প্রচারবিধি লঙ্ঘন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ও সোনামুখী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থীরা প্রচারে আচরণবিধি না মানার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, প্রার্থীরা যে যার মতো করে আইন ভঙ্গ করে যেখানে সেখানে পোস্টার লাগিয়েছেন।

তিলকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। আচরণবিধি ভঙ্গের তালিকায় আছেন ওই দুটি ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থীরাও।

তিলকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শ্রীরামপুর ব্রিজের পূর্ব পাশের তিলকপুর বাজার পর্যন্ত রাস্তার দুই ধারে বৈদ্যুতিক খুঁটি, দেয়াল এবং দোকানঘরে তিলকপুর ইউনিয়নের আওয়ামী লীগের নৌকার প্রার্থী সেলিম মাহবুব সজল, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে আজাহার আলী দুলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের আব্দুস সামাদের পোস্টার লাগানো রয়েছে।

অপর দিকে সোনামুখী ইউনিয়নে জাফরপুর রেলগেট এলাকায় দোকানের দেয়ালে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ডি এম রাহেল ইমামের পোস্টার, ৯ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য প্রার্থী সরদার আয়নাল হকের ফুটবল প্রতীকের পোস্টার, শ্রীরামপুর-তিলকপুর সড়কে বৈদ্যুতিক খুঁটিতে ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত সদস্য পদে আলেয়া বিবির তালগাছ প্রতীকের এবং একই ওয়ার্ডে হাজেরা বেগম হাসির বই মার্কা প্রতীকের পোস্টার লাগানো রয়েছে।

স্থানীয় ভোটার হাসান আলী সরদার বলেন, নির্বাচনী আইন শুধু কাগজে-কলমেই থেকে যায়। বাস্তবায়ন কখনো চোখে পড়ে না। প্রার্থীরা যে যার মতো আইন ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছেন।

তিলকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম মাহবুব সজল বলেন, ‘দেয়ালে এবং বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার লাগানোর বিষয়টি আমি জানার পর পোস্টার লাগানো লোকদের নিষেধ করে দিয়েছি, তাঁরা আর লাগাবে না।’

এই ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আজহার আলী দুলু বলেন, যেসব পোস্টার দেয়ালে এবং বৈদ্যুতিক খুঁটিতে রয়েছে, সেগুলো বিশেষ ছেলেপেলেরা করেছে। তাঁরা আমার লোক নয়। আমি সব পোস্টার দড়িতেই টাঙিয়েছি।’

রিটার্নিং (তিলকপুর, রায়কালী, গোপীনাথপুর) ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সূদীপ কুমার রায় বলেন, প্রার্থীদের নির্বাচনী প্রচারবিধি মেনে চলতে তাঁদের নিয়ে আলাদাভাবে বসে আলোচনা করা হয়েছে। এরপরও যদি কোনো প্রার্থী বিধি লঙ্ঘন করেন তাহলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে যেই দলের হোক না কেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত