Ajker Patrika

গুজবে দাম বেড়ে গেল সয়াবিন তেলের

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২১
গুজবে দাম বেড়ে গেল  সয়াবিন তেলের

তেলের দাম বাড়বে, এমন গুজবে ময়মনসিংহে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম কেজিপ্রতি বেড়েছে ১০ টাকা। এ ছাড়া বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অজুহাতে বেড়েছে খাসি ও গরুর মাংসের দামও। এদিকে ভরা মৌসুমে আমদানি কম হওয়ায় বেশ কয়েক প্রকার সবজির দামও বেড়েছে। নগরীর শম্ভুগঞ্জ বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মধ্য বাজারের সয়াবিন তেল বিক্রেতা মো. কামরুজ্জামান বলেন, খোলা সয়াবিন তেল গত সপ্তাহে ১৬০ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর বোতলজাত সয়াবিন তেল কেজিতে ৫ টাকা বেড়েছে। এ ছাড়া পাম তেল ৫ টাকা বেড়ে ১৫০ টাকা এবং কোয়ালিটি ৫ টাকা বেড়ে ১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে মাংস মহালের রশিদ মাংস ভান্ডারের বিক্রেতা আব্দুল খালেক বলেন, বাজারে খাসি ও গরু খুব কম আসে। তা ছাড়া শীতে বিয়ে ও সামাজিক অনুষ্ঠান বেড়েছে। তাই খাসি ৯০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া গরুর মাংস গত সপ্তাহে ৫৬০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

শম্ভুগঞ্জ মধ্য বাজারের ব্যবসায়ী খোকন মিয়া বলেন, দেশি পেঁয়াজ ৫ টাকা কমে ৩০ টাকা, দেশি আলু ২০, হল্যান্ড আলু ৫ টাকা কমে ১৫, ইন্ডিয়ান আদা ২০ টাকা কমে ৬০, রসুন ২০ টাকা কমে ৪০ ও ইন্ডিয়ান রসুন ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

একই বাজারের মুরগি বিক্রেতা রনি মিয়া বলেন, ব্রয়লার, সোনালি ও কক মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে। ডিমের দামও অপরিবর্তিত রয়েছে।

মাছ বিক্রেতা আজিজুল হক বলেন, মাছের দামে তেমন ওঠানামা নেই। তবে পাঙাশ মাছ ২০ টাকা বেড়ে ১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

একই বাজারের সবজি বিক্রেতা রেজাউল করিম বলেন, বেশ কয়েক ধরনের সবজির দাম বেড়েছে। তিনি বলেন, বেগুন ৫০ টাকা, চিচিঙ্গা ও ঝিঙে ৪০, কাঁচা মটর ৫০, পেঁপে ২০, শিম ২৫, টমেটো ২০, কাঁচা মরিচ ৩০, করলা ৪০ ও শসা ৫০ টাকা কেজি এবং ফুলকপি ২০ টাকা পিস, কাঁচা কলা ২০ টাকা হালি, বাঁধাকপি প্রতি পিস ২০ ও লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজলক্ষ্মী স্টোরের বিক্রেতা নূপুর দাস বলেন, দেশি মসুর ডাল ১২০ টাকা, বিদেশি মসুর ১০০, মাষকলাই ৯০, বুটের ডাল ৮০, খেসারি ৭০, মুগডাল ১২০, প্যাকেট আটা ৪০, খোলা ৩৫, চিনি ৮০ ও লবণ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি।

ক্রেতা নাজমুন নাহার বলেন, ‘মাছ ও সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে এলেও তেল ক্রয়ক্ষমতার মধ্যে নেই।’ এ ছাড়া বাজার মনিটরিং জোরদার করে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন আরেক ক্রেতা সোহেল মিয়া।

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, ‘ভোজ্যতেলের পাশাপাশি সব পণ্যের দাম নিয়ন্ত্রণ জেলে প্রশাসকের কার্যালয়ের সঙ্গে সমন্বয়নের মাধ্যমে করা হয়। দাম নিয়ন্ত্রণে প্রায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভোক্তাদের কিছুটা সমস্যা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত