নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘পিঁয়াজ গত বছর এই সময়ে ৪৫-৫০ টাকায় বেচছি। আর এহন পাইকারিতেই কেনা লাগতেছে ৪৫-৫০ টাকায়। তাইলে কমে বিক্রি করমুডা কেমনে?’
বলছিলেন মোহাম্মদপুর কৃষি বাজারের বিক্রেতা রমিজ মিয়া। নিজে যে পণ্যগুলো বিক্রি করছেন, সেগুলোর সঙ্গে নিজের প্রয়োজনে যে পণ্য কেনেন, সেগুলোর দামও এক বছরের ব্যবধানে আকাশ ছুঁয়েছে বলে জানান এই ব্যবসায়ী।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের প্রতিবেদনেও রমিজ মিয়ার কথার সত্যতা পাওয়া গেল। সরকারি এ সংস্থার তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত টিসিবির বাজারদরের তালিকা বলছে, এদিন রাজধানীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০-৮০ টাকা কেজি দরে। এক বছর আগে এর দাম ছিল ৪৮-৫০ টাকা। অর্থাৎ এক বছরে দাম বেড়েছে ৭৬ শতাংশ। দেশি রসুন বাজারে বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। গত বছর এর দাম ছিল ৭০-৮০ টাকা। এক বছরের ব্যবধানে দাম বেড়েছে ১৯৩ দশমিক ৩৩ শতাংশ। একইভাবে দেশি আদার দাম বেড়েছে ১৮৮ দশমিক ৪৬ শতাংশ, শুকনা মরিচ ২৮ দশমিক ১৩ শতাংশ, হলুদ ২৬ দশমিক ৫৩ শতাংশ, ব্রয়লার মুরগি ৫ দশমিক ৮৮ শতাংশ, চিনি ৬১ দশমিক ৬৮ শতাংশ, প্যাকেটজাত লবণ ২১ দশমিক ২১ শতাংশ, ডিম ১৬ দশমিক ৬৭ শতাংশ, আলু ৩১ দশমিক শূন্য ৩ শতাংশ, প্যাকেটজাত আটা ১৭ দশমিক ৩৫ শতাংশ, পাম তেল ৪ শতাংশ, ছোলার ডাল ১০ দশমিক ৩৪ শতাংশ।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ডলারের মূল্যবৃদ্ধি এবং সুদের হারের কারণে অনেক পণ্যের দাম বেড়েছে। আমরা মনিটর করছি। অযৌক্তিকভাবে কোনো পণ্যের দাম বাড়ানো হয়েছে কি না, সেটা আমরা দেখছি।’
নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে ভোগান্তি বাড়ছে ক্রেতাদের। রাজধানীর রামপুরা বাজারে গতকাল বাজার করতে গিয়েছিলেন গৃহিণী সামসুন্নাহার। তিনি বলেন, ‘এক বছর তো দূরের কথা, আমি তো তিন দিন আগের সঙ্গেই দাম মিলাইতে পারতেছি না। তিন দিন আগের চেয়ে প্রতিটি সবজির দাম ২০-৩০ টাকা বাড়ছে। আর মাছ-মাংস আজকাল কিনি না, দামও দেখি না।’
সবজির বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে প্রায় সব সবজির দাম বেড়েছে। সিপাহীবাগ বাজারের সবজি বিক্রেতা ফরিদ হোসেন বলেন, ‘চিচিঙ্গা পরশু পাইকারিতে ২৫ টাকায় কিনছি, আজকে ৪০ টাকায় কেনা লাগছে। পেঁপে ছাড়া প্রতিটি সবজির দাম পাইকারিতে ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়ছে। খুচরা বাজারে তো দাম বাড়বই।’
এদিন রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকায়, হল্যান্ড আলু ৪০ টাকা, বেগুন জাতভেদে ৫০-৯০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৪০ টাকা, টমেটো ২৬০-২৮০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, কাঁকরোল ৪০-৬০ টাকা, পেঁপে ৩০-৩৫ টাকা, পটোল ৪০-৫০ টাকা। ফার্মের মুরগির ডিমের (লাল) ডজন ১৬০ থেকে ১৬৯ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৮৫ থেকে ১৯০ টাকা।
হঠাৎ সবজির মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক (বাজার সংযোগ-১) প্রণব কুমার সাহা বলেন, ‘বৃষ্টির কারণে কয়েকটি পণ্যের দাম বেড়েছে। তবে ঢালাওভাবে সব পণ্যের দাম বাড়ার কথা নয়। আমাদের পর্যবেক্ষণ বলছে, কিছু সবজির দাম কেজিতে ৫-১০ টাকা বেড়েছে। ২০-২৫ টাকা বাড়ার কথা নয়।’
পেঁয়াজ ও ডিমের মূল্যবৃদ্ধি সম্পর্কে প্রণব কুমার বলেন, স্থানীয় পর্যায়ে ডিমের সরবরাহ কমেছে। আর ভারতে গত মাসে বন্যা হওয়ায় অনেক পেঁয়াজ আসতে পারছে না। সে কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।
টিসিবির হিসাবে এক বছরে মূল্যবৃদ্ধি
পণ্য ১০ আগস্ট ২০২২ ১০ আগস্ট ২০২৩ বৃদ্ধির হার
পেঁয়াজ (দেশি) ৪০-৪৫ ৭০-৮০ ৭৬%
রসুন (দেশি) ৭০-৮০ ২০০-২২০ ১৯৩%
আদা (দেশি) ১২০-১৪০ ৩৫০-৪০০ ১৮৮%
চিনি ৮২-৮৫ ১৩০-১৪০ ৬২%
আটা (প্যাকেট) ৪৮-৫০ ৫৫-৬০ ১৭%
লবণ প্যাকেট ৩০-৩৬ ৩৮-৪২ ২১%
ডিম (হালি) ৪৩-৪৭ ৫০-৫৫ ১৬%
আলু ২৮-৮০ ৩৬-৪০ ৩১%
‘পিঁয়াজ গত বছর এই সময়ে ৪৫-৫০ টাকায় বেচছি। আর এহন পাইকারিতেই কেনা লাগতেছে ৪৫-৫০ টাকায়। তাইলে কমে বিক্রি করমুডা কেমনে?’
বলছিলেন মোহাম্মদপুর কৃষি বাজারের বিক্রেতা রমিজ মিয়া। নিজে যে পণ্যগুলো বিক্রি করছেন, সেগুলোর সঙ্গে নিজের প্রয়োজনে যে পণ্য কেনেন, সেগুলোর দামও এক বছরের ব্যবধানে আকাশ ছুঁয়েছে বলে জানান এই ব্যবসায়ী।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের প্রতিবেদনেও রমিজ মিয়ার কথার সত্যতা পাওয়া গেল। সরকারি এ সংস্থার তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত টিসিবির বাজারদরের তালিকা বলছে, এদিন রাজধানীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০-৮০ টাকা কেজি দরে। এক বছর আগে এর দাম ছিল ৪৮-৫০ টাকা। অর্থাৎ এক বছরে দাম বেড়েছে ৭৬ শতাংশ। দেশি রসুন বাজারে বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। গত বছর এর দাম ছিল ৭০-৮০ টাকা। এক বছরের ব্যবধানে দাম বেড়েছে ১৯৩ দশমিক ৩৩ শতাংশ। একইভাবে দেশি আদার দাম বেড়েছে ১৮৮ দশমিক ৪৬ শতাংশ, শুকনা মরিচ ২৮ দশমিক ১৩ শতাংশ, হলুদ ২৬ দশমিক ৫৩ শতাংশ, ব্রয়লার মুরগি ৫ দশমিক ৮৮ শতাংশ, চিনি ৬১ দশমিক ৬৮ শতাংশ, প্যাকেটজাত লবণ ২১ দশমিক ২১ শতাংশ, ডিম ১৬ দশমিক ৬৭ শতাংশ, আলু ৩১ দশমিক শূন্য ৩ শতাংশ, প্যাকেটজাত আটা ১৭ দশমিক ৩৫ শতাংশ, পাম তেল ৪ শতাংশ, ছোলার ডাল ১০ দশমিক ৩৪ শতাংশ।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ডলারের মূল্যবৃদ্ধি এবং সুদের হারের কারণে অনেক পণ্যের দাম বেড়েছে। আমরা মনিটর করছি। অযৌক্তিকভাবে কোনো পণ্যের দাম বাড়ানো হয়েছে কি না, সেটা আমরা দেখছি।’
নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে ভোগান্তি বাড়ছে ক্রেতাদের। রাজধানীর রামপুরা বাজারে গতকাল বাজার করতে গিয়েছিলেন গৃহিণী সামসুন্নাহার। তিনি বলেন, ‘এক বছর তো দূরের কথা, আমি তো তিন দিন আগের সঙ্গেই দাম মিলাইতে পারতেছি না। তিন দিন আগের চেয়ে প্রতিটি সবজির দাম ২০-৩০ টাকা বাড়ছে। আর মাছ-মাংস আজকাল কিনি না, দামও দেখি না।’
সবজির বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে প্রায় সব সবজির দাম বেড়েছে। সিপাহীবাগ বাজারের সবজি বিক্রেতা ফরিদ হোসেন বলেন, ‘চিচিঙ্গা পরশু পাইকারিতে ২৫ টাকায় কিনছি, আজকে ৪০ টাকায় কেনা লাগছে। পেঁপে ছাড়া প্রতিটি সবজির দাম পাইকারিতে ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়ছে। খুচরা বাজারে তো দাম বাড়বই।’
এদিন রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকায়, হল্যান্ড আলু ৪০ টাকা, বেগুন জাতভেদে ৫০-৯০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৪০ টাকা, টমেটো ২৬০-২৮০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, কাঁকরোল ৪০-৬০ টাকা, পেঁপে ৩০-৩৫ টাকা, পটোল ৪০-৫০ টাকা। ফার্মের মুরগির ডিমের (লাল) ডজন ১৬০ থেকে ১৬৯ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৮৫ থেকে ১৯০ টাকা।
হঠাৎ সবজির মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক (বাজার সংযোগ-১) প্রণব কুমার সাহা বলেন, ‘বৃষ্টির কারণে কয়েকটি পণ্যের দাম বেড়েছে। তবে ঢালাওভাবে সব পণ্যের দাম বাড়ার কথা নয়। আমাদের পর্যবেক্ষণ বলছে, কিছু সবজির দাম কেজিতে ৫-১০ টাকা বেড়েছে। ২০-২৫ টাকা বাড়ার কথা নয়।’
পেঁয়াজ ও ডিমের মূল্যবৃদ্ধি সম্পর্কে প্রণব কুমার বলেন, স্থানীয় পর্যায়ে ডিমের সরবরাহ কমেছে। আর ভারতে গত মাসে বন্যা হওয়ায় অনেক পেঁয়াজ আসতে পারছে না। সে কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।
টিসিবির হিসাবে এক বছরে মূল্যবৃদ্ধি
পণ্য ১০ আগস্ট ২০২২ ১০ আগস্ট ২০২৩ বৃদ্ধির হার
পেঁয়াজ (দেশি) ৪০-৪৫ ৭০-৮০ ৭৬%
রসুন (দেশি) ৭০-৮০ ২০০-২২০ ১৯৩%
আদা (দেশি) ১২০-১৪০ ৩৫০-৪০০ ১৮৮%
চিনি ৮২-৮৫ ১৩০-১৪০ ৬২%
আটা (প্যাকেট) ৪৮-৫০ ৫৫-৬০ ১৭%
লবণ প্যাকেট ৩০-৩৬ ৩৮-৪২ ২১%
ডিম (হালি) ৪৩-৪৭ ৫০-৫৫ ১৬%
আলু ২৮-৮০ ৩৬-৪০ ৩১%
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪