Ajker Patrika

পৌরসভার নালা নির্মাণে বাধা তিন বাড়ি

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫: ১২
পৌরসভার নালা নির্মাণে বাধা তিন বাড়ি

মাত্র তিনটি বাড়ির জন্য বন্ধ আছে কুষ্টিয়া পৌরসভার ১২ কোটি ২৯ লক্ষ ৫২ হাজার টাকার ড্রেন নির্মাণকাজ। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজটি শেষ হয়নি।

জানা যায় এই কাজের মূল বাধা তিনটি বাড়ি। এই তিনটি বাড়ি সড়ক ও জনপথ বিভাগের জায়গায়। বাড়ির মালিকেরা এলাকার প্রভাবশালী তাই প্রভাব খাঁটিয়ে তাঁরা এই ড্রেন নির্মাণ করতে দিচ্ছেন না।

তাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ তো দূরের কথা কবে নাগাদ এই কাজ শেষ হবে তা সঠিক ভাবে কেউ বলতে পারছে না। এদিকে বাড়ি উচ্ছেদের ব্যাপারেও কর্তৃপক্ষ অনেকটাই উদাসীন।

কাজটি করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ইউডিসি কনস্ট্রাকশন এলটিডি। ইউডিসি কনস্ট্রাকশনের প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা জানান, বারখাদা ত্রিমোহিনী এলাকার গৌতমের দোতলা বাড়ি, জুগিয়া এলাকার জীবনের তিনতলা বাড়ি ও মঙ্গবাড়িয়া এলাকার মিনু বিশ্বাস মার্কেট আমাদের কাজের বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ভবন ভাঙা না হলে আমরা ড্রেন নির্মাণকাজ শেষ করতে পারছি না। এক সপ্তাহের মধ্যে এই তিনটি ভবন ভেঙে জায়গা করে দিলে আশা করি ডিসেম্বর মাসের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে।

এদিকে ভবন মালিক গৌতম বলেন, ‘বিশ বছর আগে এই বাড়ি নির্মাণ করা হয়। আমরা চেষ্টা করছি ড্রেন একটু বাঁকা করে করানোর জন্য।’ তবে এই জায়গা সওজের বলেও জানান তিনি।

কুষ্টিয়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) জাহাঙ্গীর আলম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা এবং সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী বারবার সেখানে গিয়ে ভবন ভেঙে নিতে বলেছি। তাঁরা বারবার সময় নিচ্ছে। এই জমির মালিক সড়ক ও জনপথ বিভাগ।’

কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘পৌরসভা যদি লিখিতভাবে ওই জায়গার ভবন উচ্ছেদের জন্য বলে তবে আমরা জেলা প্রশাসকের নিকট একজন ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন করব। পরে ম্যাজিস্ট্রেট নিয়ে ওই ভবন উচ্ছেদ করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত