বগুড়া প্রতিনিধি
বগুড়ায় পোড়াদহের মাছের মেলার পরদিন শুরু হয়েছে ঐতিহ্যবাহী বউমেলা। এই মেলায় কোনো পুরুষ আসতে পারেন না। বিভিন্ন বয়সী নারীরা মেলা ঘুরে করেন কেনাকাটা। এমনকি এখানকার বেশির ভাগ দোকানের বিক্রেতাও নারী। ফলে স্বাচ্ছন্দ্যে মেলা ঘুরে তাঁদের প্রসাধনীসহ প্রয়োজনীয় পণ্য কেনেন নারীরা।
গাবতলী উপজেলায় শুধু নারীদের জন্য এমন মেলা হয়ে আসছে ৩০ বছর ধরে। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে মেলা।
গতকাল বৃহস্পতিবার ওই উপজেলার মহিষাবান ইউনিয়নের ইছামতী নদীর তীরে পোড়াদহ নামক স্থানে আয়োজন করা হয় বউমেলার। যেখানে সকাল থেকেই আশপাশের গ্রামে নারীরা হরেক রকম জিনিস কিনতে মেলায় আসতে শুরু করেন।
গ্রামীণ ঐতিহ্য অনুযায়ী মেলা উপলক্ষে আশপাশের গ্রামের নারীরা বাবার বাড়িতে বেড়াতে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলাও মুখর হয়ে ওঠে। উপজেলাজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বউমেলা ঘিরে।
মেয়েদের প্রসাধনসামগ্রী ছাড়াও মেলায় রয়েছে ছোটদের খেলনা আর গৃহস্থালির প্রয়োজনীয় পণ্যের স্টল। এ ছাড়া রয়েছে মিষ্টান্নর দোকান।
মেলা উপলক্ষে আশপাশের গ্রামগুলোর বাড়িতে শুরু হয় উৎসব। প্রতিটি বাড়িতে বউ-জামাই বেড়াতে আসেন। এ ছাড়া তাঁদের আত্মীয়স্বজনকেও নিমন্ত্রণ করে বাড়িতে আনা হয়।
মহিষাবান ইউনিয়নের শিউলি আক্তার বলেন, ‘মেলা উপলক্ষে আমরা বান্ধবী, চাচাতো-ফুপাতো ভাইবোনেরা সবাই একত্র হই। গ্রামটা মিলনমেলা হয়ে যায়।’
এর আগে গত বুধবার একই স্থানে ঐতিহাসিক পোড়াদহ মেলা হয়েছে। করোনার সংক্রমণ রোধে মেলা বন্ধ করার নির্দেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ। তারপরও চলতে থাকে মেলা। পোড়াদহ মেলার ঐতিহ্য অনুযায়ী পরদিনই বউমেলার আয়োজন করা হয়।
বউমেলার আয়োজক কমিটির সভাপতি জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এবার মেলায় ২০০টি স্টল (দোকান) বসেছে। নারীদের প্রসাধনী, ছোটদের খেলনা ও ঘর সাজানোর সামগ্রী বিক্রি করা হচ্ছে।
প্রথম দিনের মেলায় নারীরা আসতে পারেন না। তাই পরদিন নারীদের জন্য আলাদা মেলা হয়। এটাতে আবার কোনো পুরুষ আসতে পারেন না।
জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, স্থানীয়রা চায় মেলা হোক। তাই সীমিত পরিসরে মেলা হচ্ছে।
এ বিষয়ে জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।
বগুড়ায় পোড়াদহের মাছের মেলার পরদিন শুরু হয়েছে ঐতিহ্যবাহী বউমেলা। এই মেলায় কোনো পুরুষ আসতে পারেন না। বিভিন্ন বয়সী নারীরা মেলা ঘুরে করেন কেনাকাটা। এমনকি এখানকার বেশির ভাগ দোকানের বিক্রেতাও নারী। ফলে স্বাচ্ছন্দ্যে মেলা ঘুরে তাঁদের প্রসাধনীসহ প্রয়োজনীয় পণ্য কেনেন নারীরা।
গাবতলী উপজেলায় শুধু নারীদের জন্য এমন মেলা হয়ে আসছে ৩০ বছর ধরে। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে মেলা।
গতকাল বৃহস্পতিবার ওই উপজেলার মহিষাবান ইউনিয়নের ইছামতী নদীর তীরে পোড়াদহ নামক স্থানে আয়োজন করা হয় বউমেলার। যেখানে সকাল থেকেই আশপাশের গ্রামে নারীরা হরেক রকম জিনিস কিনতে মেলায় আসতে শুরু করেন।
গ্রামীণ ঐতিহ্য অনুযায়ী মেলা উপলক্ষে আশপাশের গ্রামের নারীরা বাবার বাড়িতে বেড়াতে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলাও মুখর হয়ে ওঠে। উপজেলাজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বউমেলা ঘিরে।
মেয়েদের প্রসাধনসামগ্রী ছাড়াও মেলায় রয়েছে ছোটদের খেলনা আর গৃহস্থালির প্রয়োজনীয় পণ্যের স্টল। এ ছাড়া রয়েছে মিষ্টান্নর দোকান।
মেলা উপলক্ষে আশপাশের গ্রামগুলোর বাড়িতে শুরু হয় উৎসব। প্রতিটি বাড়িতে বউ-জামাই বেড়াতে আসেন। এ ছাড়া তাঁদের আত্মীয়স্বজনকেও নিমন্ত্রণ করে বাড়িতে আনা হয়।
মহিষাবান ইউনিয়নের শিউলি আক্তার বলেন, ‘মেলা উপলক্ষে আমরা বান্ধবী, চাচাতো-ফুপাতো ভাইবোনেরা সবাই একত্র হই। গ্রামটা মিলনমেলা হয়ে যায়।’
এর আগে গত বুধবার একই স্থানে ঐতিহাসিক পোড়াদহ মেলা হয়েছে। করোনার সংক্রমণ রোধে মেলা বন্ধ করার নির্দেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ। তারপরও চলতে থাকে মেলা। পোড়াদহ মেলার ঐতিহ্য অনুযায়ী পরদিনই বউমেলার আয়োজন করা হয়।
বউমেলার আয়োজক কমিটির সভাপতি জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এবার মেলায় ২০০টি স্টল (দোকান) বসেছে। নারীদের প্রসাধনী, ছোটদের খেলনা ও ঘর সাজানোর সামগ্রী বিক্রি করা হচ্ছে।
প্রথম দিনের মেলায় নারীরা আসতে পারেন না। তাই পরদিন নারীদের জন্য আলাদা মেলা হয়। এটাতে আবার কোনো পুরুষ আসতে পারেন না।
জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, স্থানীয়রা চায় মেলা হোক। তাই সীমিত পরিসরে মেলা হচ্ছে।
এ বিষয়ে জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫