Ajker Patrika

কৃষকের স্বপ্ন খাচ্ছে ইঁদুর

চারঘাট প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২২, ১২: ১৪
Thumbnail image

চারঘাটে ফসলি মাঠ যেন সবুজের নকশিকাঁথা। সেচ ও সারের দাম বাড়ায় উৎপাদন খরচ বাড়লেও ধানের ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষক। কিন্তু খেতে বেড়ে গেছে ইঁদুরের উপদ্রব। এতে বিপাকে পড়েছেন তাঁরা। কৃষকেরা বলেন, চলতি বোরো মৌসুমে ধানগাছ নষ্ট করছে ইঁদুর। ইঁদুর নিধনে বিভিন্ন ফাঁদ পাতলেও কোনো কাজ হচ্ছে না। মাত্রই ধান গাছে শিষ বেরিয়েছে। এমন সময় গাছগুলো ইঁদুরে কেটে সাবাড় করে দিচ্ছে। এতে ফসল ঘরে তোলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে চারঘাট উপজেলায় দুই হাজার ৪৯০ বিঘা জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। উচ্চফলনশীল (উফশি) ও হাইব্রিড জাতের চারা রোপণ করা হয়েছে। এদিকে বোরো আবাদ বাড়াতে সরকারিভাবে কৃষকদের বীজ ও সার দিয়ে সহায়তা করা হয়েছে।

উপজেলার নিমপাড়া, সরদহ ও শলুয়ার ইউনিয়নের বিভিন্ন বিল ঘুরে দেখা গেছে, ইঁদুরে কাটা ধানগাছগুলো মনে হচ্ছে কেউ যেন ধারালো কাঁচি দিয়ে কেটে দিয়েছে। ইঁদুর নিধনেও হিমশিম খাচ্ছেন কৃষক। ওষুধ ব্যবহারের পাশাপাশি কেউ কেউ সনাতন পদ্ধতিতে বাঁশ ও কাঠের তৈরি ইঁদুর মারার ফাঁদ ব্যবহার করছেন। আবার অনেকে ইঁদুর তাড়াতে খেতে পলিথিন টাঙিয়েছেন।

সরদহ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের কৃষক আলতাফ হোসেন বলেন, ‘জলাবদ্ধতার কারণে আমনের ভালো ফলন না হওয়ায় বাড়তি খরচে বোরো আবাদ করি। কিন্তু বোরো ধানে শিষ বের হওয়ার মুহূর্তেই ইঁদুরের উপদ্রব। ইঁদুরের উৎপাতে এখন মাথা কাজ করছে না। ইঁদুর যেভাবে উৎপাত শুরু করেছে, তাতে শেষ পর্যন্ত ধান ঘরে তোলা কষ্টসাধ্য হয়ে যাবে।’

নিমপাড়া ইউনিয়নের কৃষক আব্দুল কাদের বলেন, ‘ইঁদুর নিধনে ওষুধের পাশাপাশি ইঁদুর মারার কল ব্যবহার করেও ভালো ফল পাওয়া যাচ্ছে না। এক প্রকার বাধ্য হয়ে পলিথিন টানিয়ে দিয়েছি। বাতাসে কাগজ উড়লে শব্দ হয়, সেই শব্দ শুনে ইঁদুর পালিয়ে যাওয়ায় সম্ভাবনা থাকে। কিন্তু তাতেও কাজ হচ্ছে না।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার বলেন, প্রতি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। তাঁরা প্রতিদিন মাঠে গিয়ে কৃষকদের ইঁদুর মারার পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন। জমির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ ছাড়া এক ধরনের পাখি রয়েছে যে পাখি ইঁদুর ধরে খায়। তাদের জমিতে বসার জন্য ব্যবস্থা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত