Ajker Patrika

দিনে করোনা শনাক্ত ৫০ ছাড়িয়েছে

সিলেট প্রতিনিধি
Thumbnail image

সিলেটে এক দিনে করোনা শনাক্ত ৫০ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গত বুধবার সকাল ৮টা) ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। তবে এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গত বুধবার সকাল ৮টার মধ্যে ৯৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা ধরা পড়ে। শনাক্তের হার ৫ দশমিক ১৭ শতাংশ।

এ সময়ে সুস্থ হয়েছেন ছয়জন। বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। করোনায় আক্রান্ত ৫১ জনের মধ্যে ৩৩ জন সিলেটের বাসিন্দা। এ ছাড়া ১৩ জন হবিগঞ্জের ও পাঁচজন মৌলভীবাজারের বাসিন্দা।

নতুন শনাক্তদের নিয়ে বিভাগের চার জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৫ হাজার ৩১৮ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৩৪ হাজার ১৩৮ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৫৩ জন, মৌলভীবাজারে ৮ হাজার ২২২ জন ও হবিগঞ্জে ৬ হাজার ৬৮৫ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৮৩ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৮৮ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৭৫ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৪৮ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ছয়জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। বিভাগের চার জেলায় ১১ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত