Ajker Patrika

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ৫৯
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাতুল শেখ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাতুল চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের ঝন্টু শেখের ছেলে। সে জীবননগর উপজেলার উথলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ত। দুর্ঘটনায় রাতুলের বন্ধু তউছিফ আহম্মেদ (১৬) আহত হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাতুল শেখ ও তার বন্ধু তউছিফ মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পথিমধ্যে বেগমপুর-উথলী সড়কের ফুলতলা নামকস্থানে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে পেছনে বসে থাকা তউছিফ সামান্য আঘাত পেলেও গুরুতর আহত হয় রাতুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস উন্নত চিকিৎসার জন্য রাতুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবির জানান, বিষয়টি তিনি জেনেছেন। পরিবারের বা কারও কোনো অভিযোগ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত