Ajker Patrika

অ্যাপে পড়ো রূপকথার গল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১০: ৪৪
অ্যাপে পড়ো রূপকথার গল্প

দাদি, নানি ও মায়ের মুখ থেকে রূপকথার গল্প শুনেছ নিশ্চয়। রাজা-রানি, রাজপুত্র, রাজকন্যা, রাক্ষস-খোক্কসের গল্প শুনে কেমন ভয় করে না? আবার ভীষণ মজাও কিন্তু। এমনই সব মজার মজার গল্প পড়তে পারবে অ্যাপের মাধ্যমে। অ্যাপটির নাম ‘ফেইরি টেলস-চিলড্রেন বুকস, স্টোরিজ অ্যান্ড গেমস’। এই অ্যাপে আছে ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য পি’, ‘স্লিপিং বিউটি’, ‘ঈশপ’স ফ্যাবলস’, ‘দ্য স্নো কুইন’, ‘পুশ ইন বুটস’, ‘দ্য লিটল রেড রাইডিং হুড’, ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’, ‘দ্য লিটল রেড হেন’, ‘দ্য উডেন হাট’ ‘আগলি ডাকলিং’, ‘দ্য টিন্ডারবক্স’, ‘মাদার স্নো’ প্রভৃতি গল্প। গল্পগুলো পড়ার সঙ্গে সঙ্গে তুমি শুনতে পারবে স্লিপিং মিউজিক। এক মোহনীয় আবেশে গল্পগুলো পড়তে পারবে। সঙ্গে দেখবে আকর্ষণীয় ছবি, অ্যানিমেশন ইত্যাদি।

তোমার বয়স যদি পাঁচ বছরের কম হয়, তাহলে এই অ্যাপটি তোমার জন্য। পাঁচ বছরের বেশি বয়সীরাও কিন্তু পড়তে পারবে। যেকোনো সময়, যেকোনো জায়গায় গল্পগুলো পড়া যাবে।

‘ফেইরি টেলস-চিলড্রেন বুকস, স্টোরিজ অ্যান্ড গেমস’ অ্যাপটি পেয়ে যাবে অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত