Ajker Patrika

এখনো ঘুরে দাঁড়াতে পারেননি ক্ষতিগ্রস্তরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৬
এখনো ঘুরে দাঁড়াতে পারেননি ক্ষতিগ্রস্তরা

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তিন বছর পূর্ণ হয়েছে গতকাল। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি ওই এলাকার ওয়াহেদ ম্যানশন থেকে আশপাশে আগুন ছড়িয়ে ৭১ জনের প্রাণহানি ঘটেছিল। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দিন এখনো বিভীষিকায় কাটছে। স্বজনহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। পরিবারগুলোকে প্রতিশ্রুত ক্ষতিপূরণ এখনো দেওয়া হয়নি।

গতকাল রোববার চুড়িহাট্টায় অনুষ্ঠিত এক মানববন্ধনে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে স্বজনেরা দাবি করেন, আগুনে নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক ক্ষতিপূরণ, পুনর্বাসন, মামলার চার্জশিটে অন্তর্ভুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুরান ঢাকা থেকে সব ধরনের কেমিক্যাল কারখানা নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে। এদিকে আগুনের সেই ভয়াল স্মৃতিকে স্মরণ করে চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনসহ আশপাশের দেয়ালে টাঙানো হয় ওই দিনের বিভিন্ন ছবি। যেখানে নিহতদের আর্তনাদ ও ধ্বংসস্তূপের বীভৎস চিত্র ফুটিয়ে তোলা হয়। কালো ব্যাজ পরে মানববন্ধনে অংশ নেন ঘটনার ভুক্তভোগীরা।

প্রায় তিন বছর পরে গত ১৬ ফেব্রুয়ারি ওয়াহেদ ম্যানশন ভবনের মালিক দুই ভাইসহ আটজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত