নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোভিড-১৯ রোগীর বড় অংশই সুস্থ হয়ে উঠলেও আক্রান্তের শরীরে বিরূপ প্রভাব রেখে যাচ্ছে করোনাভাইরাস। বিশেষ করে গর্ভাবস্থায় যেসব নারী করোনার শিকার হয়েছেন, তাঁদের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, দেশে গর্ভাবস্থায় করোনায় আক্রান্ত নারীদের ৪৬ শতাংশ বিরূপ প্রতিক্রিয়ার শিকার। তাঁদের ৭৮ দশমিক ৭৯ শতাংশই নির্ধারিত সময়ের আগেই সন্তান প্রসব করেছেন। একই সঙ্গে গর্ভেই মৃত্যু হয়েছে ১৫ দশমিক ১৫ শতাংশ শিশুর। এ ছাড়া জরায়ুর বাইরে গর্ভধারণ করেছেন ৪ দশমিক শূন্য ৪ শতাংশ নারী।
গর্ভাবস্থায় করোনার প্রভাব সম্পর্কে জানতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) এই গবেষণা পরিচালনা করেছে। বিষয়টি নিয়ে দেশে এটাই প্রথম কোনো জাতীয় জরিপ। এতে দেখা গেছে, করোনায় আক্রান্ত মায়ের গর্ভজনিত জটিলতার হার করোনামুক্ত নারীর চেয়ে ২৮ গুণ বেশি।
জরিপের জন্য চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৮৯০ জন গর্ভবতী নারীর নমুনা পরীক্ষা করে নিপসম। জরিপে অংশ নেওয়া নারীদের ২১৫ জন ছিলেন করোনায় আক্রান্ত। আর করোনামুক্ত ছিলেন ৬৭৫ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার ও বেসরকারি গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ গবেষণা চালানো হয়। জরিপে অংশ নেওয়াদের গড় বয়স ২৬ দশমিক ৩ বছর। এর মধ্যে ৫৪ শতাংশের বয়স ২৪ থেকে ৩৫-এর মধ্যে।
গতকাল রাজধানীর মহাখালীতে অবস্থিত নিপসম অডিটরিয়ামে আয়োজিত ‘দেশে গর্ভবতী নারী এবং নবজাতকের স্বাস্থ্যের ওপর করোনার প্রতিক্রিয়া’ শীর্ষক এক অনুষ্ঠানে এই গবেষণার ফল প্রকাশ করা হয়। এতে মূল প্রবন্ধ তুলে ধরেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ।
গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্ত গর্ভবতীদের ৮৩ শতাংশেরই সিজার করতে হয়েছে। যেখানে করোনায় আক্রান্ত হননি এমন গর্ভবতীদের মধ্যে সিজারের প্রয়োজন পড়েছে ৬৮ শতাংশের। সব মিলিয়ে করোনায় আক্রান্ত না হওয়া গর্ভবতীদের তুলনায় গর্ভকালীন ১ দশমিক ২ শতাংশ বেশি ঝুঁকিতে ছিলেন করোনায় আক্রান্তরা।
ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ জানান, করোনায় আক্রান্ত গর্ভবতীদের মধ্যে ৯১ দশমিক ২ শতাংশের লক্ষণ ছিল। বাকি ৮ দশমিক ৪ শতাংশের মধ্যে কোনো লক্ষণ ছিল না। আক্রান্তদের মধ্যে ৭৭ দশমিক ৬ শতাংশের জ্বর, ৪৩ দশমিক ৯ শতাংশের কাশি, ৩৯ দশমিক ৮ শতাংশের শ্বাসকষ্ট, ৩৭ দশমিক ২ শতাংশ খাবারের স্বাদ পেতেন না এবং ৩২ দশমিক ৭ শতাংশ গন্ধ পেতেন না। এ ছাড়া ২৬ দশমিক ৫ শতাংশ গর্ভবতীর মধ্যে মাথাব্যথার লক্ষণ ছিল।
অনুষ্ঠানে প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা বলেন, ‘করোনার শুরু থেকে আমরা সংকটাপন্ন এ সময়ে গর্ভধারণ থেকে বিরত থাকার আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন পদক্ষেপও নিয়েছি। জটিলতা এড়াতে গর্ভবতী মায়েদের দ্রুত টিকা নিতে হবে। এখন ওমিক্রন এসেছে। আমরা অনুরোধ করব, একেবারে প্রয়োজন না হলে এ মুহূর্তে গর্ভধারণ থেকে বিরত থাকাই উত্তম।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া।
কোভিড-১৯ রোগীর বড় অংশই সুস্থ হয়ে উঠলেও আক্রান্তের শরীরে বিরূপ প্রভাব রেখে যাচ্ছে করোনাভাইরাস। বিশেষ করে গর্ভাবস্থায় যেসব নারী করোনার শিকার হয়েছেন, তাঁদের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, দেশে গর্ভাবস্থায় করোনায় আক্রান্ত নারীদের ৪৬ শতাংশ বিরূপ প্রতিক্রিয়ার শিকার। তাঁদের ৭৮ দশমিক ৭৯ শতাংশই নির্ধারিত সময়ের আগেই সন্তান প্রসব করেছেন। একই সঙ্গে গর্ভেই মৃত্যু হয়েছে ১৫ দশমিক ১৫ শতাংশ শিশুর। এ ছাড়া জরায়ুর বাইরে গর্ভধারণ করেছেন ৪ দশমিক শূন্য ৪ শতাংশ নারী।
গর্ভাবস্থায় করোনার প্রভাব সম্পর্কে জানতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) এই গবেষণা পরিচালনা করেছে। বিষয়টি নিয়ে দেশে এটাই প্রথম কোনো জাতীয় জরিপ। এতে দেখা গেছে, করোনায় আক্রান্ত মায়ের গর্ভজনিত জটিলতার হার করোনামুক্ত নারীর চেয়ে ২৮ গুণ বেশি।
জরিপের জন্য চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৮৯০ জন গর্ভবতী নারীর নমুনা পরীক্ষা করে নিপসম। জরিপে অংশ নেওয়া নারীদের ২১৫ জন ছিলেন করোনায় আক্রান্ত। আর করোনামুক্ত ছিলেন ৬৭৫ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার ও বেসরকারি গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ গবেষণা চালানো হয়। জরিপে অংশ নেওয়াদের গড় বয়স ২৬ দশমিক ৩ বছর। এর মধ্যে ৫৪ শতাংশের বয়স ২৪ থেকে ৩৫-এর মধ্যে।
গতকাল রাজধানীর মহাখালীতে অবস্থিত নিপসম অডিটরিয়ামে আয়োজিত ‘দেশে গর্ভবতী নারী এবং নবজাতকের স্বাস্থ্যের ওপর করোনার প্রতিক্রিয়া’ শীর্ষক এক অনুষ্ঠানে এই গবেষণার ফল প্রকাশ করা হয়। এতে মূল প্রবন্ধ তুলে ধরেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ।
গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্ত গর্ভবতীদের ৮৩ শতাংশেরই সিজার করতে হয়েছে। যেখানে করোনায় আক্রান্ত হননি এমন গর্ভবতীদের মধ্যে সিজারের প্রয়োজন পড়েছে ৬৮ শতাংশের। সব মিলিয়ে করোনায় আক্রান্ত না হওয়া গর্ভবতীদের তুলনায় গর্ভকালীন ১ দশমিক ২ শতাংশ বেশি ঝুঁকিতে ছিলেন করোনায় আক্রান্তরা।
ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ জানান, করোনায় আক্রান্ত গর্ভবতীদের মধ্যে ৯১ দশমিক ২ শতাংশের লক্ষণ ছিল। বাকি ৮ দশমিক ৪ শতাংশের মধ্যে কোনো লক্ষণ ছিল না। আক্রান্তদের মধ্যে ৭৭ দশমিক ৬ শতাংশের জ্বর, ৪৩ দশমিক ৯ শতাংশের কাশি, ৩৯ দশমিক ৮ শতাংশের শ্বাসকষ্ট, ৩৭ দশমিক ২ শতাংশ খাবারের স্বাদ পেতেন না এবং ৩২ দশমিক ৭ শতাংশ গন্ধ পেতেন না। এ ছাড়া ২৬ দশমিক ৫ শতাংশ গর্ভবতীর মধ্যে মাথাব্যথার লক্ষণ ছিল।
অনুষ্ঠানে প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা বলেন, ‘করোনার শুরু থেকে আমরা সংকটাপন্ন এ সময়ে গর্ভধারণ থেকে বিরত থাকার আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন পদক্ষেপও নিয়েছি। জটিলতা এড়াতে গর্ভবতী মায়েদের দ্রুত টিকা নিতে হবে। এখন ওমিক্রন এসেছে। আমরা অনুরোধ করব, একেবারে প্রয়োজন না হলে এ মুহূর্তে গর্ভধারণ থেকে বিরত থাকাই উত্তম।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪